নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শায়মা বাচ্চুমনিটা......।।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

বাচ্চুমনি বাচ্চুমনি করেছো তুমি কি?
আমায় নিয়ে ছড়া লিখতে গিয়ে
ফেলেছো নাকের ঘি... (ইয়াক ইয়াক!)
সেই ছোটবেলার ছড়া ছড়া খেলায় কাউকে ক্ষ্যাপানোর লোভ সামলাতে না পেরে শুরুটা এভাবেই করলাম... ইচ্ছে ছিল শুরুটা হোক এভাবে...

ব্লগে আছে এক পরী
মনে মনে ভাবতাম কিভাবে তাকে ধরি...?

তারপর...তারপর সে নিজেই এসে ধরা দিল আমার লেখাতে... রেখে গেল কিছু মুগ্ধতা... এরপর আবার অনেকদিন দেখা নেই... আর ফিরে এসেই আবার -
“জানিনা তার মাথায় কি ভুত চাপলো ...
আমায় নিয়ে একটা ছড়া লিখল...
বলে সে আমি না কি তারছেড়া...
লিখতে গিয়ে নিজেই খেল ধরা...” !! (অই যে কথায় আছে না- “চোর সবাইকে চোর মনে করে”! পাগলে সবাইকে পাগল ভাবে...হিহিহি তারছেড়া এই বাচ্চুটাও তাই ভেবেছে রে!!) বিদ্রোহী ভাইও ধরে ফেলেছে তা)

>তুমি কি ভেবেছিলে বাচ্চুমনি...?
তুমি কি ভেবেছিলে আমি করবো ঝগড়া
না কি ভেবেছিলে মেরে দেবো ২/৪টা দোররা...?

>> আমাকে খ্যাপানো এত্ত সহজ নয় বাচ্চু
হাম্বাকে আবার ডেকে ফেলো না চাচ্চু... !

কিন্তু কিন্তু আমার কল্পিত নায়ক/ নায়িকারা তো এভাবে পালাবে না... ঘর ছাড়বে না... আর পরিণতিটা আমি ঠিক এভাবেই দেবো কি না তার ও ঠিক নেই... বুঝলা...? একটা ট্রাজেডি দিতে ইচ্ছে করে... তবে এমন হুড়োহুড়ি/ মারামারি/ খামচামির মধ্য দিয়ে কাছে আসা আর দূরে যাওয়া ... চলতেই থাকবে...
ভাল থেকো বাচ্চুমনিটা...
ছড়ায় ছড়ায় বাজাতে থাকো ছোট্টবেলার ঝুনঝুনিটা ...

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

অদ্ভুত_আমি বলেছেন: শায়মা আপু এবং আপনার ছড়া- দুটোই মজার হয়েছে ।

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধইনা পাতা... ছড়া আর লিখলাম কই... শুধু একটু মিলামিলি খেললাম ...

২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:




চারিদিকে হচ্ছেটা কি
কিসব গণ্ডগোল,
কেউবা মাথায় ভাঙছে কাঁঠাল
কেউবা ঢালছে ঘোল!

পাগলা পাগলীর ভীষণ প্রেমে
ব্লগবাসিরা প্রমাদ গোনে,
শায়মামনি- ইপ্সিমনি
লাগায় হট্টগোল!
:P :D

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা বলেন ভাইজান...
একটা পান খেয়ে যান...
কোথায় দেখেন হট্টগোল...
চলেন খেলি ফুটবল... হাহহহা

৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!!!!!!!!!


হায় হায় হায় হায় !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


B:-) B:-) B:-) B:-) B:-)

এতক্ষন কই ছিলো এই ছড়া ছন্দ
দেখতে পাইনি কেনো? কপালটা মন্দ।


বলেনিতো কেউ আমাকে ইপ্সির ছড়াটা
লিখেছে সে কখন অ হয়নি জানা সেটা!!!!!!!!

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি যখন ব্যস্ত... তখন-ই ছেড়েছি এটা...
অবাক হয়ে দেখেছি... আপনি দেখেন নি সেটা।।

বাচ্চুমনির কপাল মন্দ...
ব্লগে থেকেও তখন সে ছিল অন্ধ...

৪| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৭

শায়মা বলেছেন: ব্লগে আছে এক পরী
মনে মনে ভাবতাম কিভাবে তাকে ধরি...?


হা হা হা


পরীকে ধরে কি হবে??? তোমার কি লাভ ইপ্সু!! :P

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পরীকে ধরে বোতলে বন্দী করবো...

৫| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৯

শায়মা বলেছেন: <তুমি কি ভেবেছিলে বাচ্চুমনি...?
তুমি কি ভেবেছিলে আমি করবো ঝগড়া
না কি ভেবেছিলে মেরে দেবো ২/৪টা দোররা...?


না না না তা ভাবিনি দোররা তুমি মারতে পারো??
হাম্বা গরু বকা দিলে গাল ফুলিয়ে কাঁদতে পারো।


ঝগড়া তুমি পারোনা তা জানি আমি খুব জানি
পারো শুধু করতে ভাজা টিকটিকি আর ব্যাং কানী।:)

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কে বলেছি ঝগড়া করতে পারিনা...
আমি কারো ধার ধারি না...

৬| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছান্দনিক উপভোগ্যময় ঝগড়ার দর্শক হতে পেরে পুলকিত হচ্ছি।




ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী। ভাল থাকুক তার হাম্বাটা।

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইয়াআআআআআআআআআ ঝগড়া করি নাই তো.........।।

৭| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪২

শায়মা বলেছেন: ইমতিয়াজ ১৩ বলেছেন: ছান্দনিক উপভোগ্যময় ঝগড়ার দর্শক হতে পেরে পুলকিত হচ্ছি।




ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী। ভাল থাকুক তার হাম্বাটা।


আর আমি!!!!!!!!!


X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তুমি তুমি... পরী হয়ে হাম্বার কাছ থেকে ঘুরে এসো......।

৮| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভয় পাইছি :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((



ভাল থাকুক ঝগড়ার দুই প্রতিদ্ধদ্ধী

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসসসসসসসস আমরা ঝগড়ি না ভাইয়াআআআআআআ আপনি ঝগড়ু

৯| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

শায়মা বলেছেন: ইপ্সিমনি !!!! :(

১০| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বাচ্চামনিটা ভাল থাকুক ।

১১| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৯

শ্যামল সোম বলেছেন: ছড়াটা পড়ে ভীষণ ভালো লাগলো

১২| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৯

শায়মা বলেছেন: শ্যামলভাইয়া এই কবিতা ভালো লাগলো আর ইপ্সিমনিকে নিয়ে লেখা আমার কবিতাটা ভালো লাগলোনা ??? :(

১৩| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩২

অপু তানভীর বলেছেন: ভালু !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.