নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>সকালে স্কুলে মোবাইলে আসা মেসেজ ওপেন করে আমি তো চেয়ার থেকে পড়েই গিয়েছিলাম! হায় হায় একিইইই! জিপি চোরদের কাছ থেকে ২২০ টাকা বোনাস পেয়েছি! কি কারনে কেন জানি না...! মেয়াদ ৩ দিন! একটু ধাতস্থ হয়ে চিন্তা করলাম কার সাথে কথা বলবো ? কারন জিপি-জিপি কথা বলতে হবে!
> বাসায় এসে বাপি-মামনীকে বললাম- বোনাস টাকা পাইছি কার সাথে কথা বলবো বলো? বাপির জবাবা- কেন তোর বয়ফ্রেন্ড নাই?!? মুষ মুষ হয়ে বললাম, নেহি বাপজান আর মনে মনে বললাম (আছে তো হাম্বা/ চান্দু) ! এইবার বাপজান কহিল- “ এ যুগের মেয়ে হয়েও তোর বয়ফ্রেন্ড নাই”! কহিলাম- বাপজান, আমার যে প্রেমিক চাই, বয়ফ্রেন্ড না! এরপর বাপ-বেটিতে হাসিইইইই...! বাপজানের ডায়লগ- তুই না শয়তানের প্রিন্সিপ্যাল !
>> এরপর সব কাজিনদের বললাম- একটা বয়ফ্রেন্ড খুঁজে আনো- কার সাথে কথা বলবো আমি? আর জিপির টাকা ছেড়ে দেবো- হতেই পারে না! সেই থেকে চিন্তিত কারন পরিচিতজনদের সবার লিঙ্ক/টেল/ রবি! আর আমাকে কথা বলতে হবে জিপি-জিপি!
>>> শেষ পর্যন্ত দেখা যাচ্ছে- আমার বোনাস টাকায় আমি কারো সাথে কথা বলতে পারছি না, এ ও সবাই এখন আমার মোবাইল দিয়ে কথা বলছে!
>>> ও বয়ফ্রেন্ড ও বয়ফ্রেন্ড তুমি কোথায় য়য়য়য়য়য়য়য় ?
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা করুম নে......।।
২| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮
অর্ধ চন্দ্র বলেছেন: বোনাসের টাকাই বয়ফ্রেন্ড অনুভব !!! বাহঃ বোনাস ও শেষ, বয় ফ্রেন্ড ও ... !!!!
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহ জাস্ট ফান করেছিলাম... বুঝতে হবে...!
৩| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
আরাফাত হোসেন অপু বলেছেন: হাম্বা/চান্দু কে দিয়ে জরুরি নোটিশে একটা জিপি সিম কেনান.......
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি হাম্বা এন চান্দু এক-ই ব্যাক্তি! তার জিপি সিম আছে কিন্তু সে তো প্রবাসে... হিহিহিহ !
৪| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৬
জনাব মাহাবুব বলেছেন: ২ দিনের বয়ফ্রেন্ড। বোনাসও শেষ, বয়ফ্রেন্ডও শেষ
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহিহি মন্দ কি...? জাস্ট ফান করেছি ভাই!
৫| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭
নতুন বলেছেন: আরাফাত হোসেন অপু বলেছেন: হাম্বা/চান্দু কে দিয়ে জরুরি নোটিশে একটা জিপি সিম কেনান.......
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হিহিহিহি উত্তরটা সেখানেই দেখে নিয়েন!
৬| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: আজাইরা নাম্বারে ফোন কৈরা মজা লও।
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ভাল লাগে না যে...!
৭| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩
লেখোয়াড়. বলেছেন:
এখন অনেক জুটে যাবে, ভয় নেই।
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা আমি জুটতে দিলে না জুটবে...।
৮| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫
ইভেন বলেছেন: চাইলে এখানে কল দিতে পার......
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাহহা কোথায় ?
৯| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫২
লিংকন১১৫ বলেছেন: আহারে বেচারি কষ্ট হচ্ছে আপনার জন্য
কয় খানা লাগব খালি বইলা দেহেন , সামনে একের পর এক হাজির করবাম
আপাতত আমার নাম্বার টা নিয়া নেন
কি জানি আমার নাম্বার টা , খারান আগে মনে কইরা লই
০১৭২২২ তার পর কি জানি হায় হায়
ভুইলা গেছি এহন কি করি
নটি নটি সিট্ট্রা প্যাটরা এস্ত্রা
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহ ভুইলা গিয়া ভাল করছেন ভাই! হু আমি বেচারী বটে কারন আমার বোনাসের টাকায় সবাই কথা বলে শেষ কইরা দিল... আমি কইতে পারলাম না !!!
১০| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১১
িত্রস্তান বলেছেন: "হাসান মাহবুব বলেছেন: আজাইরা নাম্বারে ফোন কৈরা মজা লও।"
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মজাআআআ লাগে না তোওওও!
১১| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫১
ঢাকাবাসী বলেছেন: অনেক লেটে জানলুম!
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেনু কেনু ভাইয়া? সময় আছে এখনো তো! হিহিহি
১২| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
শায়মা বলেছেন: হায় হায় বয়ফ্রেন্ড নাই!!!!!!!!!!!!!
তাইলে ঐটা কে !!!!!!!!! ঐ যে!!!!!!!!!!!!!!
৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অইতা তো প্লেমিক বাচ্চুমনিইইইইই ! বুইফ্রেন্ড না... হিহিহি
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৪
যোগী বলেছেন:
ইমেল চেক করেন জিপি নাম্বারটা দিলাম।