নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>হাত তুলেন পুরুষ দিবস নাই বইলা কয়জনে মিউ মিউ করে কান্নাকাটি কইরা কিছু লিখছেন??? (মজা করলাম!) আমার নারী দিবস ভাবনা---
>স্কুলে আমার কলিগ আরিফ স্যার যখন আমাদের সব ম্যাডামদের চকলেট দিয়ে উইশ করলেন মন্দ লাগেনি! পরক্ষনেই ক্লাস ফাইভ পড়ুয়া ছাত্র স্মরণ যখন আমাদের সকলকে চকলেট দিয়ে উইশ করে তখন সবচেয়ে বেশি ভাল লাগে, ও হয়ত এই দিবসের মানে ততটা বোঝেনা কিন্তু নারী দিবস নামে আজ যে একটা দিবস আছে এটা শুনে ও যে সকল নারী শিক্ষককে উইশ করেছে এটা খারাপ কিছু নয়, ওকে বললাম- বাবা, সারাজীবন তোমার সাথে জড়িত কিংবা জড়িত নয় এমন সব নারীকে তার মর্যাদা দিও, কখনো কোন নারীকে অসম্মান করিও না, আর বেশি কিছু বললাম না... ও বুঝবে না!
> কারো বউ বা কারো মা এই দু’টো সম্পর্ক বাদে আমার সাথে যে সব পুরুষের যে ধরনের সম্পর্ক আছে, বা নেই তাদের সকলের সাথেই পারস্পরিক শ্রদ্ধাবোধ/ স্নেহবোধ বেঁচে থাকুক... একজন নারী নয় একজন মানুষ হিসেবেই আমাকে মূল্যায়ন করা হোক, সকল নারীর প্রতি সব সহিংসতা বন্ধ হোক, দূর হোক সমস্ত বৈষম্য (বিশেষ করে- নারী শ্রমিক/ চাতালের নারীরা/ পরিচ্ছন্ন কর্মী হিসেবে যেসব নারীরা আছে তাদের প্রতি যে বৈষম্য তৈরি করা হয়েছে তা দেখে... সত্যি অবাক হতে হয়, এছাড়া পারিবারিক ভাবেও যে বৈষম্য তৈরি করে পরিবারের লোকজনেরা সেটাও কম ভাবনার নয় ) - এটাই প্রত্যাশা... এর বেশি কিছু চাই না... । কোন আলাদা দিবসেরও দরকার নেই!
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ভাইয়া!
২| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: নারী কিন্তু আমার কাছে এক বিস্ময়ের নাম।
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা রাজপুত্র! সে বুঝি রাজকন্যার জন্যই !!!!!?
৩| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৮
শায়মা বলেছেন: হা হা ইপ্সিমনি!!!!!!!!!!!!!!
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহি হি বাচ্চুমনি!!!!!!! ইমো দিতে পারি না ...
৪| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫২
শায়মা বলেছেন: শুনো ইপ্সিমনি আমাকে কোটিবার জন্ম নিতে বলা হলেও আমি নারী হয়েই জন্মাতে চাই।
ছি ছি পুরুষ!!!!!!!!! কে হয় !!!!!!!!!
ছোট ছোট চুল!!!!!!!!!! দাঁড়ি গোঁফ!!!!!!!!!!!! সারাদিন কাজ করো!!!!!!! সব বিপদে আপদে ছুটো!!!!!!!!!!! রাত দুপরে ডাকাত পড়লেও মারামারি করো !!!!!!!!!! দূর দূর দূর!!!!!!!!!! একে বাঁচাও তাকে ঠেকাও !!!!!! টাকা আনো!!!!! সংসারে ঢালো!!!!!!!!!
এত কষ্ট কে করে!!!!!!!!!!!!!!
তার থেকে এই ভালো---
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তা তা থই থই তা তা থই থই তা তা থই থই
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু বাচ্চুমনি আমিও বারবার নারী হয়েই জন্মাতে চাইইইইইইইইই ...এরপর দু’জনে এক সাথে না হয়-মম চিত্তে......
৫| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইউ টিউব দেখা যায় না কেন!!!!!!!!!!!
৬| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩
নাহিদ রুদ্রনীল বলেছেন: পুরুষ দিবস নাই কেন? এটা আমার অনেক দিনের প্রশ্ন সকল নারীকে "নারী দিবস" এর শুভেচ্ছা। নারী ছাড়া আমাদের জীবন অচল !
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই তো গবেষণা শুরু করেন্নন্নন্নন্নন্নন্নন্ন ধইনা পাতা!
৭| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১২
শায়মা বলেছেন: নাহিদ রুদ্রনীল বলেছেন: পুরুষ দিবস নাই কেন? এটা আমার অনেক দিনের প্রশ্ন সকল নারীকে "নারী দিবস" এর শুভেচ্ছা। নারী ছাড়া আমাদের জীবন অচল !
