নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈদ শপিং এর বাজেট নিয়ে দর কষাকষি ...

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩২

>গত বার ঈদ বাজেট কত ছিল মনে নাই, দুই বোন-ই ঠিক মত মনে করতে পারছি না! আজিব কারবার! এই সুযোগে আমার হাজী বাবা আর মা জননী আমাদের ঈদ বাজেট নিয়ে দর কষাকষি শুরু করে দিল...! আমাকে বলে ৩০০০/-টাকা দিয়েছিল! (যদিও আমার শপিং হয়ে গেছে আগেই নিজের টাকায় কিনেছি এখন বাপজানের কাছ থেকে টাকাটা সুদে- আসলে নিতে হবে )
> বললাম- আজিব তো! গতবার একটা জামার দাম-ই ছিল ৩৫০০/- আর একটা ১৫০০/-হাজার এরপর জুতা/ আদারস +জামা সেলাইয়ের টাকা এসব কি হাওয়া থেকে এসেছিল ...হু ? এরপর বলে ওকে নে ৪০০০/- এরপর বললাম, দেখো, রোজা- রমজানের দিন এইসব ঠিক না কিন্তু এরপর বলে এই নে ৫০০০/- হাহহহা দাম বাড়ছে আস্তে আস্তে ... আর ও বললাম, দেখলেই তো ঢাকা থেকে আমি দুটা জামা ৬০০০/-টাকায় কিনে এনেছি (মিছা কথা কইছি হিহিহি) ...এরপর চলছেই দর কষাকষি ... হাহাহিহি হো হো দেখি কত তে আসে... হু
>আর অইদিকে শপিং কাহিনী শুনে চান্দু তো আগেই বলেছে ১০ হাজারের বেশি দিতে পারবে না ঈদ শপিং এ ... (মনে মনে হাসি কারন এত টাকা আমার লাগে না শপিং এ)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮

দর্পণ বলেছেন: আমার বউ বলেছে ঢাকাই তাঁত ১৫০০ আর ৩০০ টাকার একটা স্যান্ডেল আর কাঁচের চুড়ি কিনে দিলেই সে খুশি। আমি ভাগ্যবান এই লক্ষী ব্য পেয়ে।

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সত্যি ভাইয়া আপনি ভাগ্যবান! ভাবীকে সালাম! আর আমরাও অল্পতে তুষ্টি থাকি তবে এসব মজাদার খুনসুটি চলে হরদম...

২| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮

দিশেহারা আমি বলেছেন: @দর্পণ
আপনি সত্যিই ভাগ্যবান। ( হিংসার ইমো খুজে পাচ্ছি না) :(

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কিছু কইতাম না হু............

৩| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১২

দর্পণ বলেছেন: কেন ভাই দিশাহারা আপনার বউ মানে আমাদের ভাবী কি চাইছে যে আমাকে হিংসা করেন?

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও জানতে চাই......?

৪| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩

দর্পণ বলেছেন: ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮ ০
লেখক বলেছেন: সত্যি ভাইয়া আপনি ভাগ্যবান! ভাবীকে সালাম! আর আমরাও অল্পতে তুষ্টি থাকি তবে এসব মজাদার খুনসুটি চলে হরদম...


হা হা সে বুঝতে পেরেছি। মজা করলাম আপনার সাথে।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা বুঝলুম... ... মজাই মজা...।।

৫| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ অনেককাল আগের ঈদের কথা মনে করিয়ে দিলেন। ঈদের জামার বাজেট থেকে খুব কম খরচে একটা জামা কিনে বাকী টাকা দিয়ে ঢাকার বাইরে ঘুরতে যেতাম। কতই বা থাকতো বাজেট? এক থেকে দুই হাজার টাকা। অবশ্য তখন হাজার পনেরশ টাকায় কক্সবাজার ঘুরে আসা যেত। আর ঈদের জামার বাজেটের সাথে কিছু ঈদ সেলামী তো যোগ হতই।

আপনি কিন্তু একটা মজার ক্যারেক্টার আপুনি। লেখায় +++ দরদাম চালিয়ে যান।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া, ঈদের বাজেট/ সালামী এইসব নিয়ে মজা আর ঈদের ড্রেস কাউকে না দেখানো... বাজেট বেশী হাতিয়ে সেই টাকায় আবার কাউকে গিফট (আমি এটা করি-হাহহা) মজাই মজা! আমি বাপির কাছ থেকে বেশী টাকা নিয়ে কম টাকায় জিনিস কিনে সেই টাকা দিয়ে আবার গিফট করি (আমার টাকার সাথে যোগ করে) মানে মাঝে মাঝে কৈ এর তেলে কৈ ভাজি... ! হহাহা ধইনা পাতা... ভাই! হু আমি আমরা এমন-ই মজা করি ...

৬| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার কোনো বাজেট নাই। আমার আম্মু কিনে। আমি ঈদের আগে পড়ে ট্রাইও করি না :(

ঈদের দিনও পড়তে মন চায় না, আম্মু জোর করে।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই বুঝি ......?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.