নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যিস আমাদের ছেলে নাই.........

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

>হু বেশ কিছু বাবা-মা’র মুখে এ কথাটা শুনেছি... শুনছি ...(যাদের ছেলে নেই) আর তারা আজ এ কথাটা বলছেন- বৃদ্ধাবস্থায় ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে যন্ত্রনায় বিগ্ধ হওয়া আর দুরবস্থার মধ্যে পড়া এমন সব বাব-মা কে দেখে...! অনেক বাবা-মা’র মুখেই আজ শোনা যায় এই একটাই কথা- মেয়েরা বাবা-মা’কে যতটা দেখে ততটা ছেলেরা দেখে না...!
>পাশের ঘরে আমি (মা ) জ্বরে অসুস্থ হয়ে পরে আছি- অন্য ঘরে ছেলে তার বউকে নিয়ে ব্যস্ত... কষ্টের কথা বললেন এক মা কাঁদতে কাঁদতে ... তা শুনে এক মেয়ের বাবা বললেন- অথচ ঠিক অই সময়ে যদি ২০ মাইল দূরে থাকা মেয়েকে ফোন করে সে কথাটা বলা যায়- মেয়ে সব ফেলে ছুটে আসবে... ভাগ্যিস আমার কোন ছেলে নাই তা না হলে বৃদ্ধাবস্থায় আমাকেও এরকম পরিস্থিতিতে পরতে হত...
>নিজের বাবা-মা কে দেখে রাখতে পারছে না বউয়ের কারনে একথাটা যেসব ছেলেরা বলে- আমি মনে করি তারা বাবা- মা’র অযোগ্য সন্তান- ধিক সে সব ছেলেদের! যারা বাবা-মা’কে দেখতে না পারার কারন হিসেবে “বউ”কে দেখায়...।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

নবাব চৌধুরী বলেছেন: ভালো লাগোলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: কথা ঠিক, কিন্তু এক মহিলার কথ রুপ হতে পারে, যে বউ এর কারেনে জন্মধাত্রীকে দেখতে পারে না সে বউ ও তো কারো না কারো বোন বা মেয়ে, তাই না, এ সমস্থ করে লাব কি?



ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া... ভাবলেই কেমন যেন লাগে...! আপনিও ভাল থাকুন!

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭

নূসরাত তানজীন লুবনা বলেছেন: <নিজের বাবা-মা কে দেখে রাখতে পারছে না বউয়ের কারনে একথাটা যেসব ছেলেরা বলে- আমি মনে করি তারা বাবা- মা’র অযোগ্য সন্তান- ধিক সে সব ছেলেদের! যারা বাবা-মা’কে দেখতে না পারার কারন হিসেবে “বউ”কে দেখায়...
যারা বাবা মাকে দেখতে না পারার কারন হিসেবে '' বউকে দেখায় '' তারা জাস্ট অযুহাত দেখায় । যে এই অযুহাত দেখায় তাকে অবশ্য ছেলে বা পুরুষ বলাই অনুচিত ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও সেটাই ভাবছি- ওটা অজুহাত ছাড়া আর কিছু হতে পারে না... নিজের বাবা-মা’কে দেখে রাখবে -সেক্ষেত্রে অন্য কোন কিছু ইম্পরট্যান্ট হতে পারে না! ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.