নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভিডিও কিংবা ছবি তোলার থেকে জরুরী ......

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২২

>সেই সময় একযোগে অইসব অত্যাচারীদের প্রতি হামলা করা... কিন্তু এবার হত্যাকারীরাই ভিডিও ও ছবি তুলেছে ! একটা মাসুম বাচ্চাকে কিরকম নির্যাতন করে মারল... আবার সেই নির্যাতনের ভিডিও আর ছবি তারাই তুলল ... !!কোন যুগে বাস করছি আমরা!?
>আজকে রাজন গেছে কাল আপনার বাচ্চা/ ভাই যেতে পারে... আজকাল চোখের সামনে কেউ খুন হলে, কারো উপর অত্যাচার করলে এক শ্রেনীর পাব্লিক ছবি/ ভিডিও তোলাতে ব্যস্ত থাকে, এমন কি মিডিয়ার লোকজনও... অথচ অই সময় যদি একযোগে এইসব সন্ত্রাসী/ জানোয়ারদের উপর হামলা করা হয় তাহলে অনেক অপরাধ কমে যেত...
>> মাসুম বাচ্চাটার উপর অত্যাচারের ছবি/ ভিডিও দেখে আমরা এখন প্রতিবাদের ঝড় তুলছি কিন্তু তোলা দরকার ছিল সেই সময় যখন বাচ্চাটা বাঁচার জন্য আর্তনাদ করেছিল...
>>আমরা পারি ও বটে... এই প্রতিবাদে এই দুনিয়ায় এই দেশে যে অপরাধীর শাস্তি যে হবে না এটা নিশ্চিত ... বিশ্বাস আছে আল্লাহ্‌র উপর... তিনি নিশ্চয়ই এর বিচার করবেন এই দুনিয়াতে এবং পরকালে......।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: মানুষের বিবেক জাগ্রত হোক এইটুকুই চাওয়া।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! আর অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক!

২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

নুর ইসলাম রফিক বলেছেন: ঈপ্সিতা চৌধুরী অনেক দিন পরে এলেন।
আপনার লেখাটা দেখেই ওপেন করে ফেললাম।

যে আইনের প্রতি মানুষের আস্থা নেই
সে আইনের প্রতি মানুশের শ্রদ্ধা কি করে হয়।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তা তো হবেই না... কারন আইন তার উপর আস্থা রাখার মত কিছু করতে পারছে না!

৩| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪০

রিকি বলেছেন: এই প্রতিবাদে এই দুনিয়ায় এই দেশে যে অপরাধীর শাস্তি যে হবে না এটা নিশ্চিত ... বিশ্বাস আছে আল্লাহ্‌র উপর... তিনি নিশ্চয়ই এর বিচার করবেন এই দুনিয়াতে এবং পরকালে

আপনি এই পর্যন্ত একটা সঠিক আশার কথা বললেন আপু। 'বিচার আমি মানি, কিন্তু তালগাছটা আমার' মার্কা দেশে সাধারণ মানুষ সুষ্ঠ বিচারের নাম করলে মনে হয় 'অনেক অসহায় প্রাণী' আমরা বিচার চাই--- ফলশ্রুতিতে বিচালি পায় !!!! প্রথম কমেন্টটাতে শব্দ ভুল আছে ওটা ডিলিট দিয়েন।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি করবো ভাই! আল্লাহ্‌ ছাড়া কার উপর আস্থা রাখবো? হু ডিলিট করে দিলাম!

৪| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

আলী আকবার লিটন বলেছেন: জানি এই খুনেরও সঠিক বিচার হবে না ।তাই এই জালিম সরকারের কাছে বিচার প্রার্থনা করে মানবতাকে আর ছোট করতে চাইনা ।তবে এই পবিত্র রমজান মাসে একমাত্র মহান আল্লাহ্‌র কাছেই এই শিশু হত্যার বিচার সপে দিলাম ।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই এছাড়া উপায় কি?

৫| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১২

মাঘের নীল আকাশ বলেছেন: আল্লাহ্ ই শেষ ভরসা...আমাদের আসলেই আর কোন যাবার যায়গা নাই!

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন শেষ এবং একমাত্র ভরসা!

৬| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২২

নতুন বলেছেন: এটা আমাদের দেশের সমাজেরই সমস্যা। এই রকমের শিশুনিযাতন অনেক খানেই হচ্ছে। :( কারন আমাদের মানুষিকতা

প্রশাসন ব্যথ তার কাজে... তাই মানুষের মনের ক্ষোভ নিরহের উপরেই ঝাড়ে.. আইন নিজের হাতে তুলে নিচ্ছে মানুষ।

এটা আমাদের সমাজের ঘুঘ/দূনিতি/ক্ষমতার অপব্যবহারের সাইড ইফেক্ট।

চোর/ডাকাত ধরে পুলিশে দিলে কদিন পরে ঘুষ দিয়ে ফিরে এসে যারা ধরেছিলো তাদের ক্ষতি করে। তাই এখন মানুষ একেবারে শেষ করে দেয়।

কয়েক দিন ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রকপ বেড়েছে। ফলে এলাকাবাসী ৩ জনকে পিটিয়ে মেরে ফেলেছে ডাকাত সন্দেহে। আজও খবরে আছে দেশের অন্য কোথাও ৩জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরেছে। সবই একই সমস্য।

এরা ডাকাত নাও হতে পারে। হয়তো দুরের এলাকার কেউ। কিন্তু যখন একজন ডাকাত সন্দেহে পিটানি শুরু করবে তখন সবাই একে মারবে কেউই সত্যতা জাচাই করতে চেস্টা করবেন।

এমন ভাবেই আরেক এলাকাতে প্রবাসি ২ বন্ধুকে ডাকাত ভেবে পিটিয়ে হত্যা করেছে। পরে খোজ পায় সে যে পাশের এলাকার ছেলে এবং ভাল ছেলে. কয়েক দিন পরে আবার প্রবাসে কাজে যাবার কথা ছিলো তার।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সত্যি ভাই দিন দিন যা ঘটছে তা দেখে শিহরিত হই আমরা কোন যুগে বাস করছি?

৭| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজ ফেসবুকে একজন লিখেছে, ঐ গ্রামের সবাইকে একঘরে করে রাখা হোক দেশ আর সমাজ থেকে। এখন তারা আল্টিমেটাম দিচ্ছে, যখন ঘটনা হচ্ছিল তখন তারা কোথায় ছিল। এই ঘটনা নিশ্চয়ই কোন গোপন কুঠিতে করা হয় নাই। X((

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই বোকা মানুষ! আমরা সময়ের ঘটনায় সবাই দাঁড়িয়ে থেকে তামাশা দেখি প্রতিবাদ করি পরে!!! অথচ অই সময় একযোগে যদি অত্যাচারীর উপর হামলে পড়া হত তাহলে অনেক অপরাধ কমে যেত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.