|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>এরপর দাফন কার্য করা হলে কিংবা তার আগেই তারা যখন নড়েচড়ে উঠবে / চিল্লা-পাল্লা করবে তখন তাদের আবার জীবিত ঘোষণা করা হোক... !
>>হঠাৎ নড়ে উঠল মৃত নবজাতক ! যাদের কাছ থেকে মানুষ সর্বচ্চ সেবা আশা করে সেই ঢামেক এর ডাক্তাররাই বারবার জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করছে...! গত ডিসেম্বরে এক মহিলাকে মৃত ঘোষণা করার পর সেই মহিলা বেঁচে ওঠে- যদিও একদিন পর আবার তিনি মারা যান! এবার এক নবজাতককে মৃত ঘোষণা করার পর মৃত বলে সার্টিফিকেট দিয়ে দিলেন চিকিৎসক ! এরপর দাফনের পর সেই নবজাতক নড়েচড়ে ওঠে এবং সে এখন সুস্থ! আর ডাক্তার পলাতক! (খবর-ইত্তেফাক)
>>এর আগের ঘটনার ও বিচার হয়নি! এবারো যে হবে না তা নিশ্চিত ভাবেই বলা যায়!
>>>তাই বলছিলাম যারা জীবিত মানুষকে মৃত ঘোষণা করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে তাদের-ই আগে মৃত ঘোষণা করা হোক। এবং কফিনে করে ফেলে রাখা হোক বা কাফন পড়িয়ে লাশ রাখার কেবিনে ঢুকিয়ে দেয়া হোক...
 ১৫ টি
    	১৫ টি    	 +১/-০
    	+১/-০  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন- একজনের জন্য সবাইকে কেন দোষী করছি কিন্তু সত্যি কথা বলতে ডাক্তারদের উপর থেকে আস্থা একদম উঠে যাচ্ছে... সেটা নিজে একজন রোগী হিসেবে যতবার ডাক্তারদের কাছে যাচ্ছি এবং পরিবারের বা আত্মীয়দের যে কারো সাথে ঘটিত ঘটনা গুলি দেখে এবং পত্র-পত্রিকায় পাওয়া খবর গুলি দেখে ডাক্তারদের প্রশংসা করার মত কিছু খুঁজে পাচ্ছি না...! কিছু বিচ্ছিন্ন ঘটনাই কিন্তু এমন ভাবে ঘটছে যা ভাবলেই শিহরিত হতে হয়।।
২|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৩০
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সবথেকে সম্মানীয় পেশার মানুষদের এহেন দায়িত্বহীনতা আসলেই চিন্তার ব্যাপার।
মৃত ঘোষনা করা হোক।
সহমত।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই...।! আর তাদের এ ধরনের গাফলতির কারনে আমরা ডাক্তারদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছি! ধন্যবাদ !
৩|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৩৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৩৭
মাঘের নীল আকাশ বলেছেন: লেকার হেডিংটাই যথেষ্ট! পূর্ণ সহমত!!
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
৪|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৮
দস্যুরাজা বলেছেন: সহমত।
একটি গুরুতর রোগীর সম্পর্কে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অধ্যাপক বলছেন: আপনার শেষ যে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করিয়েছেন সেই কাগজপত্র দেখান
রোগী: আমি ভারত থেকে আমার চিকিৎসা করেছি
অধ্যাপক: আমি আপনার জন্য এখানে কোনো চিকিত্সা করা হবে না।ভারত থেকেই চিকিৎসা করুন.
ডাক্তার তার রোগীর সম্পর্কে যেমন মন্তব্য করতে পারেন?
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এরকম ঘটনা অনেক আছে! একদম সত্যি কথা বলতে কি- আমরা ডাক্তারের মুখে হাসি মাখা মুখে কথা শুনতে পাই না... যে কথাটাই পারত রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে! তাই আস্থা দিন দিন কমে যাচ্ছে!
৫|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৫:১৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৫:১৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: বিষয়টি দু:খ জনক তবে সকলকে এক কাতারে ফেলা উচিৎ নয়।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি ভাইয়া! কিন্তু এখন একজন ভাল ডাক্তার- একজন সেবক হিসেবে কারো উদাহরণ দেয়াই মুশকিল! 
