নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পাবলিক এত মাথা ব্যাথা কেন রে...... ? এইসব বাদ দেন বুঝলেন?

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৭

> বাপ রে বাপ!!!! শিমু কালো একটা ছেলেকে বিয়ে করছে এই নিয়ে চর্চা করতে করতে কাল থেকে যেন পাব্লিকের মুখে ফেনা উঠে গেছে।। লিখতে লিখতে লিখতে হাতে রক্ত উইঠা গেল রে...! আরে পাব্লিক কে কাকে বিয়ে করলো, কার সাথে প্রেম করলো, সাদা না কালো বিয়ে করলো এই নিয়ে তদের এত মাথা ব্যাথা কেন রে...? পাব্লিক এইটা কেন বোঝে না, জন্ম- মৃত্যু - বিয়ে আল্লাহ’র হাতে! বিয়ের জোড়াও আল্লাহ্‌ তৈরি করে পাঠিয়েছেন ! পাব্লিকের আর দোষ কি? খাওয়া হজম হয় না তাদের এসব নিয়ে চর্চা না করলে! মুশফিক মোটা এক মেয়েকে বিয়ে করলো, পাব্লিকের শুরু হইলো খালাকে বিয়ে করছে!!
> আর এই পাব্লিক শুধু সেলিব্রেটি কেন? এরা নন সেলিব্রেটিদের ও ছাড়ে না! এই দেখুন না-ফেবুতে লিস্টে থাকা, লিস্টের বাইরে থাকা অনেকে চর্চা করে- ঈপ্সিতা বিয়ে করে না কেন? বিয়ে না কইরা সে আছে ক্যামনে ? তার কি সেক্স করতে ইচ্ছে হয় না? হাম্বা কে? কোথায় থাকে? আমি মনে মনে হাসি আর বলি- “ তোরা টিকটিকির ডিম খা বইসা বইসা... আর মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে থাক হাম্বা কে? কেন বিয়ে করি নাই- এই সেই? তোরা কোনদিন ও বুঝবি না- হাম্বা সাইনবোর্ডটা আসলে কি? ( কাহিনী বুঝাইতে ফেবুর কাহিনী আনতে হলো! ব্লগে কি ঘটছে এখনো জানি না)
>> হু যা বলতে চাইছিলাম- ভাই চর্চা করেন- ভালো- মন্দ নিয়ে! সেই ভালো যে ভালো দেখে আরো কিছু ভালো করা যায়, সেই খারাপ যা থেকে বের হওয়া যায়... অন্যায় নিয়ে চর্চা করুন যেন মানুষ সচেতন হয়... এইসব বাদ দেন বুঝলেন?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১১

টুইংকল বলেছেন: হাম্বা কে?
আপনি কি তারে বিয়া করছেন?

আমি টিকটিকির ডিম খাবো না।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাম্বা আমার লেখার কল্পিত নায়ক... ! আর বিয়ে করলে বিয়ে প্রসঙ্গ আসতো কিভাবে? আমি আপনাকে তেলাপোকার ফ্রাই খাওয়াবো !

২| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

প্রামানিক বলেছেন: ঈপ্সিতা বিয়ে করে না কেন? বিয়ে না কইরা সে আছে ক্যামনে ?
এতো প্রশ্ন - -- - - -

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আর ও কত আছে............

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪

সাহসী সন্তান বলেছেন: আমরা বাঙ্গালিতো তাই বদহজমটাও একটু বেশি। আমাদের কাঠি করা অভ্যাস কোন দিনও যাবে না....!!

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই.........।।

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

আলী আকবার লিটন বলেছেন: আপনি অবিবাহিত আজ প্রথম জানলাম..... ভালইত !!

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ......... মন্দ কি?

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

রিকি বলেছেন: আপু মানুষের মাথা খারাপ হতে কি কোন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়োজন হয়?? নেই কাজ, তো একে ওকে এনে খই ভাজ।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই ভাইয়া! কাল থেকে যা দেখছি...... অবশ্য এসব নতুন নয়!

৬| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

সুমন কর বলেছেন: আপনি নিজেও কিন্তু এটা নিয়ে, ছোট একটা পোস্ট দিয়ে দিলেন !!! আর আমি পড়ে গেলাম।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কিন্তু চর্চা করিনি... চর্চার বিষয় নিয়েই বলেছি !

৭| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: জনগণ ঈর্ষান্বিত! একটু পরচর্চা তো করবেই । সিরিয়াসলি নেওয়ার কিছু নেই ।

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঘটনা কতটা সিরিয়াস হয়ে গিয়েছিলো তা ফেবু দেখলেই বোঝা যায়

৮| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

রানার ব্লগ বলেছেন: বেকারত্বের হার যে বেশি তা এই পোস্ট এর মাধ্যে জরিপের কাজ সমাপ্ত হইল

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার নিজের ও যে আকার নেই তা এখানে মন্তব্য করে প্রমান করলেন!

৯| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাঙালীর পরনিন্দা গেল না।

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... এই স্বভাব বুঝি কোন কালেই যাবে না ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.