নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>ক্রাশ খাইছি! ছোকড়া না ছোকড়ার নখে! কি বলেছে শুধু মেয়েরাই বড় বড় নখ রাখে...হু? ছেলেরাও মেয়েদের মত যেমন চুল বড় রাখে হাতে ব্রেসলেট সহ চুড়ি পড়ে, তেমনি হাতের নখ ও বড় রাখে!
>সুন্দর হ্যান্ডসাম ছোকড়াটাকে দেখলে অনেকেই ক্রাশ খাইত কিন্তু ছোকড়া বিবাহিত, এক বাচ্চুর বাপ! আমি কম্পিউটার ঠিক করতে যাই সেই দোকানে! এতবার গিয়েছি খেয়াল করিনি কিন্তু আজ দেখলাম ছোকড়ার হাতের নখ ঠিক মেয়েদের মত করে সুন্দর করে সাইজ করে বড় করা! দেইখা পুরাই ক্রাশ! কারন সুন্দর নখওয়ালে ছোকড়ার হাতের নখ আমার থেকেও সুন্দর এন সুন্দর কইরা সাইজ করে বড় করে রাখা!
>ছোকড়া কাজ করে আর আমি একবার অই নখওয়ালে ছোকড়ার নখ দেখি আর আমারটা দেখি! কি দরকার ছিল অই ছোকড়ার নখ আমার থেকে সুন্দর হওয়ার !
(ইহা শুধু নখ বড় রাখার কাহিনী আর কিছুই নহে! মেয়েদের বড় নখ দেইখা অনেকে এইটা-সেইটা বলে তো -তাই... )
২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া! ভাবীর নাই নখ বড়?
২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯
ভূতের কেচ্ছা বলেছেন: আমার কিন্তু বড় নখ নাই......
২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা তাই ভ্রাতা?
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০
টকদঐ পার্ট ২ বলেছেন: সবাই পিশাচ হতে চায় কেন?
২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নিও কি না সেইটা বলেন-হাহহা?
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
হাসান মাহবুব বলেছেন: খামচি দিয়া আসতেন একটা!
২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া সবাইকে তো খামচি দেয়া যায় না-- শুধু একজনের সাথে খামচামি করা যায়...
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
ইস্কান্দার মীর্যা বলেছেন: হাহাহা, ওয়েট করেন আপু , ছেলেরা কয়েকদিন পর লিপিসটিকও দেয়া শুরু করবে , তবে আমার ধারনা ছেলেটি যেহেতু কম্পিউটারের দোকানে কাজ করে সম্ভবত স্ক্রু খোলা লাগানোর সুবিধার্থেই নখ বড় রেখেছে
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ঐদিন যেন না আসে ভাই... ! না ছেলেটা স্ক্রু খুলতে নখ রাখেনি আর ইয়া বড় ও তার নখ নয় ! বেশ সুন্দর করে একদম মেয়েদের মত করে সাইজ করে একটু বড় করা এবং সেটা দু হাতে! ঐরকম ইয়া বড় নখ হলে তো ইয়াক ইয়াক বলতাম!
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: )অ আল্লাহ্! নখের অপর ক্রাশ
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ছেলেটার সুন্দর ও তার শারীরিক গঠন সুন্দর হওয়ার কারনে তার হাতের সাথে অই নখ আশ্চর্য রকম ভাবে সুন্দর লেগেছে-- তা না হলে তো ইয়াক ইয়াক বলতাম!
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
শায়মা বলেছেন: এ ছি ছি ছেলেরা রাখলে নিশ্চয় সেটা ভীষন বাজে ব্যাপার!!!!!!!
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা শায়মা আপু এটাই স্বাভাবিক হত আর আমি ইয়াক ইয়াক বলতাম এটাও স্বাভাবিক হত কিন্তু আশ্চর্য রকম ভাবে ছেলেটার নখ দেখে ইয়াক ইয়াক করার উপায় নেই!
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক দিলাম আপনার লেখা বলে। তবে ছেলে হোক মেয়ে হোক নখ রাখা আমার পছন্দ নয়।