নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছেলেদের কত্ত আরাম...আহা! আহা! (দেখি আরামবাজ ব্লগার ভাইয়েরা কি বলে? )

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

#এই আরামবাজ ছেলেগুলার মশারী টানাতে হয় না।। বিয়ের আগে মা/ বোন টানিয়ে দেয়, বিয়ের পর বউ! দু/একজন হোস্টেলে/ হলে থেকে পড়াশুনা করতে গিয়ে কিংবা চাকরীর ক্ষেত্রে মেচে থাকতে গিয়ে বাধ্য হয়ে টানায় নয়ত মশার কামড় খেয়ে চুপ্টি করে থাকে! কিন্তু মেয়েদের বিয়ের আগেও মশারী টানাও, বিয়ের পরেও!
# শীত আসলে আরামবাজ ছেলেদের লেপের বা কম্বলের কভার লাগাতে হয় না... এটাও মা/ বোনেরা নয়ত বউ করে দেয়! কিন্তু এই বিরক্তকর কাজটা মেয়েদের বিয়ের আগে /পরে করতেই হয়!
#তবে আমিও কম না কি... মশারি নিজে টানালেও লেপ/ কম্বলের কভার নিজে লাগাইনা... মামনী/ আম্মুদের (চাচী) হায়ার করে আনি! আর রীতিমত এদের ডায়লগ থাকে সবসময়- শ্বশুরবাড়ী গিয়ে কি করবি? কে লাগিয়ে দেবে? আমার ও ঝটপট উত্তর- হাম্বা আছে না! হাম্বা (আমার কল্পিত নায়ক) মশারী টানাবে, লেপের/কম্বলের কভার লাগাবে...।আহাহহা!

মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি আমার বউ এর হাম্বা (আপনার ধারনা অনুসারে)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা তা জানি না ভাইয়া! তবে আমার কল্পিত নায়ক হাম্বা!

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: যারা যারা আড্ডাইতে চান তারা গুতা দেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আড্ডা না ক্যাচাল.........

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এখনো মশারী টানাই না, বিয়ের পরও টানামু না ইনশাল্লাহ । ভাল্লাগেনা। আগে মা কে অনেক বলেও বন্ধ করতে পারিনি। এখন মেসে এই জিনিস থেকে বেঁচে আছি। কেমন বদ্ধ ঘর মনে হয় :)

মশা তাড়ানোর লিকুইড স্প্রে কত কি আছে, না হয় কামড় ই খেলাম :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাললাগে না ভাল লাগে না--- আহাহা! তিনি এসে যেন আপনাকে দিয়ে এই কাজটাই করান... দোয়া রইল!আর না করলে শাস্তি- কান ধরে উঠ-বস! হাহাহহা হু মশার কামড়ে ভাইটামিন আছে তো!

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

ধূসরছায়া বলেছেন: মশারী, লেপের-কভার!!! এতো কষ্ট করার কোন মানে হয়? আমি আপু সোজা কথার মানুষ-আমি এইসব অতিরিক্ত অনুষঙ্গ ব্যবহার করিনা! পাশের জন যদি করতে চায়, তবে অবশ্যই নিজ দায়িত্বে করতে হবে! :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ! পাশের জন যেন এই কাজটা আপনাকে দিয়ে করাই, এই দোয়া রইল! আর না করলে শাস্তি- কান ধরে উঠ-বস! হাহাহহা

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

ঢাকাবাসী বলেছেন: কি দরকার এতো সব ঝামেলার?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা তাই তো কি দরকার এত ঝামেলার?

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী বিবাহ করার আগে এই ব্যাপারে তাহাকে রাজি করাইয়া তারপর কবুল বলিব ! B-) B-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি শিউর এরপর ও ভাবী আপনাকে দিয়ে এই কাজ করাবে...। আহা!আহা!

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

সত্যচারী বলেছেন: হঠাৎ করে সেদিন বউ আদর করে ডেকে একটা আর্টিকেল দেখাল। পড়ে দেখি এখন সু-স্বামীর ৮ টি বৈশিষ্ট। পড়ে দেখলাম। এ করতে হবে, ও করতে হবে। ঝগড়া করার পর নাকে খৎ দিতে হবে। বউ যা চায় তাই দিতে হবে। নিজের পছন্দের চেয়ে তার পছন্দের চেয়ে তার পছন্দের গুরুত্ব দিতে হবে। হাংকি পাংকি আরো কত কি যে করতে হবে। সবই মেনে নিলাম, মাগার ৮ নং টা মানতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হবে, আর বউকে ডেকে তুলে খাওয়াতে হবে। বউরে বললাম এইটা কেমন কথা? নিজের কইলজায় আলকাতরা ঢাইলা না হয় উপরের ৭ টা করলাম, মাগার ৮ নং টা কেমতে কি?
বউ দাত কেলাইয়া কইল, এইটা বর্তমানের সিস্টেম চলতাছে, কেন ,হলিউড ছবি দেখনা?


