|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অই অই শোন শোন, আজ সারাদিন শুধু ঝগড়া করবো রে হাব্লা!
তোর ল্যাপির উপর বারবার হামলা করবো...
কারো সাথে চ্যাট করতে দেখলেই... মারামারি... উস্টা...লাত্থি...
কিসের এত্ত তোর দুনিয়ার শাঁকচুন্নি আর কটকটিদের সাথে ঢলাঢলি!
ইচ্ছে করেই তোর শার্টে লিপস্টিকের দাগ চুপিসারে দিয়ে,
পকেটে একটা কালো ক্লিপ আর মানিব্যাগে আমার ছবির জায়গায়
একটা কালো টিপ রেখে, সব তোর সামনে এনে বলবো - এগুলা কি?
তুই একটা লুইচ্চা বদমাশ... আমারে রাইখা অন্য মেয়ের সাথে... হু?
লিপস্টিকের দাগ/ কালো ক্লিপ/ টিপ...
আমার তো সব শেষ হয়ে গেল রে এই বলে মায়াবী কান্না...
তারপর দুম দুম করে তোর পিঠে কিল-ঘুষি...!
তুই বেচারা মুষ মুষ করে চোখ ছল ছল করে হতভম্ব হতেই থাকবি...
এরপর পাঞ্জাবি থেকে বোতামটা আগে থেকেই খুলে রেখে বলবো -
বল কে তোর বোতামটা ছিড়েছে... ?
তুই যখন কিছু বলার ভাষা খুঁজি পাবি না।।
আমি মুচকি হেসে শুরু করবো লাফালাফি...
 ৪০ টি
    	৪০ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪২
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হয়... তা না হলে তো বেঁচে থাকার আশাটাই ছেড়ে দিতে হবে। হাহা ভাল আছি... !
২|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:১৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:১৯
শায়মা বলেছেন: এত্ত বড় ব্ল্যাক মেইলিং ইপ্সিমনি!!!!!!!!!!!!!!!!!
আমি তো ভেবেছিলাম ব্ল্যাকমেইলিং শুধু ছেলেরাই করে !!!!!!!!! 
  
  
 
  
   
   
 
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪২
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা ... একটুআধটু চিটিং/ ব্লাক মেইলিং ছাড়া ভালোবাসা জমে না কি...? আর শায়মামণি খুব সাধু হচ্ছে তাই না...? হাহহা ।। হু?
৩|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২২
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২২
যোগী বলেছেন: 
অতিমাত্রায় প্রেম, তুই-তুকারী আর ঝগড়া ঝাটি। প্রতিবেশীরা ঘুমায় কেমনে।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি যে ঘুমাতে পারছেন না বুঝতে পারছি--হাহা! ভালোবাসা/ প্রেম/পিরিতিতে অতিমাত্রা কথাটা আনতে হয় না... আর এরকম খুনসুটি না থাকলে ভালোবাসা জমে না কি? 
 
৪|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৫
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা কি হলো   
 
বেচারার জন্য দুঃখু লাগছে।   
 
আপনি তো হাসিনা খালেদা খালার মতো রাজনীতি শিখে গেছেন।
সুশীল সমাজ বলে আর কিছু থাকলো না। 
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহা কি আমাল দুক্ষু রে... বেচারার জন্য বেচারা রাজপুত্রের দুক্ষু! হাহহা না রাজনীতি না... এটা হল ঝগড়ানীতি... তাও কিন্তু একটু ঢিসুম ঢিসুম করে মজা করার জন্য! মাঝে মাঝে একটু- আধটু এদিক-সেদিক হতেই হয়... ভালোবাসায় রঙ আনতে...।
৫|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
ভালবাসার ঝগড়া ঝাটি ভালই লাগল।  
 
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা ভাগ্যিস ঝগড়াঝাটি ভাল বলতে গিয়ে আমাকে ঝগড়াইটা বলেন নি! অনেক ধন্যবাদ !
৬|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৮
শায়মা বলেছেন: লেখক বলেছেন: হাহাহা ... একটুআধটু চিটিং/ ব্লাক মেইলিং ছাড়া ভালোবাসা জমে না কি...? আর শায়মামণি খুব সাধু হচ্ছে তাই না...? হাহহা ।। হু? 
আরে আমি তো সাধু!!!!!!!!!!
এতে অবাক হবার কি হলোলে ইপ্ষিমনি!!!!!!!!!!!!!!!!!
  
   
   
  
আমি নিজেই অবাক!!!!!!!!!
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা কি আমার সাধু লে...। আমি জানি না মনে হয়? আপনি এমন করেছেন কতবার!!!!! এখন সাধু সাজা হচ্ছে তাই না?! ?
৭|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: আমি রাজপুত্রের দলে !!!!!!!!!
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৫
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অ্যা অ্যা আজপুত্রের দলে!!!! থাকেন আপনার দল নিয়ে!হাহ্
৮|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৫৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৫৯
সোহানী বলেছেন: আরে দারুন আইডিয়াতো...... আপনি তো দেখি ভালোই (কু)বুদ্ধি দিতাছেন.....+++++ (কু)বুদ্ধির জন্য।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৫
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভবিষ্যতে কাজে লাগবে ? না কি এখুনি লাগিয়ে ফেলেছেন সোহানী ... ? ধইনা পাতা এত্তগুলা + এ!
৯|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৫
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৫
শেহজাদ আমান বলেছেন: প্রেমকে এরকমই হতে হয় ! বেঁচে থাকুক আপনার প্রেম !
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৫
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু প্রেম/পিরিতি এরকম-ই হতে হয়! আমার না সবার প্রেম/ ভালোবাসা বেঁচে থাকুক এমন ছন্দে।। ভাল থাকবেন! 
১০|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: দেরী না কৈরা শুরু করে দেন!
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা এইত শুরু করছি আর কি.........
১১|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৩০
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৩০
শাহ আজিজ বলেছেন:  কি ভয়ানক মেয়েরে !! ঈপ্সিতা হইতে ১০০ গজ দূরে থাকুন   
 
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা কেন ভাইয়া! আমি কি সবার সাথে এমন করছি না কি?  
১২|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৫৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৫৮
শায়মা বলেছেন: লেখক বলেছেন: হহাহা কি আমার সাধু লে...। আমি জানি না মনে হয়? আপনি এমন করেছেন কতবার!!!!! এখন সাধু সাজা হচ্ছে তাই না?! ? 
আমি!!!!!!!!!!!!!!!!!!!!!  
 
এমন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  
   
 
করেছি~!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  
   
   
 
জীবনেও না!!!!!!!!!!!!!!!
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা খালি মিছা কথাআআআআআআ ! শায়মামনি এত্তগুলা পঁচা!
১৩|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: শুধু ঝগড়ার নাম ভালবাসা ।  
   
 
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহি ভাইয়া ঝগড়া মে ভালোবাসা ... ভালোবাসা মে ঝগড়া ... হাহহা!
১৪|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!
আমিও একটা লিখছি দাঁড়াও.......
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ
১৫|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৯
শায়মা বলেছেন: অই অই শোন শোন, আর কোনোদিনই তোর সাথে ঝগড়া করবো না রে বাবুসোনা, জানের জান, প্রাণের প্রাণ!
তোর ল্যাপি/ ডেস্কটপ/ আইপ্যাড/ ট্যাব/ সেল কোনোকিছুর দিকে আর কখনঐ ফিরেও তাকাবোনা যাদুমনি...
যার  সাথে যত ইচ্ছা চ্যাট কর... (উফ ...আল্লাহ...বাচছি......এই পাগল ছাগলটার হাত থেকে).......
তোমার যত ইচ্ছা হুর পরী, সোনার চান্দ, গাজীপুর,ফরিদপুর, গ্রামীন ফোন,  ঢলাঢলি, গলাগলি সব করো! ( তবুও তোর মত ....... হাত থেকে বাঁচতে চাই) 
যত ইচ্ছা তোমার শার্টে, গালে, মুখে চোখে হাতে পায়ে লিপস্টিকের দাগ লাগায় রাখো সোনামনি, আমি ফিরেও তাকাবোনা.....
পকেটে একটা কালো/ লাল/নীল/ হলুদ/ সবুজ/ বেগুনী/ গোলাপী যা ইচ্ছা সেই টিপ/ ক্লিপ আর মানিব্যাগে আমার ছবির জায়গায় ঐশ্বরিয়ার ছবি রাখো জীবনেও সামনে আনা তো দূরে কথা, দেখছি তাই ভাব দেখাবোনা!!!!?
তুই একটা মহান, ভালো মানুষ... আমারে রাইখা অন্য মেয়ের সাথে...  আল্লাহ আমারে বাঁচাইছে?
লিপস্টিকের দাগ/ কালো ক্লিপ/ লাল/ নীল/ হলুদ/সবুজটিপ...
উফ আল্লাহ আমি খুশীতে আটখানা, এতদিনে খোদা মুখ তুলে চাইছেন...
তারপর আসো আসো তোমারে লাস্ট  একটা ... এই খুশীতে ......
তুই বেচারা মুষ মুষ করে চোখ ছল ছল করে হতভম্ব হতেই থাকবি...
এরপর মাথা থেকে কানটা ছিড়ে রেখে বলবো -
কি বলবো?
আচ্ছা ভেবে দেখি ..........










 .
.
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাবলাম- , বাচ্চাদের ক্ষ্যাপা তে এত মজা লাগে কেন!!!!!! এই শায়মা বাচ্চুটা ক্ষ্যাপে কত্ত কি লিখে ফেলল ...। আসলে বাচ্চুদের কান্না-কাটি দেখতে খুব মজার! অথচ বাচ্চুটা কিছুতেই স্বীকার করছে না... সে সাধু না... হাহহা হহাআ কবিতা মন্দ নয় শায়মা বাচ্চুমণি! 
১৬|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কানকাটা রমজান   
 
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা না ভাইয়া, কানকাটা শায়মা!
১৭|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৫৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৫৩
মাহবুব রক্স বলেছেন: সব বদমাইশ দেখি এক হয়েছে   
 
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সাথে আপনিও যোগ দিয়েছেন !
১৮|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৫৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৫৬
শায়মা বলেছেন: মাহবুব রক্স বলেছেন: সব বদমাইশ দেখি এক হয়েছে   
 
  
   
   
   
  
কারা বদমাইশ!!!!!!!!
আহালে আসছেন আরেকজন!!!!!!!!!!
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহালে শায়মা মনি কে কে বদমাশ বলে লে...।
১৯|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:০২
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:০২
মাহবুব রক্স বলেছেন: পোষ্ট দাতা কমেন্টকারী ও আমি নিজেও   
   
   
   
 
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসস ডরে স্বীকার করছে রে!!!!! নিজেও বদমাশ!
২০|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪২
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪২
শায়মা বলেছেন: পুচ্চুমনি তোমাল জন্য ওয়েট কত্তেছিলাম!
কারণ তোমাল জন্য আরও একখানি কাব্য লিখিয়াছি !
এৎতু এডিট বাকি!
হি হি হি আসিতেছে ইপ্সির জন্য কাপ্সিকাব্য!
আসিতেছে! খামিং সুন!
আর মাহবুব রক্সের কথায় কান দিওনা! ওর মাথা খারাপ! দেখছোনা ওর জামাকাপড় সব ছেড়াভেড়া!
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৪
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও রেডি করতেছি- বাচ্চা-কাচ্চাদের ক্ষ্যাপাইতে এত্ত মজা লাগে কেন? ফর শায়মামনি! হাহহাহহা কান্দে না বাচ্চু-কাচ্চু! ললিপপ দেবো তো!
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:১৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: তুই যখন কিছু বলার ভাষা খুঁজি পাবি না।।
আমি মুচকি হেসে শুরু করবো লাফালাফি...
ভালবাসাটা বেচে থাকুক সবসময়
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী