নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এত চমৎকার মিথ্যে অভিনয় - ছেলে তুই পারিস কি করে রে... বল তো একবার আমায়...?

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

তোর আজ এক কথা তো কাল আর এক কথার কথামালা আমাকে মুগ্ধ করেছে ছেলে !!!

ভাবছিস কিভাবে? শোনার দরকার নেই তা... !

তোর অভিনয়েও আমি আহত না হয়ে মুগ্ধ হয়েছি...

এত চমৎকার মিথ্যে অভিনয় - ছেলে তুই পারিস কি করে রে... বল তো একবার আমায়...?

মুগ্ধতার ঘোর কাটিয়ে উঠতে পারিনি আজও... ভেবেছি তোকে অস্কার দেয়া উচিৎ আমার...

ভালোবাসার মিথ্যে অভিনয়ে সেরা এই ক্যাটাগরিতে... !

আরো কিছু ক্যাটাগরিতে তুই হয়েছিস সেরাদের সেরা...

আমাকে কাঁদিয়ে ... কাঁদিয়ে করেছিস তুই দিশেহারা...

এই একটা ক্যাটাগরিতেও তুই হয়েছিস সেরা।।

নিজেকে আড়ালে নিয়ে সব কিছুকে ভুল বলে মুছে ফেলে তুই যে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলিস...

সেই ঢেঁকুরকেও পুরস্কৃত করা দরকার...।

ছেলে তুই কি জানিস... বুকের ভেতর অসহ্য যন্ত্রনা চেপে রেখে পারিনা আর

ভয়ে কারো বাড়িয়ে দেয়া হাত মুঠোভরে শক্ত করে ধরতে...

যদি সেও তোর মত সেরাদের সেরা হয় এই ভেবে...

সন্ধ্যার মিসডবার্তায় বুকের ভেতর জেগে উঠত অন্যরকম একটা শিহরণ ...

না সে শিহরণে ছিল না কোন খারাপ কিছু... ছিল ভালোলাগার এক আবেশ...

আজ আর সন্ধ্যাবেলায় জেগে ওঠেনা কোন শিহরণ ...

সেই শিহরণ যেন হারিয়ে গেছে... কোন এক ডুবোচরে... ।।

ছেলে কেউ আজ লিখেনা... “ ইচ্ছে করছে তোর কানের পাশে মুখ নিয়ে বলি- তুই কি আমার সব হবি”...

থাকবি আমার চাদনী বউ হয়ে...? ...

তোর অভিনয়ে সত্যি আমি মুগ্ধ রে ছেলে... সত্যি মুগ্ধ... !

সেই অভিনয়ে তুই বারবার মুগ্ধ করিস... বড্ড বেশি মুগ্ধ করে ফেলিস...

বোকা হয়ে যাই বারবার... তুই সেটার-ই সুযোগ নিয়ে ফেলিস...

তুই যে জেনে গেছিস আমার মুগ্ধতা... জেনে গেছিস দুর্বলতা ...

শুধু দেখিসনি সেই ক্ষতটা ... যেটা তোর অভিনয়ে তৈরি হয়েছে বুকের ভেতর...

সেই ক্ষতটা অদৃশ্যই থেকে যায় তোর চোখের আড়ালে...

ছুঁয়ে দেখিস না তুই সেই ক্ষতটাকে ...।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


তোমার জন্য আর কত ওয়েট করবো????????? X( X( X( X( X(

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানে কি বাচ্চুমনি? তুমি ওয়েট করছো?

২| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

শায়মা বলেছেন: হ্যাঁ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ইপ্সিমনি ইপ্সিমনি করছো তুমি কি??

এই দেখোনা তোমার জন্য ছড়া লিখেছি!!!!!!:) :) :)


http://www.somewhereinblog.net/blog/saimahq/30022153

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ দেখেছি তো... পরে জবাব দেবোনে...।।

৩| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগ সন্ত্রাসী ঈপ্সিতা ভাল থাকুক সুস্থ থাকুক।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা সব কিছু ছেড়ে গেলেও আমার ছুপা জ্বর পিছু ছাড়ে না ভাইয়া! ধইনা পাতা!

৪| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: ব্যাপক ভাল্লাগছে আপা। শিরোনামের মত ভিতরের কন্টেন্টও জটিল। একেবারে এইসময়ের প্রেক্ষাপটের হাহাকার মেশানো কিছু। সিম্পল কিন্তু সত্য অনুভুতি।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া... আমি আসলে লেখাতে কোন অলঙ্কার দেই না একদম সাদামাটা ভাবে যা ভাল লাগে তাই লিখি... ভাল থাকবেন!

৫| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: ব্যাপক ভাল্লাগছে আপা। শিরোনামের মত ভিতরের কন্টেন্টও জটিল। একেবারে এইসময়ের প্রেক্ষাপটের হাহাকার মেশানো কিছু। সিম্পল কিন্তু সত্য অনুভুতি।


আহা আহা


এখন রাজপু্ত্র এসে গেলেই সোনায় সোহাগা হয়ে যায় ভাইয়ু!!!!!!!!:)

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন কেন রাজপুত্রকে ডাকেন কেন?

৬| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৭

হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগলো।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!

৭| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন রাজপু্ত্র এসে গেলেই সোনায় সোহাগা হয়ে যায় ভাইয়ু


আমি তো সোনা ছেলে সন্দেহ নেই। কিন্তু কার সাথে সোহাগা হলেম। শায়মাপু!

মিথ্যে অভিনয়। ভালো ভালো। আমরা সবাইই অভিনেতা। আর সত্যতো মিউজিয়ামে সংরক্ষিত বিলুপ্তপ্রায় শব্দ। তাই মিথ্যে অভিনেতা মানে বাস্তবপ্রিয় ছেলে। তার মানে ছেলে ভালো।

তাই না? ;)

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছেলে ভাল না কালো সে হবে পরে... কিছু কিছু সত্যি হয়ত মিউজিয়ামেই লুকিয়ে থাকে রাজপুত্র...

৮| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন রাজপু্ত্র এসে গেলেই সোনায় সোহাগা হয়ে যায় ভাইয়ু


আমি তো সোনা ছেলে সন্দেহ নেই। কিন্তু কার সাথে সোহাগা হলেম। শায়মাপু!



আরে তুমি আমাদের ছোট্ট রাজকুমার ভাইয়া না!!!!!!!!!!!


তাই শতদ্রু ভাইয়া এসে গেছে ইপ্সিমনিও এসে গেছে শুধু তুমিই বাকী ছিলে......:)

৯| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার টাইমিং সবসময় ই ভালো। শায়মাপু। :)


কলপ দিতে দিতে দু একজন নরসুন্দররে কোটিপতি বানিয়ে দিলেম আর তুমি আমার ছোট্ট বলো। ইয়া মাবুদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.