ছেলেদের আরাম যে আপনাদের সহ্য হয়না, ঐটা দাদী নানীগো আমল থেইকাই দেখলাছি। এখন আর বাকী আছে লেপ তোষক ধোয়া অথবা কভার লাগানো?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ভাই যা লিখলেন! ইসসস্‌ আমি ভাবছি- কবে হাম্বাকে দিয়ে লেপ/তোশক/ কম্বল ধোয়াবো? আচ্ছা, ভাবীর ৮ নং শর্ত প্রতিদিন পালন করেন তো?

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

সোহানী বলেছেন: মশারী কখনই খুলবেন না আর লেপের পরিবর্তে কম্বল ব্যবহার করবেন........ কুনু সমস্যাই হবে না ইনশাল্লাহ্ .................

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! না আপু, তাহলে তো আরামবাজদের দিয়ে কাজ করানো হবে না! আর লেপ/ কম্বল দুটোতেই কভার ছাড়া ইউজ করতে পারি না, অ্যালার্জি আছে তো!

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

ডার্ক ম্যান বলেছেন: ছোটবেলা থেকে একা থাকি। তাই নিজের মশারী নিজেকেই টানাতে হয়। তবে আশা করি, বিয়ের পর এই কষ্ট লাঘব হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহিইই! বিয়ের পর ও যেন এই কাজ করতে হয়......।ফুউউউউউ দিয়ে দিলাম!

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: হা হা হা ভাল পয়েন্ট ধরছেন ত......আমি আরেকটা আ্যড করি সেটা হল কাপড় ধোয়া এইটা খুব পেইন তাই বিয়ের আগে ছোট বোন বা মা আর বিয়ের পর ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার বিয়ের পর যেন বউ আপনাকে দিয়ে কাপড় ধোয়ায় এই কামনাই করি! আমিন! হাহহহা!

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: দুনিয়ার সকল কস্টু কি মশারী টানানির ভিত্রে রয়েছে :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাই! তয় পুলাপাইন মশারী টানাইতে খুব কষ্ট পায় এইটা জানি!

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

তুষার কাব্য বলেছেন: আমি মশারীটা মাঝে মাঝে টানাই শুধুই অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে,এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই... :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ওয়য়াউঅয়া! আপনি কত্ত ভাল! আগে থেকেই প্র্যাকটিস ! ইসসস, ভাব্বী কত্ত লাকি হপ্পে!

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

বিডি আমিনুর বলেছেন: বউ মশারী টানাবেনা তো কে টানাবে ? বিয়ে করব কি বউ পূজা করার জন্য ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহি নেহি-- বউ যেন আপনাকে দিয়ে ১০বার কান ধরে উঠ-বস করায় এই জন্যই বিয়ে করবেন কেমন?

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

মাটি আমার মা বলেছেন: সারাদিন ও আমার সংসারটা ঠিক রাখে তাই ভালবাসার টানে, মশারী টানা, কভার লাগানো আমিই করি, তবে কি আমিও হাম্বাবাবাবাব....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইমাম্মামা! আপনি কত্ত ভাল! না আপনি ভাল জীবন সঙ্গী! ( আমার কল্পিত নায়ক খালি ঘুমায়, গরুর মত ঘুমায়, তাই তাকে হাম্বা বলি) !

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

জাহিদ ২০১০ বলেছেন: মশারী টানাইলে টানাইবো নাইলে নাই। নিজে একটা মশারোধী লোশন কিন্না হাত পায়ে লাগামু, সাথে সাথে ওই লোশনটা হামলাইয়া থুইয়া দিমু।

এলা বাপু সারারাত শুইয়া শুইয়া মশার কামড় খাও B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) :-< :-<

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পরের দিন ১০বার কান ধরে উঠ-বসের কথা কিন্তু ভুইলা যাইয়েন না- এই থেরাপি ইউজ করতে গিয়ে--হাহহাহ!

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

জীবলু বলেছেন: আমি বাপু মশারি ছাড়া একদমই শুতে পারি না, তাই নিজের প্রয়জনেই মশারি টানাতে হয় ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল ভাল! এখন থেকেই প্র্যাকটিস করেন!

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: আমি মশারী খাটাই আমার ছেলেদের জন্য! কিন্তু কোন নাম নাই, নাই প্রশংসা! তবুও করে যাই।

তবে ইদানিং শান্তি আছে, বড় ছেলেকে এই কাজ শিখাতে পেরেছি, বাবার কষ্ট বুঝে। বললে সে করে দেয় কিন্তু আদর করে বলতে হয়, বাবা মশারীটা একটু টানিয়ে দাও তো!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি খারাপ কি খারাপ! ছেলেকে দিয়ে করায়!!!!!!

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: ওহ বলতে ভুলে যাচ্ছি, আসলেই ছেলেদের অনেক আরাম!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! বেচারা!

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

ল্যাপটপ কম্পিউটার বলেছেন: আপনার মত আরামবাজ মেয়েরা বিয়ের আগে বাপের হোটেলে খায় আর বিয়ের পর স্বামীর হোটেল খায়। আমার ওয়েব সাইট

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহহা! আমি কিন্তু মশারী টানাই! আর অই কভার লাগাতে পারি না এটা সত্য! আর হাঁ -- বাপের হোটেলে বইসা খাই না-- কাজ করি বুঝলেন আরাম্বাজ ভাই!

