নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>ইসলামী শরীয়ার দৃষ্টিতে এটা ঠিক নয়...! মুসলিম নারীদের উচিত বিয়ের পর ও তার পৈত্রিক নাম ঠিক রাখা! কারন কিয়ামতের মাঠেও প্রত্যেককে তার বাবার নাম ধরে ডাকা হবে! হাদীসের কিতাবসমূহে এ সঙ্ক্রান্ত অনেক হাদীস আছে! এবং বাবা কতৃক প্রদত্ত নাম ঠিক রাখার জন্য আল্লাহ্ তা’আলা আমাদের নির্দেশ দিয়েছেন! কারন অই নামটি ব্যক্তির বংশের পরিচায়ক! (আল কুরআন , ৩৩:৫ ) ! নিজের নামের সাথে স্বামীর নাম জুড়ে দেয়ার নজির আমাদের প্রিয় নবী (স) এর স্ত্রীগণ ও যুক্ত করেন নি! হযরত আয়েশা সিদ্দিকা (রা) বিয়ের পর তার নাম পরিবর্তন করে আয়েশা মুহাম্মদ রাখেন নি! বরং তিনি তাঁর পিতা আবুবকর সিদ্দীকের (রা) পরিচয় অক্ষুন্ন রেখেছেন! ( এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন আজকের ইত্তেফাকের ধর্মচিন্তা বিভাগে- ১৬ পৃষ্ঠা ) !
> কিন্তু আমাদের দেশে পশ্চিমা বিশ্বকে অনুসরণ করতে গিয়ে হাল জামানার একটা ফ্যাশনের রীতি করে ফেলেছে অনেকে বিয়ের পর-ই স্ত্রীর নামের সাথে নিজের নাম জুড়ে দেয়া!!!!! যেগুলোর কোন ভিত্তি নেই ইসলামী শরীয়াতে!!!! আবার অনেকে প্রেমে পড়িয়াই প্রেমিকারে তার নামের সাথে নিজের নামটা জুড়ে দিতে বলেন!!!
>আমি বাপু যদি বিয়ে হয় তখন আমার নামের সাথে চৌধুরী বাদ দিয়ে আজাইরা কারো নাম - ঈপ্সিতা হাসান (ইয়াক ইয়াক) / আহনাফ/ আহমেদ / মাহমুদ / রায়হান...কিংবা হাম্বা এইটা সেইটা জুড়তে রাজী না... দরকার হলে হাম্বারে বলুম চৌধুরী অ্যাড করতে...হিহিহি! যদিও হাম্বা আমার নামের সাথে নিজের নাম জুড়ে দিতে বারবার বলে!!!!
>এখন হাত তুলেন তো বিবাহিত ভ্রাতারা আর প্রেমিক ভ্রাতারা কে কে বিয়ের পর-ই ভাবীর নামের সাথে নিজের নাম জুড়ে দিয়েছেন? কে কে লুতুপুতু প্রেমে প্রেমিকারে/ জিএফকে নিজের নামের সাথে আপনার নাম জুড়ে নিতে বলেছেন?
১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ সায়মা বাচ্চুকাচ্চু... প্রশ্নই আসে না......।
২| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮
শায়মা বলেছেন: দরকার হলে হাম্বারে বলুম চৌধুরী অ্যাড করতে...হিহিহি! যদিও হাম্বা আমার নামের সাথে নিজের নাম জুড়ে দিতে বারবার বলে!!!!
হা হা হা
তোমার নাম অবশ্য ইপ্সিতা হাম্বা দেওয়া যায়।
১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি হাম্বা একবার আমার নামের সাথে তার নাম জুড়ে দিয়ে পত্রিকায় আমার একটা লেখাতে কারসাজি করেছিল... তারপর লোকজনের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ ...... এরপর ওরে কান ধরিয়েছি... যে এরকম আর না করে!!!
৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩
নতুন বলেছেন: নারীর একটা স্বকীয়তা আছে...
নাম পাল্টানো ঠিক না...
আমি কখনোই আমার স্ত্রীকে নামের ব্যাপারে কিছুই বলিনাই...
১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা হু সেটাই তো ভাইয়া! ভাল লাগলো আপনার মানসিকতাকে!!!!
৪| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি জড়ামু না। তয় নিক নেইম চেঞ্জ করে 'রাজকন্যা' রাখবো। যদি রাজি না হয় দেন নো চান্স টু গেট ম্যারিড উইথ দিজ ভালা পুলা।
সারাজীবন ধরে যে নামে এত্তোগুলান কবিতা লিখলাম। সেই নাম দিয়ে আমি কি কত্তাম।
১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি রাজপুত্র...... অপেক্ষায় রইলুম কি হয়...। এরপর রাজকন্যাকে কিছু টিপ্স দেবো... আপনাকে ঘায়েল করতে...।।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭
শায়মা বলেছেন: তুমি খবরদার নিজের নাম বদলাবানা ইপ্সিমনি!!!!!!!!!!!!!!!!