নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যদি জিজ্ঞেস করি ব্লগে থাকা ভাইদের...?

০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৫

>শরীয়া আইন অনুযায়ী তারা ক’জনে প্রস্তুত বোনদের সম্পত্তি দিতে তবে হয়ত অনেকেই হাত তুলবেন প্রস্তুত বলে আবার অনেকেই হয়ত এড়িয়ে যাবেন... কিন্তু বাস্তবতা দেখায় ভিন্ন এক চিত্র...
>আমার বোন এর মত বোন হয় না, আমাদের ভাই- বোনের সম্পর্ক খুব মধুর এই সেই বলা ভাইয়েরা সময়ে বোনদের সম্পত্তি দিতে আপত্তি করে, এবং ৯৯% ভাইয়েরা তাদের বোনদের পুরোপুরি বঞ্চিত করে উত্তরাধিকার সুত্রে পাওয়া সম্পত্তি দিতে! আবার কেউ দিলেও পুরোটা দেয় না... অল্প কিছু দিয়ে বোনদের মুখ বন্ধ করার চেষ্টা করে! আবার কেউ কেউ বলে এত কষ্ট করে টাকা খরচ করে বোনের বিয়ে দিয়েছি আবার সম্পত্তি কিসের!!!!!!
>আবার অনেক বাবা’ই মেয়েদের বঞ্চিত করে......!
>যদিও আইন আছে কিন্তু ৯৯% মেয়েরা ভাইদের সাথে এই সম্পত্তি নিয়ে ক্যাচালে যায় না...কেউ কেউ আবার ইচ্ছে করেই ছেড়ে দেয় সেটা ভিন্ন! রক্তের সম্পর্কের মধ্যে আর ভাই- বোনের মধুর সম্পর্কের মধ্যে তখন সম্পত্তিটাই বড় হয়ে যায়!!!!!!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১২

নতুন বলেছেন: হুম সম্পত্তি সাথ` সমস্যার সৃস্টি করে...

কিন্তু আগে থেকে একটু খেয়াল রাখলে এই সব পরিস্হিতি এড়ানো যায়...

০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাইয়া খেয়াল না... মানসিকতাই যদি হয় বোনকে কিছু দেবো না... খরচ করে বিয়ে দিয়েছি আবার সম্পত্তির ভাগ কিসের... সেখানে সব কিছুই ঘটতে পারে।

২| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১

নূসরাত তানজীন লুবনা বলেছেন: আসলেই আপু
এই প্রবলেমটা বেশিরভাগ ফ্যামিলিতেই দেখা যায়

০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমি জানি... সম্পত্তি নিয়ে কামড়া-কামড়ি আমাই আমার চারপাশের মানুষদের মাঝে অহরহ দেখছি আর বোনদের দুর্গতিও দেখছি আপু! ভাল থাকবেন!

৩| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মাসূদ রানা বলেছেন: খুব ভালো একটা প্রসংগ নিয়ে পোস্ট লিখেছেন বোন @ইপ্সিতা ............... আমাদের দেশের প্রায় প্রতিটা পরিবারেই সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে বোনদের সাথে বৈষম্য করতে দেখা যায়,এটা অত্যন্ত লজ্জাজনক............... আল্লাহ পাক আমাদের সবার মানসিকতায় উন্নতি দান করুন ...........

০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! হু আমি এই বৈষম্য আমার চারপাশের মানুষদের করতে দেখছি! আসলেই মানসিকতার পরিবর্তন না হলে এর উন্নতি হবে না! ভাল থাকবেন !

৪| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যাপারটা নিয়ে কখনো ভাবা হয়নি। খুব সম্ভবত আমার কোন বোন নেই বলেই! :| তবে ব্যাপারটা দুঃখজনক :(

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া হতে পারে! তবে যারা ভাই- বোন মিলিয়ে আছে তাদের জন্য এটা এখন ভীষণ ভাবনার!

৫| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: যারা আল্লাহ্‌র আইনের বিরোধিতা করবে, তারা মুশরিক এবং এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে যায়। হযরত আবুবকর (র) তখনকার নানা আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যাকাত অস্বীকারকারীদেরকে শাস্তি দেবার ব্যাপারটিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছিলেন।

৬| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার বাবা আমার বোনকে তার ন্যয্যা হিসাবে বুছিয়ে দিয়েছেন। যা সে পরবর্তীতে ভোগ করতে পারবে।

০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ভাল লাগল তা জেনে ভাইয়া!!!!!! কিন্তু আমার ভাগ কইইইইই?হাহহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.