নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>ছেলে- ওহে ললনা, আমার সাথে চলো না...
>মেয়ে- ওহে লুল, আমাকে ডেকে করেছো ভুল!
> ছেলে- মেয়ে তোমার লম্বা কালো চুল, এই নাও এনেছি তোমার জন্য ফুল!
> মেয়ে- ছেলে তুই আসলেই পাগল... দেখতে একদম রামছাগল!
>ছেলে- মেয়ে তুমি অতি সুন্দরী... চালচলনে কেন তবে এত বান্দরী!
> মেয়ে- ছেলে ভাবছিস বুঝি তোকে আমি বলবো সুন্দর... আসলে তুই একটা বান্দর!
>ছেলে- মেয়ে তোমার চোখের কাজল, করেছে আমায় পাগল...
>মেয়ে- ছেলে ভাবিস না, দেইখা তোর লুলামি... দেবো তোকে সালামী...
>ছেলে- মেয়ে তোমার কপালের কালো টিপ... মনে গড়েছে এক ভালোবাসার দ্বীপ ...
>মেয়ে- ছেলে তোর চোখে সানগ্লাস ... আগে পরিস্কার কর তোর মনের গ্লাস...
> ছেলে- মেয়ে তুমি এমন কেন করো, ভালোবেসে একটু আমায় ধরো...
>মেয়ে- ছেলে তুই লুচ্চামি বন্ধ কর... দূরে গিয়ে টিকটিকির ডিম খেয়ে মর...
>ছেলে- মেয়ে একটু ছায়া দিবা... তুমি কি আমার সব হবা...?
>মেয়ে- ছেলে আয় কাছে আয়, জুতাটা দিয়া তোরে পিটাইতে মুঞ্চায়... !
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি আপনার মন্তব্যটাও মনে হচ্ছে নিম্নমানের! কারন ব্যাখ্যা দেন নি...
২| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ছেলেরা কি এতই হেলার বস্তু? সম্মান করতে শিখুন!
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা নিছক রম্য বিনোদন ! এটা বুঝতে হবে, আর বোঝার জন্য হেড লাইন টা আবার দেখে নিন.........
৩| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩
কাবিল বলেছেন:
বাহ সুন্দর হইছে, তালিয়া তালিয়া।
যার যেটা স্বভাব সেটাই তুলে ধরেছেন, তালিয়া তালিয়া।
মানে বলতে চাচ্ছি, ছেলেটা কত সুন্দর সুন্দর কথা বলছে, এর মধ্যে কোন টিজ নেই।
আর মেয়েটার স্বভাব তো বুঝাই যাচ্ছে।
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তালিয়া আপনাকেও দিলাম, কারন আপ্নিও আপনার স্বভাব তুলে ধরেছেন! উপরের হেড লাইন পড়লেই বোঝা যায় এটা রম্য রচনা, লিখাই আছে তা... এরপর মন্তব্যটা রম্য আকারে দিতে হয় এটাও জানা নেই আপনার!
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫
রানার ব্লগ বলেছেন: নিম্ন মানের অতি নিম্ন মানের