৬|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:২৫
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:২৫
আনিসুর র বলেছেন: ডাক্তারদের না ডাক্তারকে লিখুন।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: লিখতে পারলাম না... সত্যি কথা বলতে কি- ডাক্তারদের উপর থেকে আস্থা একদম উঠে যাচ্ছে... তাদের কাছে না গিয়ে উপায় নেই... শুধু এখানেই হাত-পা বাঁধা ! না হলে বলতাম- ঐ ডাক্তার মশাইয়ের হাসিমাখা কথা শুনে আমি অর্ধেক সুস্থ হয়ে যাই!
৭|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
নিস্পাপ একজন বলেছেন: সমালোচনা করা খুব সহজ কিন্তু কারো প্রশংসা করা খুব কঠিন।
সারাদিন পরিশ্রম করে একজন সদ্য পাশ করা ডাক্তার মাসে খুব জোর ১৫-২০ হাজার টাকা ইনকাম করে। যা একজন গার্মেন্টস কর্মীর সমান। 
১৫-২০ হাজার টাকায় সে সংসার চালাবে কিভাবে, একটু ভেবে দেখুন।
২-১টা ঘটনা এতবড় করে দেখা হয় অথচ ৫০০০ লোকের জন্য মাত্র ১ জন ডাক্তার,
ঢাকা মেডিকেলে বা যেকোন সরকারী মেডিকেলে বেডের তুলনায় ৫/৬ গুন রোগী ভর্তি থাকে।
জানি আপনারা কখনও এসব নিয়ে ভাবেন না। শুধু ডাক্তার দের ভুল ধরতেই আপনাদের যত আনন্দ।
৮|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:০২
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:০২
নিস্পাপ একজন বলেছেন: এই সল্প সুযোগ সুবিধার মধ্যে এদেশের ডাক্তাররা যা সেবা দেন দুনিয়ার মানুষ তাদের মূল্যায়ন না করলেও আল্লাহ করবেন।
৯|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৫৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৫৬
দস্যুরাজা বলেছেন: নিস্পাপ একজন  - 
আসলে অধিকাংশ মানুষ অধ্যাপক, সহযোগী অধ্যাপক সিনিয়র ডাক্তার সম্পর্কেই গুরুতরভাবে অভিযোগ করে; তারা পেশাদার, তাই তারা ভুল সিদ্ধান্ত দিতে পারেন না. আপনি এন্ট্রি স্তর ডাক্তার সত্যিই তাদের সেরা প্রচেষ্টা এবং বন্ধ অবশ্যই তারা ন্যূনতম মজুরি পাচ্ছেন সঙ্গে ভজনা করা হয়. কিন্তু কি ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ এবং অবৈধভাবে সার্ভিস চার্জ বেশি পরিমাণ দাবি, অর্থ উপর ভাসমান যারা সিনিয়াররাই সম্পর্কে? তারা তাদের হাসপাতালে (শুল্ক স্টেশন) রোগীদের সঙ্গে অতিবাহিত করার জন্য একটি খুব সীমিত সময় আছে, কারণ তারা ভুল না, তারা তাদের ক্লিনিকে 10/50 গুণ বেশি অর্থ উপার্জন করতে পারেন. একজন সিনিয়র ডাক্তার অন্তত 20 হাজার প্রতিটি দিন আদায় করা হয় এবং তাদের মধ্যে সবচেয়ে অনুসারে ট্যাক্স পরিশোধ করা হয় না. অর্থ সৃষ্টিকর্তা মেশিনে সেবা জন্য মনে করতে পারেন না.
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৮
নিস্পাপ একজন বলেছেন: ভাই, সামান্য একটি ঘটনা (ঘটনাটি মারাত্নক কিন্তু সচারচর ঘটে না) দিয়েই সকল ডাক্তারদের এক কাতারে ফেলা, দায়ী করা উচিৎ হবে না।
প্রতিদিন কতশত রোগী সুস্থ হচ্ছে। এর জন্য কি ডাক্তার অরা কোন প্রশংসা পাবে না?