নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অধিকারের বারাবারি ...

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯

প্রতি রাত শেষে লেপ্টে যাওয়া কাজলের কালি

যেভাবে ধুয়ে মুছে ঠিক করি ...

এলো চুল উল্টিয়ে যেভাবে বেঁধে ফেলি...

ঠিক সেভাবে যত্ন করে ভালোবাসাটাকেও গুছিয়ে রাখি...

রাতের জোড়ালো অভিমান...

দুমড়ে মুচড়ে যাওয়া বুকের হাহাকার...

চাওয়া -পাওয়ার বেখেয়ালী কিছু হিসেব...

সব কিছু মিলিয়ে রাখি... সুদে- আসলে শোধ নেবো বলে...

বাউন্ডুলে ছেলেটার ঘোরলাগা দৃষ্টি ... সিল্কি চুলের বড়াই...

ইচ্ছেমত কাঁদানো - হাসানো... অধিকারের বারাবারি ...

অদ্ভুদ এক শিহরণ জাগিয়ে দেয় আজও...

সব-ই ভাল লাগে রে বালক...

কিন্তু তুই যখন বড্ড বেশি অধিকারের মিছেমিছি

বারাবারি করে এলোমেলো করে দিয়ে যাস...

তখন সবকিছুই আরো বেশি এলোমেলো হয়ে যায় রে...

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাউন্ডুলে ছেলেটার ঘোরলাগা দৃষ্টি ... সিল্কি চুলের বড়াই... ''---------ওরে বাবা !! দারুন বিশ্লেষণ !! চমৎকার লেখা --- মুগ্ধতা রেখে গেলাম

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই লেখাতে মুগ্ধতা দেখে আমিও মুগ্ধ হলাম আপু!!!!! হাহা বালক এই সিল্কি চুলের বড়াই যে কত করে!! ভাল থাকবেন!

২| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে।

কিন্তু কবিতার মত লাগেনা আপনার লেখা। মনে হয় হাল্কা ঝগড়া কইরা অভিমানে গাল ফুলাইয়া অভিযোগ কিংবা অনুযোগে লেখা এসএমএস শেয়ার করতেছেন।

শুভকামনা রইলো।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ফেবুতে কেউ কেউ কবিতাই ধরেছেন, আমি শুধু কিছু ভেবেছি আর লিখেছি... না কোন ঝগড়া কিংবা অভিমানের ফসল নয়... কবিতায় রূপ দিতে চেয়েছিলাম কিন্তু হয়নি! ধইনা পাতা!

৩| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা।




ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া... আপনিও ভাল থাকবেন সব সময়!

৪| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫

বাংলার দামাল সন্তান বলেছেন: ধণ্যবাদ, অনেক সুন্দর একটি কবিতা পোস্ট দেওয়ার জন্য।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ... তবে ঠিক কবিতার মত করে লিখিনি!

৫| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক ! বালক সাবধানে থেকো... ;) :D :D

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভয় নাই ভাইয়া... বালককে পিটাবো না... তবে সজনে গাছে বাঁধতে পারি...হিহিহি!

৬| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

কলমের কালি শেষ বলেছেন: আহারে ! বালক এতো দুষ্টু কিনো !! :P

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বালক দুষ্টুর প্রিন্সিপাল! বদের হাড্ডি !

৭| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১২

মনিরা সুলতানা বলেছেন: হুম বারাবারি :)

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আপু ধইনা পাতা... ঠিক করে নিলাম!

৮| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বালক বালিকা নিয়ে এতো কিছু আরে বালক বালিকা আর মধ্যবয়সি এর মাঝেও যে কিছু আছে আই মিন আমি আমরা আর কি তা কারো মাথায় থাকে না। ফিলিং দুঃখু দুঃখু। এর প্রতিবাদে মিছিল হওয়া দরকার।


বালক ভালো থাকো। ভাইগ্য তো তোমার একখান। এইট টু এইট্টিন সব মাইয়ারাই মন কয় তোমাগো ভালা পায়। :-0

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহালে আহালে কি দুক্ষু লে!!!!!!! কি বলছে আপ্নাগো ভালা পাই না...... হাজার হলেও আমার রাজপুত্র ভাতিজাআআ... হিহিহি ... আমি না ভাতিজাদেরকেও ভাল পাই! হিহিহি!

৯| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কিন্তু তুই যখন বড্ড বেশি অধিকারের মিছেমিছি
বারাবারি করে এলোমেলো করে দিয়ে যাস...
তখন সবকিছুই আরো বেশি এলোমেলো হয়ে যায় রে...

আহা কি প্রেমানুভূতি ।

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহ্‌আ! ধইনা পাতা ভাইয়া!

১০| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: +++

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: +++ এত্তগুলা ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!

১১| ৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আন্টি ইউ আ তো তুইত। ;)

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানে কিতা ভাতিজাআআআ

১২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: হায় আল্লাহ!

আন্টি দেহি ইংলিশে পুরাই বাংলিশ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.