নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪র্থ বাজেট পেশ করা হচ্ছে জনাব চান্দুর কাছে (সামু বন্ধ থাকায় বাজেটটা যথাসময়ে উপস্থাপন করা যায় নাই! )
(এই বাজেট আইডিয়া যে আয়েশা নামক চুন্নিটা চুরি করবে সে ব্যাপারে নিশ্চিত! )
আসুন তাহলে দেখি- কি আছে বাজেটে ?
কিপ্টামো- আরে বাবা প্রতিদিন এইটা সেইটা তো চাইনি শুধু মাস শেষে মাত্র ৪০টাকার এক ডজন লাল/নীল/সবুজ চুড়ি কিনে দিলেই তো খুশি কিন্তু চান্দু সেখানেও কিপ্টামি করে!!! কিপ্টামো ছেড়ে আগের ৪০টাকার বাজেটেই আশা করি থাকবি!
খাওয়া - আমি বাপু চাইনিজে খুশি না আমার জন্য রোজ ৫ টাকার কুলফি আনলেই চলবে!
মন- মনের দিক থেকে তুই অনেক ফকির, আশা করি এই ফকিরিপনা ছেড়ে নিজেকে উদার করবি আরে উদার হতে পয়সা লাগে না রে, শুধু নিজের ইচ্ছেটাকে উস্কে দিতে হয়!
অপেক্ষা- এত্ত বেশি অপেক্ষায় রাখা চলবে না, এক্ষেত্রে সময় কমিয়ে আনবি,
বেশি বেশি সময় দিতে হবে,এত্ত ব্যস্ততা দেখতে চাই না, রাত নাই দিন নাই খালি বিজি আর বিজি, এক্ষেত্রে আমাকে সময় দেয়ার জন্য সময় বাড়াতে হবে!
গালি-গালাজ বন্ধ করতে হবে- উহু গালি-গালাজ নয় এখন থেকে সবকিছুই আদুরে হতে হবে, বকাটাও আদুরে হওয়া চাই!
ঘুম ভাঙ্গানো- নিজের ইচ্ছেমত আমার ঘুমানোর সময় ঘুম ভাঙ্গিয়ে এরপর নিজের ঘুমিয়ে পড়া চলবে না!
ডিস্টার্ব - স্কুল টাইমে ডিস্টার্ব করবি না, বিকেলে কর দুপুরে কর, নো প্রব!
বাকি- আর কি আছে ভুলে গেছি- এটা বাকি থাক পরে পেশ করবো হু
তোর জন্য বাজেট বোনাস- খামচামি/ গুন্ডামি সব বৃদ্ধি পাবে আগে অপরাধের শাস্তি ছিল ১০বার কান ধরে উঠ-বস এই বাজেটে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৩ বার কান ধরে উঠ-বস, আর ঢিসুম- ঢিসুম সেটা বহাল থাকবে, ভাবছি কিছু গালি শিখবো, লিখে রাখবো, যাতে করে তুই গালি দিলে আমি সেইসব গালি দেখে দেখে বা শিখে তোকে ফেরত দেবোওওওওও।
১৫ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ হু ৩৩ বার কান ধরে......
২| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫১
ইমতিয়াজ ১৩ বলেছেন: একপেশে বাজেট। মানি না।
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
১৫ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা এক পেশে? হাহা- আপনিও ভাল থাকুন ভাইয়া
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
উর্বি বলেছেন: ৩৩ বার কান ধরে উঠ-বস..............হিহিহিহিহিহিহিহি