নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> বলছিলাম আসলে পার্লারের কথা! দু’দিন পরেই ঈদ! এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে মেয়েদের মুখ/হাত/ পা /মাথা ঘষাঘষি/ মাজামাজি ... আর স্পার ম্যাসেজটারে আমি ডলাডলি বলি...! এরপর তো ঈদের দিন হবে চুন-কাম আর প্লাস্টার...! মেয়েরা ময়দা সুন্দরী, চুন-কাম প্লাস্টার করে, ঘষাঘষি, মাজামাজি, ডলাডলি করে চেহারা সাজায় এই নিয়ে ছেলেদের টিটকারীর শেষ নেই! আমিও অস্বীকার করবো না যে মেয়েরা তা করে না... পার্লারগুলিতে উপচে পড়া ভিড় আর চোখের সামনে চুনকাম/ প্লাস্টার করা মেয়ে অহরহ দেখি কিন্তু প্রসঙ্গ আজ ভিন্ন-
> ভ্রাতারা, জেন্টস পার্লারগুলিতে এত ভিড় কেন বলেন তো? মানলাম ছেলেরা চুনকাম/ প্লাস্টার কম-ই করে কিন্তু ঘষাঘষি আর মাজামাজি/ ডলাডলি করতে তো অনেক ছেলে/ বুইড়ারাও ঠিক-ই পার্লারে যায়... সেইটার বেলায় কি বলবেন? কই দেখি না তো কোন মেয়ে এই নিয়ে টিটকারী করে...হু?
>>এইবার বলেন দেখি ভ্রাতারা কে কে ঈদের আগে লাইন দিয়েছেন পার্লারে...হিহিহি? হাত তুলেন? না কি বাসাতেই বোন/ বউ এর ম্যাসেজ ক্রিম, ফেসিয়াল ক্রিম, ফেস ওয়াশ নিয়ে চুপিচুপি ওয়াশ রুমে ঘষাঘষি/ মাজামাজি করছেন হু...?
১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ছেলেরাও কিন্তু কম যায় না... এখন রেগুলার পার্লারে যায় তারা! কিন্তু স্বীকার করবে না!
২| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০
শায়মা বলেছেন: গুড গুড ইপ্সিমনি
কোন কোন ভ্রাতাদের নিয়ে আমা সন্দেহ হচ্ছে একটু পরে তার লিস্ট দিয়ে যাবো ওকে!!!!!
১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্রাতারা সব কই লুকাইছে কে জানে গো বাচ্চুমনি? সব দেখি চুপচাপ! তারা এখন পার্লারে না কি হু ?
৩| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এতো মেয়েরা মেয়েরা করছেন কেনো। আপনাকে নিয়ে তো টেনশনে পড়ে যাচ্ছি।
ঈদ মোবারক। আনন্দে কাটুক আপনার ঈদ। রাঙিয়ে দিন অন্যের জীবন। শুভকামনা।
১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কই আবার মেয়েরা মেয়েরা করলাম রাজপুত্র জি! হিহিহি! আপনাকেও শুভেচ্ছা! ভাল থাকুন!
৪| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫
শায়মা বলেছেন: তারা এখন পার্লারে ঠিকই বলেছো !!!!!!!!!!! হাহাহাহা
১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহহি
৫| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮
শায়মা বলেছেন: এই দেখো তুমি আর আমি কত ভালো। আমরা পার্লারে যাই ই না। পার্লার কি জানিই না তাইতো এইখানে বসে আছি।
১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহহি আমি না দেখলাম তুমি পার্লারে!!!!!!
৬| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঘষাঘষি, ডলাডলির (মেকআপ) দিন শেষ, এখন হইল "ছিল্লা কাইটটা লবন লাগায়া দিমু"র (প্লাস্টিক সার্জারি) যুগ
অট. আমার কেন জানি মেকআপ করা মানুষের (ছেলে মেয়ে উভয়ের) চেহারা দেখলে কেমন গা গুলিয়ে ওঠে। হয়ত মানসিকভাবে সেই সৌন্দর্য আমি হজম করতে পারি না।
ভালো থাকুন, ভালো থাকুন ঈদের আনন্দময় দিনগুলো।
১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ তাই না কি বোকা? আপনাকে না দেখলাম পার্লারে!
৭| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঐটা তো দোকানের ভাড়া তুলতে গেছিলাম। পুরাতন ঢাকার মানুষ তো, ভাড়া দিয়ে খাইতে হয় দুক্ষু আর দুক্ষু
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মিছা কথাআআআআআআআআআ
৮| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:১২
রিকি বলেছেন: ভ্রাতারা, জেন্টস পার্লারগুলিতে এত ভিড় কেন বলেন তো? ম্যাসাজ করতে যায় আর নাহলে ফেসিয়াল--- মাঞ্জা মারতে হবে না ঈদের দিনে !!!! দেখবেন রোদে পোড়া চেহারা নিয়ে ঢুকে, ফেয়ার অ্যান্ড লাভলি (ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম কিন্তু না !!! ) র মডেল হয়ে বেড়ায় !!!!
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি.........
৯| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: ঘষাঘসি সুন্দরী কিংবা সুন্দরের সারাজীবন ঘষাঘসি করতেই যাবে
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি ?
১০| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছেলেদের এই পরিণতির জন্য মেয়েরাই দ্বায়ী ! পার্লারে যাওয়ার এই বেহুদা অভ্যাস মেয়েদের দেইখাই ওরা শিখছে !
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নিও শিখছেন নি ভ্রাতা? মিছা কথা কইবেন না কইলাম
১১| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০
যোগী বলেছেন:
ছেলে বা মেয়ে দুই জনের ক্ষেত্রে নিজেকে রিজনেবল উপায়ে সুন্দর ভাবে উপস্থাপন না করতে পারা কিন্তু অযোগ্যতা।
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটা ঠিক আছে? বাট ......।।
১২| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি ভুলেও শিখি নাই ! কারণ, আমার বউতো পার্লারে যায় না ঘষামাজা করতে !
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৩
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হা হা হা হা
মনের মতন একখান কথা বললেন।
এই ডলাডলির কৃত্রিম সৌন্দর্য দিয়ে কি যে হবে!!!!