নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কাটাকাটি করছি... (মেয়ে বাচ্চা-কাচ্চারা টিপস নিন )

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:২৩

> সকালে স্কুলে সহকর্মী স্যার কে জিজ্ঞেস করলাম, স্যার কেনাকাটা করছেন?
> স্যার এর উত্তর না ম্যাডাম, কেনা করিনি তবে কাটা - কাটি করছি!
>জিগাইলাম মানে কি?
>বলে - ম্যাডাম বউ যে লিস্ট দিয়েছিল তা থেকে কেবল কাটাকাটি করছি, এরপর কেনা হবে...হাহহাহা! বিনুদুন বিনুদুন!
>> এখন মেয়ে বাচ্চা-কাচ্চারা শুনেন, আপনারা আপনাদের বাবা/ স্বামী / প্রেমিক/ ভাই কারো কাছে ভুল করেও আগেই লিস্ট দিবেন না, তাহলে এমন-ই কাটাকাটি করবে বাবা/ স্বামী / প্রেমিক/ভাইকুলেরা এরপর কেনা হবে ! শুধু বলবেন, শপিং এ যাবো, এরপর শপিং গিয়ে লিস্ট বের করবেন যাতে কাটাকাটির সুযোগ না পায়! হিহিহি!
>>>চুপিচুপি বলি- আমিও এই পদ্ধতিতে বান্দরটার হাতে লিস্ট না দিয়ে কল্পনা কল্পনা খেলায় সোজা শপিং এ নিয়ে গিয়ে তাকে ছেড়ে দেই... (বাস্তবেও তাই করবো) আর বাপজানের কাছে বাজেট ধরিয়ে দিয়ে টাকা আদায় করে এরপর শপিং এ যাই...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই কারনেই পুরুষ মানুষ সব ঈদের দিন মুখ গোমরা করে ম্যাড়ম্যাড়ে একটা পাঞ্জাবী পড়ে ঘুরতে থাকে :(

পোস্ট পড়ে মজা পেলুম, আপনি সবসময় মজায় থাকেন বুঝি, তাই তো সব পোস্ট এতো মজার মজার হয়।

২৯ শে জুন, ২০১৫ রাত ৯:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন রে ভাই? ঈদের পাঞ্জাবীটা বুঝি কম দামের হয় হু? হাহহা হু আমি মজাতেই থাকার চেষ্টা করি ভাই! ধন্যবাদ ! ভাল থাকবেন!

২| ২৯ শে জুন, ২০১৫ রাত ৮:৩১

আরণ্যক রাখাল বলেছেন: মজা পেলুম। বোকা মানুষ বলেছেন-আপনি সবসময় মজায় থাকেন বুঝি, তাই তো সব পোস্ট এতো মজার মজার হয়

২৯ শে জুন, ২০১৫ রাত ৯:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!

৩| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:১২

ভ্রমরের ডানা বলেছেন: কি মজা !!! :D

৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহ ধইনা পাতা মজাতে!

৪| ৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: এ জন্যই আমি একে ব্লগ সন্ত্রাসী বলি।





ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী।

৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি ভাইয়া! কই সন্ত্রাসীগিরি করলাম হু ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.