নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছেলেরা এত গ্যাদরা ( নোংরা) কেন ? (ইহা একটি ফানি পোস্ট! মজা করে ক্যাচাল করেন প্রব নাই কিন্তু উল্টা-পাল্টা কিছু বলবেন না! আর ফেবু থেকে স্ট্যাটাস দেখে লিখেছি! )

২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

>>শীতের চাদর গায়ে দিয়ে শীত বুড়ীটা ভাল মতই জাঁকিয়ে বসেছে...! শীত শুরুর আগে থেকেই স্ট্যাটাসে স্ট্যাটাস এ দেখতে লাগলাম এক একজন গ্যাদরা পোলাপানের স্ট্যাটাস... গোসল করা নিয়ে! এমনিতেই আমার ধারনা ঠিক না,জানাশোনা মতে অনেক ছেলেরা গোসল ঠিক মত করে না! এরপর তো আসছে শীত! সেরকম কোন মেয়ের স্ট্যাটাস চোখে পড়লো না যারা লিখেছে-- শীতের দিনে গোসল করা নিয়ে- উহ্‌! আহ্‌ --!
@কেউ কেউ শীতের দিনে গোসল করাকে পর্বতশৃঙ্গ জয় করার সাথে তুলনা করেছেন- উহ্‌!আহ্‌ করে- - (ইনি নাম্বার ওয়ান গিদার থিম!) ওয়াক!ওয়াক! ইনি মনে হয় ৩/৪ মাস পর পর গোসল করেন! যতদূর জানি তিনি এতই অলস ঠিক না গিদার যে হাত ধোয়ার ভয়ে চামচ দিয়ে ভাত খান!
@কেউ কেউ বলেছেন- শীতের দিনে গোসল করাকে কেন অবৈধ ঘোষণা করা হপ্পে না! (তাহলেও সন্দেহ থেকে যায়- তিনি গরমের দিনে বৈধ গোসল ঠিক মত করেন কি না?)! আমি শিউর ইনি মনে হয় ১৪/১৫ দিন পর পর ২/৩ মগ পানি ঢেলে ওয়াশ রুম থেকে বের হয়ে আসেন! ইয়াক!ইয়াক!
@কেউ কেউ গোসল করা নিয়ে রীতিমত কান্নাকাটি করে স্ট্যাটাস দিয়েছেন... ! (ইনি জীবনে একবার ও গোসল করেছেন কি না সন্দেহ আছে) !
>>দেখি ব্লগার ভ্রাতা শ্রেনী কি বলে?

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

জামান শেখ বলেছেন: একদিন যদি গোসল না করি তাহলে আমার মাথা ব্যথা হয় ও মাথায় প্রচন্ড চুলকানি শুরু হয়ে যায়। তাই ইচ্ছে না থাকলেও প্রতিদিন গোসল করতে হয়।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা গুড শেখ ভাইয়া! শীতেও তাহলে উহ্‌! আহ্‌ না করে করেন?

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: :P :P :P

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা! কোন দলে আপনি?

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: "গ্যাদরা" ! এমন বাংলা শব্দ জীবনে প্রথম শুনলাম... :-P :-P :-P

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া এটা আঞ্চলিক টোন, ময়লা বা নোংরার! কেমন আছেন?

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশের মত ট্রপিকাল দেশে গোসলটা মাস্ট। কেউ অনেক দিন গোসল না করলে সে অবশ্যই বারবারিয়ানের পর্যায়ে পড়বে~! গীধর>>গিদর>গ্যাদরা!~ ময়লাযুক্ত।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা! এই বাংলাদেশেই এরকম অনেক মানুষ আছে ভাইয়া! হু গিদার/ গ্যাদরা মানে... ময়লা/ নোংরা!

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

নিলু বলেছেন: আমার সন্দেহ আপনি মেয়ের নামে ছদ্ধনাম এ আগমন করেছেন , তাই বোধ হয় ছেলেরা আপনার সাথে ক্যাচাল করছে , সরি মাডাম

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি নিজে কি সেটা বলেন? কই কেউ তো ক্যাচাল করেনি! আগেও কোন ব্লগার ভাই ক্যাচাল করেনি! আর আপনাকে প্রমান দেয়ার দরকার নেই আমি ছেলে না মেয়ে! কারন এই প্রশ্নটা প্রায় আড়াই বছর পর প্রথম কেউ করলো সামুতে! সন্দেহ এখন আপনাকেই (স্যার না ম্যাডাম বলবো বুঝতে পারছি না!) !