হা হা ঠিক ঠিক !!! থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!!
বাট পুরুষ ছাড়া নো প্রবলেম!!!!!!
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি বাচ্চুমনি!!!!!!!!
৮| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৩
মারুফ মুনজির বলেছেন: আজ অফিসে এসে ১০ টার মতো পত্রিকা পড়লাম, আজ নারী দিবস হিসেবে নারীদের নিয়ে প্রচুর লেখা, গবেষনা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সফল নারীদের গল্পও প্রকাশিত হয়েছে অনেক, তার মধ্যে বনিক বার্তার প্রধান নিউজটা আমার ভালো লেগেছে, বাংলাদেশের সফল ১০ নারীর জীবন নিয়ে রিপোর্ট, এই রিপোর্ট পড়ার পর কিছু প্রশ্ন মাথায় এসেছে যা আমি নিউজ পরে জানতে পারিনি, জানা থাকলে জানিয়ে কৃতজ্ঞ করবেন
১.এই সফল নারীরা কি বিয়ে করেছেন, তাদের স্বামীদের পেশা কি, তাদের দাম্পত্য সম্পর্ক কেমন ছিলো, এসব নারীরা কিভাবে এই সম্পর্ক ম্যানেজ করতেন, তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো, সেটা কতটা ইতিবাচক কতটা নেতিবাচক, নেতিবাচক হলে কিভাবে ম্যানেজ করেছেন। মোট কথা পারিবারিক জীবন কেমন ছিলো।
২. এসব নারীরা পরিবারে কিভাবে সময় ম্যানেজ করতেন, এদের কয়টা করে ছেলে মেয়ে রয়েছে, তাদের সন্তানরা কি কি করেন, তাদের সন্তানরা কি ভালোভাবে গড়ে উঠেছে নাকি স্পয়েল হয়েছে, যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে কিভাবে সেটা ম্যানেজ করেছেন, এই সন্তান লালন পালনে তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো।
৩. এই সফল নারীদের অর্থনেতিক হিসেব কেমন ছিলো, তাদের সম্পত্তি কিভাবে খরচ করেছেন।
৪. পরিবারে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন কিভাবে, স্বামী ও তার পরিবার এই পারস্পারিক দুই পরিবারের সদস্যদের সাথে কিভাবে সম্পর্ক ম্যানেজ করতেন।
৫. এই সকল সফল নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন ছিলো, তাদের কলিগদের কি ধরনের ভুমিকা ছিলো, এই পর্যন্ত উঠে আসায় তাদের কি কি চ্যালেঞ্জ ছিলো।
৬. এরা যদি কেউ অবিবাহিত বা ডিভোর্সি হয়ে থাকেন তাহলে তাদের এ পর্যন্ত জীবন কিভাবে পরিচালনা করেছেন।
৭. এই সফলদের জীবনের এই বেলায় এসে জীবন সম্পর্ক ধারনা কি, তারা কি জীবনে ভুল করেছেন, নাকি সঠিক করেছেন।
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাপ রে মেলা প্রশ্ন! পরে দেবো উত্তর!!!!!!
৯| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬
বিদগ্ধ বলেছেন:
নারী
(কন্যা, জায়া, ভগ্নী, জননী)...
তোমায় সালাম!
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!!!!
১০| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ভাইয়াআআআআআআআআআআ!
১১| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
মনিরা সুলতানা বলেছেন:
শুভ কামনা ...
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা! ভাল থাকবেন!
১২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছি ছি পুরুষ!!!!!!!!! কে হয় !!!!!!!!!
ছোট ছোট চুল!!!!!!!!!! দাঁড়ি গোঁফ!!!!!!!!!!!! সারাদিন কাজ করো!!!!!!! সব বিপদে আপদে ছুটো!!!!!!!!!!! রাত দুপরে ডাকাত পড়লেও মারামারি করো !!!!!!!!!! দূর দূর দূর!!!!!!!!!! একে বাঁচাও তাকে ঠেকাও !!!!!! টাকা আনো!!!!! সংসারে ঢালো!!!!!!!!!
এত কষ্ট কে করে!!!!!!!!!!!!!!
হো হো হো
কেউ আমারে এক বালতি পানি দাও ডুইবা মরি। নাহলে হাসতে হাসতেই ইহলোক ত্যাগ কত্তাম।
না শুধু রাজকন্যা না আমার 'মা' আমার কাছে সত্যিকার অর্থেই এক বিস্ময়ের নাম।
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু রাজপুত্র, সে আমি আপনার পোস্ট দেখে বুঝেছি!!!!! আসেন আমি এক বালতি পানিতে আপনাকে চুবাই...হাহহাহ!
