নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এক চুন্নিকে দেখে আসুন !

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

নানারকম ঝামেলায় বেশ কিছুদিন ফেবু এবং ব্লগে আসিনি! কাল একজন ফোন দিয়ে বলল- আপু আপনার লেখা আবার চুরি করেছে সেই চুন্নি! এই চুন্নি সাহা চিটগাইয়া মাইয়া না পোলা না হিজড়া জানা নেই! এর আগে লেখা চুরি করেছিল যখন, তখন তাকে ধোলাই যারাই দিয়েছে তাদের সে ব্লক করেছে, এরপর আমি যখন ফেবুতে তাকে নিয়ে লিখেছি, সে উল্টো আমার স্ট্যাটাস এ এসে আমাকে গালি দিয়েছে, তারপর ও সে লেখা ডিলেট করেনি, সেই লেখাও এই ব্লগে আছে ! এরপর আমি তাকে ব্লক করি কিন্তু এইবার সে এই ব্লগ থেকেই লেখা নিয়ে শুধু ব্লগার ভাইরা কথাটা বাদ দিয়ে মাইরা দিয়েছে, যদিও এইবার সে নীচে আমার নাম দিয়েছে ভয়ে কিংবা অন্য কোন কারনে! তার স্ট্যাটাস এ আমার পরিচিত একজন লেখার লিঙ্ক সহ তাকে চোর বলেছে, সে তাকেও ব্লক করেছে কিন্তু লেখা ডিলেট করে নাই!
লেখা চুরি অহরহ হচ্ছে, ব্লগ থেকে আমার লেখা পত্রিকাতেও গেছে, আমি জানি নাই! এরকম বহু মানুষের লেখা চুরি হচ্ছে! এখন এটা হয়ত কোন ব্যাপার না কিন্তু চোরকে হাতে-নাতে ধরার পরও যখন সে লজ্জিত হয় না তখন ভাবতে হয়- এরা কোন কুত্তা না শুকরের ঘরে জন্ম নিয়েছে? নীচে এই চুন্নির আইডি লিঙ্ক, আমার লেখা চুরির লিঙ্ক, এবং ব্লগে থাকা সেই লেখার লিঙ্ক দিলাম! একটু ঘুরে আসবেন সবাই এবং পারলে রিপোর্ট বা অন্য কি করা যায় সে ব্যাপারে বলবেন!

https://www.facebook.com/ayesa.chiddika


https://www.facebook.com/ayesa.chiddika/posts/1511766359090477


http://www.somewhereinblog.net/blog/Epshi007/29997208


https://www.facebook.com/epshita.chowdhury/posts/4978311913412




মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

রফিকুজজামান লিটন বলেছেন: ব্যাপারটি দুঃখজনক ! তবে ভাষা ব্যবহারে আরেকটু সংযত থাকুন প্লিজ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বুঝলাম! কিন্তু এত রাগ হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না! চুরির থেকে বেশি রাগ হচ্ছে যে চোর তার কোন লজ্জা নেই!

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: অফিসে ফেবু কাজ করে না, বাসায় গিয়ে দেখব। অনেক দিন পরে আসলেন।






ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকে ভাইয়া! হু দোয়া করবেন আমার জন্য!

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

বাউল আলমগী সরকার বলেছেন: বেশ ঘুরে আসব

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: fb theke ghure ashlam but kon lekha ta churi kora apu?

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চুরির লেখার লিঙ্ক সহ তো দিয়েছি এখানে! উপরে দেখেন সব লিঙ্ক আছে! তবুও আবার বললাম- “ ছেলেদের কত্ত আরাম! আহা”!

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

নুর ইসলাম রফিক বলেছেন: এটা নতুন কিছুনা। আমরা প্রায়ই এই সমস্যার মুখমুখি হই।
হয়তো আমরা এর প্রতিবাদ করিনা। কিন্তু কপি কারক কে ইনবক্স করে জানিয়ে দেই "আপনি কাজটা আপনি ভাল করেননি"।
সেও হয়তো দুঃখিত বলে নিজেকে আপরাধ মুক্ত করে নেয়।

আপনার প্রতিবাদ কে স্বাগতম জানিয়ে বলছি, এটা কোন প্রতিবাদের ভাষা নয়, যেন দুই সতীনের ঝগরা। যা আপনার মতো সিনিয়র এর কাছ থেকে কখনো আশা করা যায়না।

দুঃখিত, কাওকে হেয় করা আমার উদ্দেশ্য নয়।

অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

শুভ কামনা রইলো...............

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি! তাকে প্রথমে ইনবক্সে না তার স্ট্যাটাস এই ভালভাবে বলা হয়েছিল- লেখাটা চুরি করেছেন, মুছে ফেলুন, সে শোনেনি! উল্টো সে আমার-ই স্ট্যাটাস এ এসে আমাকে গালি দিয়েছে! লেখা চুরিতে যতটা না খারাপ লাগে তার থেকে বেশি খারাপ লাগে যে চোরের তাতে কিছু এসে যায় না, এমন কি সে লেখা মুছে ফেলেও না! এখন বলেন, এরকম অমানুষকে কি বলা যেতে পারে?

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

খেলাঘর বলেছেন:


আপনার লেখা কোন বেকুব যদি আবার কোথায়ও প্রকাশ করে, আপনার খুশী হওয়া দরকার!

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুশি হতে পারছি না কারন সে শুধু চুরি করেই খ্যান্ত হয় না, চোর হয়েও লজ্জায় মাথা হেট করে না!

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

অগ্নি সারথি বলেছেন: এরা কোন কুত্তা না শুকরের ঘরে জন্ম নিয়েছে?
লেখা চোর হলেই যে কুত্তা না শুকরের ঘরে জন্ম নিবে, নট মেন্ডেটরি।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি! কিন্তু তার আচরনে এমন কিছু প্রকাশ পায় তা দেখে তাকে মানুষের ঘরে জন্ম নেয়া কেউ বলে মনে হয় না!

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২

অপূর্ণ রায়হান বলেছেন: অটো লাইক ব্যাবহার করা এই সব ছেলিব্রেটি কতো যে দেখলাম! এটা ছাইয়া নিশ্চিত থাকেন। শেষে দেখি এখন ছোট্ট করে - ইপ্সিতা জুড়ে দিয়েছে চুন্নি!



কি আর করবেন!

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কি আর করবো! কিন্তু এত মেজাজ খারাপ হচ্ছে ভাইয়া!

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

জনাব মাহাবুব বলেছেন: উনারে একটু উপদেশ দিয়া আসলাম। B-)

আল্লাহই জানে আমারেও না আবার ব্লক মারে :( :( :((

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা যে ওকে ধোলাই দেয় চুরি নিয়ে তাকেই সে ব্লক দেয়! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.