নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>মা জননী - লাগাতার হরতালের মত বৃষ্টি হচ্ছে... ঘুম ভেঙ্গেছে বৃষ্টির শব্দে... ঘুম থেকে উঠেই বারান্দায় ঢুঁ মেরে গেলাম পানি গরম করতে... কারন জ্বর + ট্যাঙ্কির পানি ঠান্ডা উপায় নাই গরম পানি ছাড়া... এইবার মা জননীর ডায়লগ- যা না ভিজ এখন গরম পানি করতেছিস কেন...? ভিজে ভিজে ছবি তুলে বেড়া... হাহ্!
> ম্যাদুম- পরীক্ষা চলছে স্কুলে, ছুটি নেয়ার উপায় নেই, আজ আবার আমার ক্লাসের ৩টা পরীক্ষা, রেডি হয়ে স্কুলের দিকে যেতেই দেখি ম্যাদুম তার বাসার বারান্দায় দাঁড়ানো ( স্কুল আমার বাসার পাশেই আর ম্যাদুম আমার আন্টি পাশের বাসার) ! ম্যাদুম আমাকে দেখেই বলে কি না- যাও যাও বাসায় যাও গিয়ে বৃষ্টিতে ভিজো, ছবি তুলো, এতক্ষন ফোন দিচ্ছি ফোন ধরনা কেন? স্কুল ছুটি ঘোষণা করছি... হাহ্
> কামলা- আর একজন কামলা! তিনি না কি কাম (কাজ) কইরা সময় পান না তারে কে কইছে সাত সকালে আমার কাছে ফোন করতে? আবার ফোন করে টিটকারী- কি রে বৃষ্টিতে ভিজবি না...? যা ভিজ! আমি অনুমতি দিলাম এরপর জ্বর হলে আমি আদুরে সেবা করবো, কিভাবে জানিস? জুত্তা দিয়া পিটাইয়া... যা ভিজ চাদনীটা আমাল... এরপর খ্যাক খ্যাক কুত্তার মত হাসি... হাহ্
>> আমিও টিটকারীর জবাব দেবো ...হু.........
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা বৃষ্টিতে ভিজলে কি হবে সেই চিন্তা না... বৃষ্টিতে ভিজেই এমন হয়েছে... তাই আবার বৃষ্টি দেখে ভিজছি না দেখে সবাই টিটকারী কইরা মজা নিচ্ছে!
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫১
হতাস৮৮ বলেছেন: ভাই বৃষ্টির মজা তো কেউ বোগে না...সবাই after effect নিয়ে পড়ে থাকে। এতসব চিন্তা করতে গেলে চলে নাকি... ...