নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই আমার ভাতের সাথে মজাদার পটল ভর্তা
যা যা মেনে নিলাম আমি কত্রী আর তুই কর্তা
তুই আমার পছন্দের ইলিশ মাছের পেটি
মনে রাখিস আমি কিন্তু চৌধুরীর বেটি
তুই আমার শাকের রাজা সবচেয়ে প্রিয় পাটের শাক
শয়তানী না করে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক
তুই আমার দেশী মুরগির আস্ত একটা রান
আমি যেন দেখিনা শাঁকচুন্নিদের প্রতি তোর কোন টান
তুই আমার কুচিকুচি পেয়াজের সাথে রান্না করা ডিম পিঁয়াজি
জানি তো আমি রাজি হলেই ডাকবি তুই কাজি
তুই আমার মসুরির ডালে বানানো পানিয়া ডাল
বদমাইশী করলে দেখিস কি করি তোর হাল
তুই আমার আলু/কপি/গাজরের বানানো সবজি
কথা না শুনলে ভেঙ্গে ফেলবো তোর হাতের কবজি
তুই আমার ঝিরিঝিরি করে কাটা আলুর ভাঁজি
আমার সব কাজ করে দেয়াতে থাকবি তুই রাজি
তুই আমার তেল/ পিঁয়াজে ভুনা ভুনা খাসির মাংস...
বেশি ত্যাড়িব্যাড়ি করলেই তোকে করবো ধংস...
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা হু ভাইয়া......।
২| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন:
তুই আমার কুচিকুচি পেয়াজের সাথে রান্না করা ডিম পিঁয়াজি
জানি তো আমি রাজি হলেই ডাকবি তুই কাজি
তো আপনি রাজি নন কেন
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুরররর ভাইয়া... ইহা শুধু কবিতায় ছন্দ মিলাতে বলা......।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মজার.....।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ধইনা পাত.........।
৪| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪
শায়মা বলেছেন: হা হা হা
এই তো এতদিনে মিনমিনি ছেড়ে সত্যিকারের ফরমূলাতে আসছো ইপ্সিমনি!!!!!!!!!!!
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহি বাচ্চু আগেও খুব বেশি লুতুপুতু ছিলাম না... তুমি হয়ত লুতুপুতু মন রহয় এই টাইপের লেখাগুলি পড়তে.........।।
৫| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: তুই আমার মসুরির ডালে বানানো পানিয়া ডাল
বদমাইশী করলে দেখিস কি করি তোর হাল ।
সুন্দর । আমিও এই লাইনে আসছি ।
কবজি কাটা প্রেমে ।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা কার কবজি কাটবেন ভাইয়া?
৬| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুই আমার তেল/ পিঁয়াজে ভুনা ভুনা খাসির মাংস...
বেশি ত্যাড়িব্যাড়ি করলেই তোকে করবো ধংস... //
আমার ফেবারিট (ভুনা ভুনা খাসির মাংস)। হাম্বার কথা জানি না। আই মিন খাবে কি খাবে না। বাট আমি শিওর। আই মিন খাবো। তো ডিনারে ডাকতে ভুইলেন না। আর রান্না যদি শুধু হাম্বার জন্যি হয় তাহলে আর কি। হাত কচলাবো।
বাট এটা জাতির কথা 'ভাগ করে খাওয়াই রান্নার স্বার্থকতা'।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকে ওকে আপনাকে আমি টিকটিকির ফ্রাই এর সাথে ব্যাঙের মাংস ভুনা ভুনা করে হাম্বার সাথে বসিয়ে দেবো কেমন?
৭| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুই আমার তেল/ পিঁয়াজে ভুনা ভুনা খাসির মাংস...
বেশি ত্যাড়িব্যাড়ি করলেই তোকে করবো ধংস... //
আমার ফেবারিট (ভুনা ভুনা খাসির মাংস)। হাম্বার কথা জানি না। আই মিন খাবে কি খাবে না। বাট আমি শিওর। আই মিন খাবো। তো ডিনারে ডাকতে ভুইলেন না। আর রান্না যদি শুধু হাম্বার জন্যি হয় তাহলে আর কি। হাত কচলাবো।
বাট এটা জাতির কথা 'ভাগ করে খাওয়াই রান্নার স্বার্থকতা'।
৮| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুই আমার তেল/ পিঁয়াজে ভুনা ভুনা খাসির মাংস...
বেশি ত্যাড়িব্যাড়ি করলেই তোকে করবো ধংস... //
আমার ফেবারিট (ভুনা ভুনা খাসির মাংস)। হাম্বার কথা জানি না। আই মিন খাবে কি খাবে না। বাট আমি শিওর। আই মিন খাবো। তো ডিনারে ডাকতে ভুইলেন না। আর রান্না যদি শুধু হাম্বার জন্যি হয় তাহলে আর কি। হাত কচলাবো।
বাট এটা জাতির কথা 'ভাগ করে খাওয়াই রান্নার স্বার্থকতা'।
৯| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: খাবার ইচ্ছার তীব্রতা দেখছেন। এন্টার বাটনেও বোঝে। এক ক্লিকে তিনবার হইলো।
এইটাও যদি তিনবার পাবলিশ হয় এন্টার বাটনের একদিন কি আমার একদিন।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা কান ধরে দাঁড়ান
১০| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সিরাম !!!
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেইরম ধন্যবাদ ভাইয়া!!!!!!!কেমন আছেন?
১১| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪
আরজু পনি বলেছেন:
ম্যাঁওওও...
হাহাহাহাহাহা
আমি যেন দেখতে পাচ্ছি...
দারুন মজার হয়েছে লেখা।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা মিউউউ মিউউউউ আপু আমিও দেখতে পাচ্ছি আপনি আমার ইলিশ মাছের পেটিটা খেয়ে ফেলেছেন... মিউউউউ। অনেক ধন্যবাদ !
১২| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: হারিয়ে গেলেন না কি ?
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হারাইনি ভাইয়া......। এইত আছি!!!!!!!
১৩| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৫
শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কোথায় তুমি????????????
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার নামের বানান ই না ঈ এইজন্য মাইনাস মাইনাস! এইত আছি...।ডুব দিয়েছিলাম... বাচ্চুমনি তুমি কেমন আছো?
১৪| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আমাকে যে দেশী মুরগীর আস্ত রান মনে করে তাকে
২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ ভাবিকে জিগান তো ভাইয়া ... ভাবী কি মনে করে আপনাকে?
১৫| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাল আছি ঈপ্সিতা আপু...
সিরাজ ঘুরে ফিরে এলাম আজকে...
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সিরাজ! সে আবার কোথায় ভাইয়া? বুঝলাম না! ভাল থাকবেন সব সময়!
১৬| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪১
সোহানী বলেছেন: হায়রে... শেষে কিনা পানিয়া ডাল !!!!!!!! দারুন আইডিয়ার কবিতায় ভালোলাগা.......
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা আমরা পানির মত ডালকে পানিয়া ডাল বলি!!! অনেক ধইনা পাতা!!!
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: খানাপিনাময় ভালোবাসা