নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>>উদ্দেশ্য “ নারী নির্যাতন রোধে সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয়”! (খবর-ইত্তেফাক) !
>ভাল! নারী নির্যাতন রোধে নারী- পুরুষ নির্বিশেষে সমাজের শিক্ষিত বিবেকবান সকল মানুষের সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন পুরুষ সমাবেশের বক্তারা! ভাল!
>তবে কথা হল- “ সমাবেশ যেন শুধু সমাবেশ করার উদ্দেশেই না হয়, সমাবেশের মূল উদ্দেশ্যটা যেন ঠিক থাকে! সমাবেশ কইরা ঘরে গিয়া আবার বউ পিটাইয়েন না কিংবা কাজের মেয়ের সাথে কোন অন্যায় আচরন করিয়েন না কিংবা অন্য কোন মেয়েকে কৌশলে নির্যাতন করিয়েন না... এটাই প্রত্যাশা!
> আসল কথা হল- ধর্ম কিম্বা আইন কিংবা এইসব সমাবেশ, কখনোই মানসিক বিকৃতি রোধ কিংবা নারীর প্রতি সহিংসতা রোধ পুরোপুরি করতে পারে না ! পারে শুধু মানুষের সুন্দর মানসিকতা, সুস্থ বিচার ও মনুষ্যত্ববোধ ! আর এই বোধটা নারী /পুরুষ উভয়ের-ই থাকা উচিৎ ! কারন কিছু ক্ষেত্রে নারী দ্বারাই নারী নির্যাতিত হয়, যেভাবে পুরুষের দ্বারা হয়!
৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ভাইয়া, সত্যি কইরা বলেন তো- আপনি ভাবীরে নির্যাতন করেন না ভাবী আপনাকে? (দুষ্টামি করলাম ) ! হু বন্ধ হোক সব ধরনের নির্যাতন ! আপনিও ভাল থাকুন!
২| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭
ভূতের কেচ্ছা বলেছেন: ধর্ম কিম্বা আইন কিংবা এইসব সমাবেশ, কখনোই মানসিক বিকৃতি রোধ কিংবা নারীর প্রতি সহিংসতা রোধ পুরোপুরি করতে পারে না ! পারে শুধু মানুষের সুন্দর মানসিকতা, সুস্থ বিচার ও মনুষ্যত্ববোধ ! আর এই বোধটা নারী /পুরুষ উভয়ের-ই থাকা উচিৎ ..........
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী
৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ কেচ্ছা ভাই!
৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
মেংগো পিপোল বলেছেন: আর এই বোধটা নারী /পুরুষ উভয়ের-ই থাকা উচিৎ ! কারন কিছু ক্ষেত্রে নারী দ্বারাই নারী নির্যাতিত হয়, যেভাবে পুরুষের দ্বারা হয়!
০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ধন্যবাদ !
৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
তুষার কাব্য বলেছেন: মানসিক মননশীলতা আর সুস্থতাই পারে মানুষকে এই হীন কর্মকান্ড থেকে দুরে রাখতে...
০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই!
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা একে অপরকে খুব নির্যাতন করি ? নির্যাতনের চিহ্ন প্রতিটি পরতে পরতে রয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা! দারুন মজার তো! নিশ্চয়ই সেটা ভালোবাসার নির্যাতন !
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুধু ভালবাসা ই নয়, সাথে অনেক কিছু??
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: বন্ধ হোক পুরুষ কর্তৃক নারী নির্যাতন এবং নারী কর্তৃক পুরুষ নির্যাতন।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী