|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>এত্ত এত্ত কথা বলার পরও কেন যে মনে হয় ... উফ্ অই কথাটা বলা হয়নি... 
অ্যাই শোন শোন আরো ও কিছু কথা আছে রে বুদ্ধু... বস না একটু পাশে, শোননা সে কথাগুলি...... 
>কত কি লিখি... কত কি লিখিস... কত কি পড়ি... কত কি বলিস...তবু কেন যে মনে হয়...
অই অই আমাকে নিয়ে লিখিস না কেন? আমাকে নিয়ে লিখতে কি লজ্জা লাগে?লিখ এখুনি কিছু কথা... মুগ্ধ হতে চাই সেই লেখাতে …….
>আমার কি কোন কিছুর অভাব আছে রে... তবু বলি বারবার- তুই চুড়ি কিনে না দিলে কথা বলবি না আর...
আইস্ক্রিমের টাকা না পাঠালে  তোর মুখ দেখবো না আর... কোন  কথা শুনবো না তোর...এটুকু অধিকার খাটিয়ে আমি এই আবদার করতেই পারি রে হাঁদারাম ... 
>কত গানে মুগ্ধতা... কত গানে একসাথে লুটোপুটি খাওয়া তবু সময়ে অসময়ে তোর পঁচা গানে ডুব আমি দিতেই পারি...
চাঁদনী রাতে ইচ্ছে হতেই পারে রাতভর তোর পাশে ছাদে বসে একে একে তোর পঁচা গানে হারিয়ে যেতে...
>কত শত না এরকম চুড়ি আর আইস্ক্রিমের বায়না -
এই সেই মান-অভিমানের ভেলায় ভেসে আমি যা খুশি তা বলতেই পারি রে বদের হাড্ডি
>মায়া আর টানের জালে যে জড়িয়ে আছে সারাক্ষণ ... তাকে ইচ্ছে হলেই বলতে পারি...
তুই আমাকে না -ভালোবাসিস অই কটকটিদের... একটুও সময় দিস না আমায়... দিস অই শাঁকচুন্নিদের ...
একটু বুঝিস না আমায় বুঝিস শুধু নিজেকেই...
>জানি চারপাশ জুড়ে আছিস তুই... ভালোবাসায় জড়িয়ে।।
তবু ইচ্ছে হতেই পারে কানের পাশে মুখ নিয়ে বল তুই -ভালোবাসি ভালোবাসি...
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৬
০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহালে ঢঙ্গী বাচ্চুমনিটা সব কিছুতে এত্ত ঢং দেখে কেন লে...।? ভালোবাসি... ভালোবাসিইইইই
২|  ০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৪৩
০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: বদের হাড্ডি !!!
  ০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৭
০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বড় ভাই থাকা বিপদ!!! সব কিছুতেই প্রশ্ন! কথোপকথনের নায়িকা নায়ক কে একটু এটা সেটা বলতেই পারে ভাইয়া... হাহা!
৩|  ০৪ ঠা মার্চ, ২০১৫  রাত ১:০০
০৪ ঠা মার্চ, ২০১৫  রাত ১:০০
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন:  এতো প্রেম   
   
   
   
   
   
   
 
  ০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৭
০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা হু... এত্ত প্রেম... এত্ত ভালোবাসা! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৪২
০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৪২
শায়মা বলেছেন: ভালোবাসি ভালোবাসি
 
   
   
  
সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় .......
বাজায় বাঁশি..........
ঢ...........ঙ............ঙ..............ঙ.......................ঢং ঢং ঢং ঢং ঢং