নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>বিভিন্ন বিজ্ঞাপনের আবেদনের সাথে এত্ত এত্ত ব্যাঙ্ক ড্রাফট আর ফেরত খাম সহ টিকিট এইসব তো পুরোনো হয়ে গেছে...! আজ আবার ইত্তেফাকে দেখলাম যা- (এর আগেও মনে হয় কিছু বিজ্ঞাপনে এমন দেখেছিলাম!)
> “পিজ্জা মামা মিয়া’র” বিজ্ঞাপন! পোস্ট- সিএসআর! শুধু মহিলারাই আবেদন করতে পারবে, এরপর চাকরীর ধরন, যোগ্যতা, হাবিজাবি এইসব দেয়ার পর- আবেদনের নিয়মে যা দেখলাম- “ জীবনবৃত্তান্ত ইমেইলে পাঠাতে হবে এবং পাঠিয়েই একটা মোবা-নং দেয়া আছে সেই নং এ, বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ফোন করে সাক্ষাৎকারের সময় জেনে নিতে হবে, এবং ফোন করে ইংরেজীতে কথা বলতে হবে!!!
>মাম্মা... আপনারা সাক্ষাৎকারের সময়টাও জানাতে পারবেন না, সেটাও আগ্রহীদের নিজ দায়িত্বে জেনে নিতে হপ্পে? আর কত্ত কি দেখতে হপ্পে রে চাকরী করতে আগ্রহীদের!!!!!!!
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: - হু হয়ত তাই!
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
আহলান বলেছেন: এসব বক্কর চক্কর বিজ্ঞাপন দাতারা কিভাবে কোন পরিবেশে জন্মায় আর শিক্ষিত হয় ...ভাবতে অবাক লাগে ..... এতিম খানাতেও তো এর চেয়ে ভালো শিক্ষা দেয়া হয় ....
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন! ধন্যবাদ !
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আহলান বলেছেন: এসব বক্কর চক্কর বিজ্ঞাপন দাতারা কিভাবে কোন পরিবেশে জন্মায় আর শিক্ষিত হয় ...ভাবতে অবাক লাগে ..... এতিম খানাতেও তো এর চেয়ে ভালো শিক্ষা দেয়া হয় ....
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
ঢাকাবাসী বলেছেন: চাকরীদাতারা নিজেদের ঈশ্বরের কাছাকাছিই ভাবেন। রিটায়ার করার পর বা চাকরী খোয়াবার পর বোঝেন হাউ মেনি গেন্ডারিতে হাউমাচ সুগার!
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: - সেটাই মনে হয় ভাইয়া!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২
রিবেল মনোয়ার বলেছেন: আপনার সাথে একমত। যারা এটা করে তারা ঠিক করেন না। তবে আমি বিভিন্ন প্রতিষ্টানে দায়িত্বপালনকালে দেখিছি একেক প্রতিষ্টান একেক রকম। কোন প্রতিষ্টানে পজেটিভ কালচার না থাকলে সেটা আদর্শ প্রতিষ্টান নয়।
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: - হু সেটা তো অবশ্যই ! এক একটা প্রতিষ্ঠানের এক একটা কালচার!
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
নীল আকাশ ২০১৪ বলেছেন: চাকরি দাতা হওয়া মোটেও সোজা ব্যাপার নয়। একটি বড় প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি একটি ছোটখাট ব্যবসা চালাই আমি। ব্যবসা থেকে আমি চাকরির ১০%ও পাইনা, তারপরেও আমার মাথার পুরোটাই দখল করে রাখে ওইটুকু ব্যবসার টেনশন।
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: - সেটা ঠিক আছে! কিন্তু ভেবে দেখুন তো আসলেই কি এসব ঠিক হচ্ছে?
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: দে আর দ্যা গড অফ স্মল থিংস্
ভালো থাকবেন।।
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ভ্রাতা ঠিক বলেছেন! কেমন আছেন?
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: চাকুরী দাতারা সব সময় ভাল থাকুক
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আপনি চাকরী দাতা ভাইয়া? আমাকে একটা চাকরী দেন!
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চাকরির জন্য দৌড়তে দৌড়তে লাইফ টা হেল হইয়া গেলো
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা তো এখন কি করা হচ্ছে?
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//মাম্মা... আপনারা সাক্ষাৎকারের সময়টাও জানাতে পারবেন না, সেটাও আগ্রহীদের নিজ দায়িত্বে জেনে নিতে হপ্পে?//
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি মাম্মা......।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন: চাকরি এখন আর সোনার "হরিণ" না।
সোনার "হরিণ" এখন চাকরির কাছে মূল্যহীন।