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

রেজা এম বলেছেন: "" উত্তর- হাম্বা আছে না! হাম্বা (আমার কল্পিত নায়ক) """ !!! আজিব মাইয়া !!! :-< :-< :-< :-<

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! এতে আজিব এর কি আছে? আজিব পোলা!

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আমি তুমি আমরা বলেছেন: আমি মশারি ছাড়াই ঘুমাই গত সাত বছর ধরে। ভবিষ্যতেও এভাবেই থাকার ইচ্ছা। :)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা দেখা যাক পারেন কি না!

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

গোধুলী রঙ বলেছেন: এহ! আমার বাসার সোফার সব কাভার বউ আমারে দিয়া লাগাইছে, আর শুধু মশারি টানানোর জন্য ৫০০০ টাকা মাসিক স্যালারি B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! দারুন তো!

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

সিকদারভাই বলেছেন: লেপ ও মশারি কিনে দেব আবার টাংগিয়ে দেব !!! এত দেখি মামার বাড়ির আবদার। :D :D

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা মাঝে মাঝে মামার বাড়ীর আবদার করতে হয়!

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:





স্বাবলম্বনই প্রতিটি মানুষের শ্রেষ্ঠ অবলম্বন।

আমি পানি ঢেলে খাওয়া থেকে শুরু করে নিজের প্রতিটি কাজ
পারতপক্ষে নিজেই করার চেষ্টা করি।

সুযোগ হলে অবস্থা বুঝে অন্যের কাজও করে দেই।
পরনির্ভরশীলতায় মূলত নিজের আত্বার অবমাননা করা হয়।

বাদ বাকি যা কিছু হয় সেটা একটা প্রাকৃতিক সিস্টেম

এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি হওয়া উচিৎ ,
আমি কি পেতে পারি নয় বরং আমি কি দিতে পারি।
তাহলেই আমরা ক্ষুদ্র সার্থপরতা থেকে মুক্তি পাবো।

আর মশারী টানানোর বিষয়টা খুব সিম্পল, মাঝে মধ্যে স্বামী মশারী টানালে সেটা স্ত্রীর জন্যে আনন্দের বিষয়, তাছাড়া পুরুষ হচ্ছে পরিবারের কর্তা আর নারী পরিবারের প্রাণ, তাই দুজনের বোঝাপড়াই দাম্পত্য জীবনকে সুখী করার জন্য যথেষ্ট।


দোয়া করি আপনার হাম্বা থুক্কু আপনার স্বামী যেন আপনার মনের মত হয়।



শুভেচ্ছা সতত।


০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া আপনার কথা ঠিক! সমঝোতাটা থাকা চাই! হহাহা ধন্যবাদ ভাইয়া! জানি না হাম্বা কেমন হবে!

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে যখন মশারী টাঙ্গাতে বলতো আমি এমন ভাবে কোনা কানা উঠিয়ে রাখতাম যেন মশারা অনায়াসে ভিতরে ডুকতে পারে ।
'' আমাকে দিয়ে কোন কাজই হয়না '' এই অভিযোগ তুলে এখন আর আমাকে মশারী টাঙ্গাতে বলেনা । :P :P :P

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসস্‌ আপনি এত চালাক! ভাবির নাম্বার দেন, ভাবীকে আপনার বিরুদ্ধে উস্কিয়ে দেই!

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' হাম্বা '' যেন আমার টেকনিক টা ফলো করে এই কামনা করি :-P :-P :-P

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাম্বা এই থিওরি ফলো করলে, ১০বারের জায়গায় ২০বার কান ধরে উঠ-বস করাবো!

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০

ল্যাপটপ কম্পিউটার বলেছেন: আপনার কথা বলি নাই আরামবাজ মেয়েদের কথা কথা বলেছি। আপনি তো আরামবাজ মেয়ে না।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে কি লিখাই তো আছে- আপনার মত আরাম্বাজ মেয়েরা!!!!!!!!

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

রেজা এম বলেছেন: বটিতে মাছ মাংস কাটতে জানো তো ??

নাকি !! সেটাও তোমার কল্পিত নায়ক ই করবে ??/ :-< :-< :-< :-<

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক ধরছেন- কাটাকুটিতে নাই! সবজি কাটতে পারি কিন্তু অইসব পারি না, হাম্বা ভাল পারে এইসব মনে হয়! হাহহাহ!

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ইস্ আমার ও এরকম আরামবাজ হইতে মন চায় । বউ নাই তো কেমনে কি?

৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

লাজুক ছেলে...... বলেছেন: আমিও মাঝে মাঝে ইমতিয়াজ ১৩ ভাইয়ের মত হাম্বা হই। তবে একেবারে বিনা
শত্তে নাহ......Terms and condition apply করি। মশারি আমি খাডাইবাম.... কিন্তুক আমারেও শোওয়ার পরে মাথা বানাইয়া আর নাইলে শরীর ম্যাজাগ কইরা দিতে হবে। গিভ এন্ড টেক....... ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.