১৩| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১২
আরজু পনি বলেছেন:
বছরে একদিন যেমন রোজার ইদ, কোরবানির ইদ, একদিন করেই যে বিশেষ দিনগুলো সেই দিনগুলো থেকে আমাদের কিন্তু শিক্ষা নেয়ার কথা...সেই বিশেষ দিনগুলোর উদ্দেশ্যের বাস্তবায়ন হোক সারাবছর ধরে।
আরেকটা কথা,
বিশেষ করে- নারী শ্রমিক/ চাতালের নারীরা/ পরিচ্ছন্ন কর্মী হিসেবে যেসব নারীরা আছে তাদের প্রতি যে বৈষম্য তৈরি করা হয়েছে তা দেখে... সত্যি অবাক হতে হয়, এছাড়া পারিবারিক ভাবেও যে বৈষম্য তৈরি করে পরিবারের লোকজনেরা সেটাও কম ভাবনার নয় )... আমাদের পুঁজিবাদী সমাজব্যবস্থাই শ্রেণিভেদ করে দিয়েছে, টাকা দিয়ে সম্মান পরিমাপ করা হয় অনেক ক্ষেত্রেই, তাই নারী শ্রমিক বা চাতালের শ্রমিক বা পরিচ্ছন্নকর্মীর প্রতি বৈষম্য দেখানো হয় যা পুরুষকর্মীর প্রতিও দেখানো হয়, তবে কম।
নারীরা সবসময়, সবক্ষেত্রেই বৈষম্যের শিকার...সে যত উচু পদেই হোক বা নীচু স্তরেই হোক...এই বৈষম্য দূর করার জন্যে উদার মানসিকতার প্রয়োজন পুরুষেরতো বটেই, অনেকসময় নারীরও।
নারী নিয়ে আপনার ভাবনাগুলো ভালো লাগে ।
সম্পত্তি নিয়ে পোস্টটা চোখে পড়েছিল, মন্তব্য করা হয়নি ।
পরে কখনও বলার ইচ্ছে আছে।
অনেক শুভকামনা রইল।
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু আমরা শুধু দিনটি পালন করেই খ্যান্ত হই কিন্তু বাস্তবায়নের কথা ভাবি না...!
হু বৈষম্য পুরুষের সাথেও হয় তবে তা যে তুলনামূলক ভাবে অনেক অনেক কম হয় তা নিজে চাতাল শ্রমিকদের অবস্থা দেখে বলেছি, আর পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে যে প্রতিবেদন দেখলাম কিছুদিন আগে- তা দেখে মাথা খারাপ হবেই!!!!! শুধু টাকা না যাদের কোন ছুটি নেই, এমন কি একজন গর্ভবতী মহিলা কাজ করে গিয়ে বাচ্চা প্রসব করেছে, দুদিন ছুটি পেয়েছে একজনকে বদলী কাজ দিয়ে!!!!! টাকার বিনিময়ে কাজ বলেই তাদের যে দুরবস্থার কথা দেখলেম তা শুধু ভাবায় না... কিভাবে মানুষ এত অমানুষ হয় সেটা চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যায়!
হু নারী সব জায়গাতেই অবহেলিত আর কাল এই লেখাটা লেখার পর না আমার ও সব সময় মনে হয় শুধু পুরুষ না নারীর ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার!
অনেক ধন্যবাদ আপু! সময় করে মন্তব্য করবেন সেই অপেক্ষায়!
ভাল থাকবেন!
১৪| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
শায়মা বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন: ছি ছি পুরুষ!!!!!!!!! কে হয় !!!!!!!!!
ছোট ছোট চুল!!!!!!!!!! দাঁড়ি গোঁফ!!!!!!!!!!!! সারাদিন কাজ করো!!!!!!! সব বিপদে আপদে ছুটো!!!!!!!!!!! রাত দুপরে ডাকাত পড়লেও মারামারি করো !!!!!!!!!! দূর দূর দূর!!!!!!!!!! একে বাঁচাও তাকে ঠেকাও !!!!!! টাকা আনো!!!!! সংসারে ঢালো!!!!!!!!!
এত কষ্ট কে করে!!!!!!!!!!!!!!
হো হো হো
কেউ আমারে এক বালতি পানি দাও ডুইবা মরি। নাহলে হাসতে হাসতেই ইহলোক ত্যাগ কত্তাম।
১৫| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
শাহ আজিজ বলেছেন: পুরুষ দিবস চাই । নারীদের দেওয়া পেট্রোল বোমায় আর জীবন দেবো না।
চিবিয়ে চিবিয়ে জীবনটা শেষ করে দিল এই নারীরা।
প্রতিরোধ চাই
আন্দোলন চাই
-------------------------------------
পিছনে তাকায়া দেখি একজনও নাই
অগো আবার প্রতি রাইতে গরম ভাত চাই
নারী শাসনে তুষ্ট ওরা
নেইকো কোন কষ্ট জরা
-------------------------------------
একলা চলরে-------------------
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ কামনা।