নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>মৌ অদ্ভুদ সুন্দর মেয়েটা আমার নানীবাসায় ভাড়া থাকত। ১০/১১ বছর বয়সের এই মেয়েটার দিকে আমি যতবার তাকাতাম ততবার মুগ্ধ হতাম ... মেয়েটার চেহারা/ চুল/ বয়স অনুযায়ী স্বাস্থ্য এত নিখুঁত মনে হয় তাকিয়েই থাকি কিন্তু মেয়েটা দু’পা ঠিকমত ফেলে হাঁটতে পারে না... কথা বলতে পারে না কিন্তু বোঝে সব, ডাকলে শুনে... ওর ভাষায় অ্যা... উউ করে... ! পাড়ার তো পাড়ার মেয়েটা বাইরে বের হলে, বারান্দায় বসে থাকলে লোকজন অবাক চোখে তাকাতো ... মাঝে মাঝে আমার নিজের-ই ভয় হত ... না জানি কখন এই অবুঝ মেয়েটার কি ক্ষতি হয়ে যায়...
>আমাদের চারপাশে এরকম অনেক মৌ আছে... কিন্তু তাদের প্রতি আমাদের আচরণ কি একটা স্বাভাবিক বাচ্চার মত? উত্তর- না! এখনো এই সমাজে এসব বাচ্চাদের কেউ কেউ পাগল/ আরে প্রতিবন্ধী এইসব বলে! এমনকি এইসব বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার থেকেই অবহেলা বেশি পায়... আর আমরা সমাজের মানুষেরা তো আছি-ই তাদের হেয় করতে... আবার এই আমরাই এই বাচ্চাদের হেয় করে অন্য মানুষদের বুদ্ধি প্রতিবন্ধী বলে গালি দেই... বলি তুই একটা অটিস্টিক! ভাবুন তো- আপনার এরকম একটা বাচ্চা থাকলে পারতেন কি... অন্য কাউকে গালি হিসেবে এই শব্দটা ব্যাবহার করতে?
০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু, আমার কাছে তাই মনে হয়েছে! ধন্যবাদ নদী!
২| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আল্লাহ আমাদের হেফাজত করুন।
০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! আমিন!
৩| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
শায়মা বলেছেন: যারা এমন গালি দেয় তাদেরই বুদ্ধির প্রতিবন্ধকতা আছে।
০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বাচ্চুমনি! আমার ও সেটা মনে হয়!!!! কেমন আছো?
৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন খারাপ করে দিলেন। আপনারে নিয়ে আর হয় না।
প্রতিটি নবজাতকের, সে যেমনই হোক, জন্য সুন্দর পৃথিবী কামনায়।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিপ্রতিবন্ধি অনেক জ্ঞানপাপীদের বলা হয়ে থাকে । এসব ক্ষেত্রে ভাল মানুষ কোন বিশেসণ ব্যবহার করে না । মানুষের নাম থাকে সে নামেই তাকে সম্বোধন করা হয় ।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫
শতদ্রু একটি নদী... বলেছেন: Thik bolsen.++