নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমানে আসতে নিষেধ করেছি বলেই যে
আসা যাবে না...অধিকারের দাবীতে ......
এমন তো নয়.........
চাইলেই কিন্তু আসতে পারতি......
আমার ঠিকানায়......!
অধিকারের দাবীটা তো এখনো ফিরিয়ে নেইনি রে পাগল!
কি ছিলো না বল.........?
শীতের হিমেল বাতাস...
একটু - আধটু রোদের আরামদায়ক উত্তাপ...
শিশিরে ভেজা ঘাস... শেফালী ফুলের গন্ধ...
বিষণ্ণ দুপুর... উদাসীন বিকেল...
সন্ধার নিঃসঙ্গতা ... রাতের একাকীত্ব...
ছোট্ট ছোট্ট গিফটের কিছু প্যাকেট...
আবার কিছু জমানো চকচকে টাকা...
সব কিছুকে ছাপিয়ে... এত্ত এত্ত অভিমান...
কত কিছুর হিসেব- নিকেশ...
শায়েস্তা করার জন্য দড়ি... মারপিটের জন্য লাঠি ...
কত্ত কি প্লান... !
তুই আসলেই তো নেয়া হত......
সব কিছুর সুদে- আসলের হিসেব...!
অপেক্ষাগুলির ঘটতো অবসান...
হাহাকারগুলি ভাল লাগায় ডুবে যেতো... !
আর কিছু না হোক---
অন্তত দু’চোখ ভরে একবার তো কাছে থেকে দেখতে পেতাম ......
ভান কিংবা ভুলের ছলে একবার তো ছুঁয়ে দিতে পারতাম......
কিছুক্ষনের জন্য তো মনে হত- “তুই আমার” !
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
বলেছেন: ++++
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইন্না পাতা বাহে!
৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: নাহ সত্যি আর পারি না।
সবসময় তোর পাশে পাশে অথচ তোর বিরহ আজো গেল না!
বর্ষার জল হয়ে ছুয়ে যাই
তখনতো ঠিকই কেঁপে উঠিস..
বসন্তে হাওয়া হয়ে যখন উড়িয়ে যাই আচঁল
লজ্জ্বায় লাল গালে দেখি আকঁড়ে ধরতে চাও
আঁচলকে না আমাকে!
শীতে যখন ছুঁয়ে যাই
ইশ.. আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে
পরতে পরতে জড়িয়ে রাখো
নিজের হাতে কাজ করা প্রিয় শালটিতে!
বিষন্নতা, নিঃসঙ্গতা একাকীত্বে
মনে মাঝে আমার বাতি হয়ে
স্বপ্ন হয়ে যে দ্বিপ শিখা জ্বলে
তাকে কখনো চিনতে চাইলি না।
যদি ঐ চোখে দেখতিস
দেখতিস সর্বেশ্বরবাদের সত্যতায়
আমি তোর নিঃশ্বাসে- বিশ্বাসে
নিত্যতায় বিরাজমান!
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসস্ আপনি না সব সময় আমার মাথা আউলাই দেন-- এত সুন্দর করে লিখে! আপনার মাথায় বুঝি সব সময় এমন সুন্দর রিপ্লাই কিলবিল করে? কি যে বলবো বুঝতে পারছি না-- ! ভাললাগা আপনার লেখায় রেখে দিলাম! ভাল থাকবেন!
৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
আলম দীপ্র বলেছেন: চাইলেই আসতে পারতি চাসনি ! তবুও আমার দুয়ার খোলা !
ভালোই লাগল !
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
.......ভুলের ছলে একবার তো ছুঁয়ে দিতে পারতাম......... সুন্দর লিখেছেন ।
আমিও বলি -
....... এবার না হয় তুমি,
ভুল করে এসে
সেই ভুল ভেঙ্গে দাও......
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! হহাহা ধন্যবাদ লাইন মিলিয়ে দেয়ার জন্য!
৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অ
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইয়া
৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সা
৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধা
৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: র
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইয়ে ক্যায়া হ্যাঁয় ?
১০| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ন
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নতুন স্টাইলে কমেন্ট! অনেক অনেক ধন্যবাদ!
১১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫
তুষার কাব্য বলেছেন: অভিমানে আসতে নিষেধ করেছি বলেই যে
আসা যাবে না...অধিকারের দাবীতে ......
এমন তো নয়.........
চাইলেই কিন্তু আসতে পারতি.....
হুম....অভিমানের ভাষা বোঝাটা বড্ড জরুরি...শুভেচ্ছা সকালের...
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! অনেকে সেটা বুঝতেই পারে না-- উল্টো সব এলোমেলো করে! অনেক ধন্যবাদ !
১২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
টি ইউ রিয়াদ বলেছেন: কিছুক্ষনের জন্য কেন একেবারেই চলে আসতে বলেন খালা :-D
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! এই খালু- আলুর প্রতি এত টান কিসের ভাইগ্না? আসলে কি তার ঠ্যাং আস্তো থাকবে?
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: কিছুক্ষনের জন্য তো মনে হত- “তুই আমার” !
ুকিছুক্ষনের জন্য কেন সব সময়ের জন্য সে থাকুক আপনার
ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা থাকে না তো ভাইয়া...... সে শুধু কল্পনাতেই ঘুরঘুর করে! ভাল থাকুন সন্ত্রাসীর ভাই! সামুর প্রব এর সলু হয় নাই! গুগলে সার্চ দিয়ে এই সেই করে ইন করি!
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম, ব্রাউজার চেন্জ করে দেখতে পারেন, আশা করি সমস্যা হবে না। আর যে সমস্যা হয়েছিল তা ঠিক হতে একটু সময় লাগবেই। মেনে নিন।
১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুর এই যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে ভাইয়া?
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
রঙ তুলি ক্যানভাস বলেছেন: "তুই আসলেই তো নেয়া হত......
সব কিছুর সুদে- আসলের হিসেব...!
অপেক্ষাগুলির ঘটতো অবসান...
হাহাকারগুলি ভাল লাগায় ডুবে যেতো... !"
কিছু কিছি হাহাকার,হাহাকারই থেকে যায়, মেনে নিতে হয় বাস্তবতার খাতিরে
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআহ ......হু!
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
এমএম মিন্টু বলেছেন: বাহা কি অসাধারন লেখা