নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>বেশ কিছুদিন থেকে সেলফি নিয়ে মাতামাতি চলছে... অথচ ব্যাপারটা এমন যে- মনে হয় এটা ইদানিংকালের সৃষ্টি ...আসল কথা কিন্তু এই সেলফি বহু আগে থেকেই প্রচলিত, ( আমাদের মধ্যে অনেকের-ই এই সেলফি তোলার রোগ আছে) কিন্তু প্রচার পেয়েছে হয়ত তা ইদানিং! যাক সেটা ব্যাপার না।।কিন্তু সেলফি নিয়ে মানুষের পাগলামি দেখলে মেজাজ হচ্ছে খারাপ!
>বেশ কিছুদিন আগেও দেখলাম সেলফি তুলতে গিয়ে মারা গেছে ... সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, আজ দেখলাম ভারতের দিল্লিতে গাড়ি থেকে নেমে চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে ৩ বন্ধু প্রান হারিয়েছে!! এরা কি পাগল না কি?
>আরে এখন পর্যন্ত দেখা একটা সেলফিও পিকুইলিয়ার ছাড়া ভাল লাগে নি! আর সেলফি তুলতে কি বিভিন্ন বিপদজনক স্পট দরকার? না কি সেলফিতে নিজের কেরামতি দেখিয়ে তা কতটা সুন্দর ও দেখতে ভাল লাগছে এটা দরকার! খামোখা আজাইরা বান্দরের মত মুখ কইরা সেলফি তোলার দরকার কি? সেলফিতে নিজের কেরামতি দেখান- ছবিটা দেখতে কতটা ভাল লাগছে এটা দেখান... আজাইরা সেলফি তুলতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি না নিয়ে ... ক্রিয়েটিভ কিছু দেখান সেলফিতে!
৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেখুন, আমার কথা বা ভাষা কে অ্যাটাক না করে বিষয়টা নিয়ে যদি ভাবতেন বা কথা বলতেন সেটাই কি ভাল হত না? যেটা বলেছি সেটা কি ভুল বলেছি? আর প্রশংসার মত কথা তুলে খোঁচা না দিয়ে বরং যুক্তিসংগত সমালোচনা করুন- সেটাই ভাল হবে... !
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
শায়মা বলেছেন: পাগল হয়ে যাচ্ছে আবার কি?? গেছেই তো!!!!!
আর নুরভাইয়ার কমেন্ট পড়ে হাসতে হাসতে মারা গেছি!!!
৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু পাগল হয়ে গেছে এবং সেটা খুব খারাপ পর্যায়ে যাচ্ছে যখন কেউ সেলফি তুলতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে ফেলছে......! হাসতে হাসতে মারা গেছেন... এখন কি বেঁচে উঠেছেন আপু?
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭
ভ্রমন কারী বলেছেন: সহমত
৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৭
শায়মা বলেছেন: হুমমমমমমমমমমমমমম এমন মরা তো অনেকবারই মরি!!!!!!!!!!!
আবার বাঁচি আবার মরি !!!!!!!!!!!
আবার বাঁচি!!!!!!!!!!!!!
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ঠিক এমন- আমার একটা একটা স্বপ্ন ভেঙ্গে যায় আমি আবার একটা নতুন স্বপ্ন দেখি! হু বেঁচে থাকুন... সদা হাসি খুশি থাকুন...
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১
তুষার কাব্য বলেছেন: কিছুদিন আগে পত্রিকায় দেখলাম সেলফি তোলা নাকি আসলেই একটা অসুখ... যদিও আমি একটার বেশি তুলি নাই
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা আমি বহু আগেই থেকেই সেলফি তুলতে অভ্যস্ত ... এখন বরং কমেছে কিন্তু এরকম ভয়ঙ্কর নয়...
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মানুষ বড়ই আজব গোত্রভুক্ত প্রাণী।
একবার কিছুতে মজা পেলে তার লেজ ধরে বসে থাকে।
যেহেতু আমিও মনুষ্য প্রজাতি তাই এর ব্যতিক্রম নই।
তবু জীবনের ঝুঁকি নেবার মতো অতি উৎসাহী আমি নই।
শায়মা আপুমনির হাসির কারন উৎঘাটন করতে গিয়ে নূর ইসলাম রফিক ভাইয়ের মন্তব্যটি পড়লাম।
পিকের আমির খান হলে বলতাম 'পুরাই LOL"
কিন্তু যেহেতু তা নই তাই বলবব "সে ও মনুষ্য গোত্রীয়। তাই এহেন মন্তব্য প্রত্যাশার আধিক্য নয় বরং উৎসাহের মাত্রাধিক্য।"
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই ভাই! মজাটা মন্দ নয় কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এসব? আর শায়মা আপুর হাসির প্রসঙ্গ নিয়ে আর নাই বা বললাম...
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
নুর ইসলাম রফিক বলেছেন: দুঃখিত আমি সমালোচক নই।
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: পোষ্টের চেয়ে মন্তব্যে বেশী মজা পাইছি।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী
আর ৩য় ভাল লাগা।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: খামোখা আজাইরা বান্দরের মত মুখ কইরা সেলফি তোলার দরকার কি?
আপনি সম্ভব এই রকম ভাষা ব্যবহারেই অব্যস্ত।
এটাই নতুন তা কিন্তু নয়।এর আগেও একই রকমের ভাষা ব্যবহার করেছেন।
সত্যিই আপনি ভাষা ব্যবহার এর দিক দিয়ে প্রশংসা পাওয়ার যোগ্য।