নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অই অই আমার আলসে দুপুরের সঙ্গী হবি...? খুনসুটিতে মাতোয়ারা হতে...?
কাঁচা আম/ পেয়ারা/ জাম্বুরা/ আমড়া / কামরাঙার মজাদার স্বাদ নিতে...?
কিংবা অলস দুপুরে তোকে ভেবে লেখা আমার এক একটা কাব্য / কবিতায় ডুব দিতে...
একটু আধটু খামচামিতে মুগ্ধ হতে... আমি ডাকাত ডাকাত বলে চিল্লাবো ...
সেই চিল্লানিতে মুখে হাত চাপা দিতে...
জানিস তোকে নিয়ে একটা গল্প লিখতে ইচ্ছে হয়...
যে গল্পে থাকবে আমাদের বর্ষার বৃষ্টি ভেজা রাতের কাহিনী... শরতের ছটফটানী...
হেমন্তের রাগিণী ... শীতের উষ্ণতা ... বসন্তের কাছে আসা...
গ্রীস্মের ঝড়ে লন্ড- ভন্ড হয়ে দূরে যাওয়া ......
একটা চিঠি লিখবো... যেখানে থাকবে ছোট্ট ছোট্ট কিছু বায়না...
জমানো কিছু অভিমান... এত্তগুলা শাসন ... ডিব্বা ভর্তি অভিযোগ ...
কিছু কবিতায় সাজাবো তোকে... যার প্রতিটি পরতে পরতে থাকবি তুই...
আসবি তুই ... সেই নীল শার্টটা পড়ে...
আমি মুগ্ধ চোখে দেখতে দেখতে ঘোরলাগা দৃষ্টিতে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার ভয়ে
খামচে ধরবো তোর বুক পকেটের কাছটা...
তুই আলতো করে জড়িয়ে ধরবি আমায়... নীল শার্টে লালচে একটা দাগ ভরে যাবে...
এলো চুল তোর বুকে লুটাবে... বল আসবি ...?
না আসতে চাইলে বলে দে- আমি একাই জ্যোৎস্না দেখবো...
বৃষ্টিতে ভিজবো... জ্যোৎস্না থেকে এক মুঠো জ্যোৎস্না ......
আর বৃষ্টি থেকে দু হাত ভরে জল নিয়ে তোর জন্য রেখে দেবো...
মুঠোফোনে থাকা তোর গানগুলি শুনবো...
খুনসুটিতে মেতে ওঠা ফোনালাপগুলিতে হারিয়ে যাবো...
ফেবু কিংবা ইমো তে থাকা ছবিগুলিতে আলতো করে হাত বুলিয়ে দেবো...
সব মিলিয়ে এই তুই তোর-ই মাঝে আবদ্ধ থাকবো...
০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহালে আহালে কিংবার আকার টা বাচ্চুমণিটা খেয়ে ফেলেছিল ...
২| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন: আকারটা খেয়েছি!!!!!!!!!!!!
কি বলো!!!!!!!!
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তুমি খাইছোওওওও
৩| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
হাসান মাহবুব বলেছেন: এ্ত প্রেমের কবিতা লেখো, কিন্ত তুমি কি প্রেম করো? নাকি অপেক্ষা করে আছো তোমার "ঐ ঐ তুই তুকারি ঢিসুম ঢাসুম" নায়কের জন্যে।
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ... হু অপেক্ষাই আছি অইরকম একটা তুই এর জন্য...... !
৪| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: বাহ !! ভাল্লাগচ্ছে
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭
শায়মা বলেছেন: ফেবু কিংব ইমো তে ছবিগুলিতে আলতো করে হাত বুলিয়ে দেবো...
সব মিলিয়ে এই তুই তোর-ই মাঝে আবদ্ধ থাকবো...
আহালে আহালে ইপ্ষিমনি!!!!!!!!!!!!!!