![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝলি রে চান্দু...
সব কিছু সয়ে গেছে তা আমি বলবো না...
তোকে ঘিরে থাকা শুন্যতা ... চারপাশ জুড়ে তুই তুই হাহাকার...
সব সয়ে গেছে - মোটেও নয় রে... মোটেও না...
ভালোলাগাগুলি ধ্বংস হয়ে গেছে ... আমি ভেঙে ভেঙে শেষ হয়ে গেছি... উহু না...
ভালোবাসা ভেঙে চুরমার হয়েছে ... তাও না... সব কিছু সয়ে গেছি ... একটুও না...।
শুধু তুই যখন আগের মতই “হারামী” বলে ডাকিস... তা কেমন যেন তেতো লাগে...
ঢং করে কিংবা ডায়লগ মেরে মায়া আর টান দেখাস... সেটা নিষিদ্ধ লাগে...
যখন বুঝতে পারি ভালোবাসা অবশিষ্ট আছে এখনো... তা যেন কেমন অদ্ভুদ লাগে...
কথার মাঝে কামনার আশংকা বড্ড বেশি... তোলপাড় করে...
শুনছিস রে পাগলা...
তুই আমি আমরা কি আটকে গেছি... তবে...?
ছুপা প্রেম নামক ডিব্বাটাতে শক্ত বাঁধনে বুঝি তলিয়ে গেছি... !
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ +! ভালো থাকবেন ভাইয়া!
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯
হাসান মাহবুব বলেছেন: +