নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রেমে মজিলে মন, কি বা হড়ি কি বা ডোম......।।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

>মাঝে মাঝে মনে হয় রূপকথা ! শুধু প্রচলিত একটা কথা ! কিন্তু কারো কারো কাছে প্রেম জাত/কুল মানে না! আর তারাই আসল প্রেমিক/প্রেমিকা ! লেকচার তো অনেকেই দিতে পারে- “মনের সাথে মন মিললে - জাত/ ধর্ম / বর্ণ / বয়স /পতিতা কোন ব্যাপার না- তার সাথেই প্রেম করবো তাকেই বিয়ে করবো কিন্তু আসলেই কয়জনে তা করতে পারে? কয়জনের এমন বুকের পাটা আছে? ২/১ টা রেয়ার কেস তবু আমাদের সামনে এসে উদাহরণ সৃষ্টি করে মন মাতিয়ে দেয়! যেমন দিয়েছে নীচের ঘটনাটা---
>>নীলফামারীর ডোমারে এক হিজড়াকে বিয়ে করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, সেই এলাকার-ই বেলাল হোসেন নামক এক যুবক! দীর্ঘদিন মন-দেয়া নেয়ার পর তারা প্রেমের ইতি টেনে বিয়ে করেন! (খবর-ইত্তেফাক) ! অভিনন্দন তাকে ! তবে দেখার বিষয় কতদিন এই বিয়ে টেকে ! শুভ কামনা রইল তাদের জন্য!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কেমনে পারে?
তৃতীয় লিঙ্গের মানুষ দেখলেই ভয় পাই।
একবার মানিব্যাগের সব পয়সা দিতে বাধ্য হইছি।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভয় পাওয়ার কিছু নেই ওদের দেখে! আমাদের অবহেলাটাই হয়ত ওদের এতটা ডেস্পারেট করে তুলেছে! আসলে সত্যিকারের ভালোবাসায় সব-ই সম্ভব!

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

♥কবি♥ বলেছেন: ব্যায়ফক বিনুদুন!!!!!!!!!!!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই বিনোদনের কিছু নেই! যদি সত্যি তারা ভালোবেসে একাজ করে থাকে তবে তাদের জন্য শুভ কামনা থাকবে অন্তর থেকে!

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭

ঢাকাবাসী বলেছেন: ওটা একটা জোকস, বিয়ে হতেই পারেনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সত্যিটা আসলে কি সেটা তারাই বলতে পারবে ভাল! তবে ভালোবেসে যদি তারা নিজেদের এভাবে বেঁধে ফেলে তাহলে তা অবশ্যই একটা দৃষ্টান্ত !

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

বংশী নদীর পাড়ে বলেছেন: লোকে যে অপবাদই দিক আমাকে আমি গাইবো প্রেমের গান। প্রেম আছে যেখানে সবই সেখানে সম্ভব। আমার এই গান সেই পাগলেরই জন্য উৎসর্গঃ


প্রেমিক ভাই---

শুনো ওহে প্রেমিক ভাই তোমাকে সুধাই
প্রেম যেখানে আছে লজ্জা-শরম নাই

প্রেমের বাড়ি যেখানে
হায়া-পর্দা নাই সেখানে।।
দুজনে দুজনে মিশে প্রেম (শুধু) খেলা খেলায়। ঐ

প্রেমের ঘায়ে গন্ধ নাই
ভাল আছে মন্দ নাই।।
কিরায় খাওয়া দেহে আছে (মেশ্ক) আম্বরে তা নাই। ঐ

প্রেমিকের মুখের থুথু
মধুতে নাই তত মধু।।
দুর্গন্ধময় মোজাও তাহার (যেনো) সুগন্ধে বোঝাই । ঐ

প্রেমিকের উদাম দেহ
নাই তাতে কামের মোহ।।
আছে তাতে প্রেমের দাহ (তাহা) পুড়তাছে সদাই। ঐ

ওই প্রেমে ধরছে যারে
ঘর ছাড়িয়া বন ভাদারে
ডুব দিছে তন ভুবনে (তাহারা) লোকালয়ে নাই । ঐ
০৫/১১/২০১৪ ইং

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

একজন ঘূণপোকা বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কেমনে পারে?
তৃতীয় লিঙ্গের মানুষ দেখলেই ভয় পাই।
একবার মানিব্যাগের সব পয়সা দিতে বাধ্য হইছি।



পূর্ণ সহমত

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভয় পাওয়ার কিছু নেই ওদের দেখে! আমাদের অবহেলাটাই হয়ত ওদের এতটা ডেস্পারেট করে তুলেছে! আসলে সত্যিকারের ভালোবাসায় সব-ই সম্ভব!

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার পরিচিত একজন আছেন যিনি এক মেয়েকে ভালবাসতেন, চোখের ইশারয়, পত্র আদান প্রদানে তাদের মধ্যেকার সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় এবং বিয়ের পর লোকটি জানতে পারে মেয়েটি বোবা, এবং বিগত ৩৫ বছর যাবত তাদের সংসার চলছে।




ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ভালোবাসা/ প্রেম এমন-ই হওয়া উচিৎ! ভাল থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.