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

আহলান বলেছেন: আমি নিলু সাবের লগে একমত ..... বহুত গুরুত্বপূর্ণ পোষ্ট মন্তব্যহীন হয়ে পিছে চলে গেলেও মহিলা নিকের পোষ্ট গুলো মন্তব্যে ভরপুর থাকে .... আমরা আসলেই লুল জাতি ...

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি আপনার জন্য ও আপনার নীলু কে দেয়া উত্তরটা! দেখে নিবেন প্লিয!

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

লাজুক ছেলে...... বলেছেন: আমি তো রোজ এমনি এমনিই গোসল করি... :D :D :D :D :D

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআ তাই না কি?

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা তো ২ থেকে ৩ বার করতে হয়, অবশ্য আমার পিচ্চিগুলোর জন্য

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ভাইয়া! পিচ্চিগুলা কি গায়েই......।। কেমন আছেন?

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

রাতুল_শাহ বলেছেন: দিনে ২ বার গোসল করতে হয়

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহা দিনে দুবার কি শীতে করেন ভাইয়া?

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: আমি মাঝে মাঝে বাথরুমে ডুকে উপর থেকে নিচ পযন্ত গা্য়ে একটা ফু দিয়ে বের হয়ে আসি :P

সত্যি কথা বললাম কিন্তু :)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহা ইয়াক!ইয়াক! গ্যাদ্রা ছেলে!

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫১

রাতুল_শাহ বলেছেন: সকালে অফিসে যাওয়ার আগে, ধুলা খেতে খেতে বাসায় ফেরার পর

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইজান এইটা কি শীতেও করেন?

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: গ্যাদরা =p~ =p~শুনেছিলুম মেয়েরা নাকি শুধু পারফিউম মারে বেশী বেশী শীতকালে! কেনু? জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম! ;)

আমার অবস্থা @জামান শেখ এর মতো।

@নিলু, চলেন ইপ্সিতার বাড়ি থেকে ঘুরে আসি, ঘোরাও হবে আপনার কনফিউশন সহ আমাদের কনফিউশনও দূর হবে।
@আহলান, লিখতে জানলে আর কমিউনিকেশন ভালো থাকলে ছেলে নিকেও কিন্তু মন্তব্য পাওয়া যায় :)

@রাতুল শাহ এর মন্তব্যে প্রথমে একটু মিচকা হাসি দিলেও পরের মন্তব্যে ক্লিয়ার হইলাম :)
@মেহেদী হাসান ভূঁঞা কমেন্টে উত্তম ঝাঁঝাঁ :)


@ইপ্সি, এবার মনে হয় আসতে পারছি না। আপনাদের ওদিকে যাওয়ার কথা ছিল কিন্তু কেন যেন মনে হয় যাওয়া হবে না ! সরি :(

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা গ্যাদরা একটা আঞ্চলিক টোন! মানে ময়লা/ নোংরা! আর মেয়েরা না ভ্রাতা আপনারাই সাত দিন পারফিউম মাইখা বেড়ান এরপর একদিন কোন রকম এক মগ পানি দিয়ে গোসল সারেন!!!!!হাহ্‌ ! ইসসস! আমি শিউর আপনি অক্টোবরে গোসল করছেন আর করেন নাই! হাহাহ! আর বাকি সবার কমেন্ট ধরে ধরে যে উত্তর দিয়েছেন ঝাক্কাস! এই সুবাদে আপনার দাওয়াত রইলো- টিকটিকি ফ্রাই / তেলাপোকা র সুপ খাওয়ার! হাহহহাহ

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

মুহাম্মদ তৌহিদ বলেছেন: ব্যাডমিন্টন আর টেবিল টেনিস খেলার পর পরশু রাত ১টার সময় আমি সর্বষেষ গোসল করেছি। পরবর্তীটা কখন হবে সেকথা কেবল উপরওয়ালাই জানে। :!>

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

ছ্যাকামাইছিন বলেছেন: আপনি যে একটা ছ্যাইয়া এতে কোন সন্দেহ নাই ।

গদাম সহকারে চটাস এবং মাইনাস

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাল আছি আপু। ভাল থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.