নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>>কিন্তু না! তাদের ফাঁসিও হয় না, বিচারও হয় না! হয় সামান্য কিছু জরিমানা আবার উল্টো বাস মালিক সমিতির লোকজন দেয় হরতাল, অবরোধ! আরে যার প্রান যায় অই বাসের নীচে চাপা পড়ে সে বুঝে কেমন লাগে? যার আপনজন চলে যায় অইসব বেপরোয়া বাস চালকের বেপরোয়া বাসের নীচে তারা বুঝে কি হারিয়েছে!
>>প্রত্যেকটা বাস দুর্ঘটনার জন্য ৯৯% অদক্ষ আর বেপরোয়া বাস চালক-ই দায়ী! বাকি ১% ভাঙ্গা আর খারাপ রাস্তা আর অসেচতন মানুষ দায়ী! অথচ এই ৯৯% ঘাতক চালক আরামসে মানুষ মেরে, ভর্তা করে চলে যায়! ধরার উপায় নেই, ধরলেও ৫/১০হাজার টাকা জরিমানা! আহহা! কি আইন এ দেশের! আর বাস মালিক সমতির লোকজনের উল্টো হুমকির কাছে নত হয় প্রশাসন !
>>এইসব কোন দুর্ঘটনা না... এটা হত্যা ! আর এইসব হত্যার বিচার নেই এ দেশে! আজিব দেশের আজিব কারবার!
০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এ কারনেই তো কোন প্রতিকার হয় না!
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রতিকার আছে বলে আমার মনে হয় না।
০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া, বলে লাভ নেই!
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
ঢাকাবাসী বলেছেন: দুর্ণীতিবাজ আমলা মন্ত্রী আর ঘুষখোর পুলিশের কারণে মানুষকে জান খোয়াতে হচ্ছে। ড্রাইভারদের কিছু করলে এক মন্ত্রী কা্ম শ্রমিক নেতা উড়ে এসে হাজির হয় ওকে বাঁচাবার জন্য। না পারলে মন্ত্রীটি হরতালই দিবে! নাহলে শহীদমিনারে বসে থাকবে ঔ বাসমালিক মন্ত্রীটি।