![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>কি রে তুই হঠাৎ এত রাতে... ফোন দিলি...?
>কেন অন্য কারো ফোন আশা করছিলি না কি...?
>শালা হারামী! যা ভাগ! ঘুম পাচ্ছে আমার! ঘমাবো! ঘ্ররর ঘ্রররর
>খবরদার বলছি ফোন রাখবি না! আমার চুড়ি এনে দে! আর কুলফি!
> ইসস এত রাতে চুড়ি আর কুলফি? দোকান সব বন্ধ জানিস না গাধী?
>শোন আমি জানি না! এই এত রাতেই তোকে চুড়ি আর কুলফি এনে দিতে হবে...হবে হবে... রাখলাম...টুট টুট...
## ফোনটা রেখে চাদনী হাসতে থাকে জানে... চান্দু বেচারা এতক্ষনে শেষ... চান্দু ও জানে মেয়েটার এই আব্দারে কি বাচ্চামিপনা আছে যা সে খুব পছন্দ করে, এটাও জানে চাদনী তার চাদনী কতটা জেদী...! তার মাঝরাতের এই বায়না পূরণ না করলে তার খবর আছে, চাদনীর সাথে এই আদুরে বায়না আর আহ্লাদী খুনসুটিতে তার রাত কেটে যায়... এভাবেই প্রতি রাত... নিঃসঙ্গ দুপুর লুকোচুরিতে কাটে... ওদিকে সময়ের এক একটা সেকেন্ড এর হিসেব করছে চাদনী! এখনো চান্দুর কোন খবর নেই! সত্যি সত্যি না এনে দিলেও কল্পনা কল্পনা খেলায় তো আনবে! হুট করেই একটা মেসেজ- চাদনী ও চাদনী... ?
>ইয়া ঢিশুম ঢিসুম কুত্তা বলেই চান্দুকে কিল ঘুষির ইমো আর মাইর দিতে লাগলো চাদনী... ফিরতি মেসেজে ... আবার লিখলো-
>অই কুত্তা হুট করে মেসেজের টোনে চমকে গেছি না আমি! থু থু...
>খিক খিক কই থু থু দিলি রে ? বুকে? আয় আমি দিয়ে দেই...
>জুতা চিনিস বিলুই? এত্ত দেরী করলি কেন? যা ভাগ আড়ি আড়ি আড়ি... কাল যাবো তোর বাড়ী... হিহিহি খুক খুক...
>মাইলি বলছি ... সরি সরি... এই দেখ কান ধরছি...
>অসবে হবে না চান্দু জান! কান ধরার পিক দে...
>ওকে তাহলে থাক! আর মেসেজ দিয়া তোরে জালামু না... বাই
> যা দেখি তোর কত্ত সাহস দেখি আমি? টিকটিকি শয়তান আমার রাগ ভাঙ্গাবে কে... শুনি?
> যা হারামী নটাঙ্গী তোর রাগ ভাঙ্গাতে আমার বয়েই গেছে... নটাঙ্গী...
> বিলুইইইইই অই তোর চুড়ি তুই নে... তুই পড়... তোর কুলফি তুই খা ... হারামী কুত্তা বিলুই তেলাপোকা টিকটিকি... কাউয়া... হাম্বাআআ ব্যা ব্যা... বলতে বলতে চাদনী মেসেজ পাঠালো... তারপর চুপচাপ বসে বসে কাঁদতে লাগলো ... ওদিকে চান্দু বেচারা ভ্যাবাচ্যাকা খেয়ে এক্রাশ হাহাকারে বুকের ভেতরের মোচড়ানো টের পেল... সাথে সাথেই ফোন করলো-- ফোন ধরেই আহ্লাদী কান্নাভেজা কন্ঠে চাদনী বলে উঠে- খবরদার ফোন দিবি না আমায় কুত্তা...
> অই অই তোরে ফোন ফোন দিমু না তো কি পাশের বাসার সেলিনা রে ফোন দিমু হু...? বুকে আয় পাগলীটা ...
>আসবো না যা ভাগ... আর পাশের বাসার সেলিনাটা কে বিলুই?
>ওকে আসিস না... যাই পাশের বাসার সেলিনা রেই বুকে নেই... ট টা
>গিয়ে দেখ... নিয়ে দেখ তোর অইসব সেলিনা মেলিনা গেলিনা রে বুকে নিয়েই দেখ না-- তোর বুকে পেট্রোল বোমা মাইরা জ্বালাই দিমু... কুত্ততা... বুকে নে আমায়... মেসেজ পাঠায় চাদনী... আবার লিখে তোরে না বলছি- এইসব সেলিনা মেলিনা গেলিনাদের পাল্লাই পড়বি না...
> পড়বো পড়বো পড়বো... তুই না আসলেই পড়বো...
>এইবার আরো বেশী ঘোরলাগা কান্নাভেজা কন্ঠে বলে- কেন আমি বুঝি খুব খারাপ? তোকে কি খুব জ্বালাই না কি...?
> আজিব তো? এত্ত সব আউল-ফাউল বকিস কেন নটাঙ্গী? আর বাচ্চাদের মত করে কাঁদিস কেন...? আয় বুকে আয়...
> তুই আমাকে বুঝিস না কেন...? তুই বুঝিস না বলেই তো কাঁদি
> উহু কাঁদবি না! এই দেখ, আমি তোকে বাচ্চাদের মত করে বুকে নিয়ে তোর চোখের পানি মুছে দিচ্ছি,তোর চুলে বিলি কেটে দিচ্ছি... এখন বাচ্চামীপনা বন্ধ কর নটাঙ্গী! পাগলী কার জন্য এত কাঁদিস হু...? বল তো তোর ড্রিমবয় কে...?
> কুত্তআ কুত্তা... জানিস না বুঝি... এই দেখ তোর শার্টের বুক পকেটের কাছে খামচে ধরেছি আমি... তোর বুকের সাথে লেপ্টে যাচ্ছি... টের পাচ্ছিস এখন কে আমার ড্রিমবয়...? লিখতে লিখতে চাদনীর নাক ঘামতে শুরু করেছে... ঠোঁট কামড়ে ধরেছে... কান জ্বালা করছে... শিরশিরে একটা অনুভবে... কেমন যেন লাগছে... গাল দুটো থেকে আগুন বের হচ্ছে...
সাথে সাথেই রিপ্লাই... আসে...
>উম্মম্মম্ম দেখ আমি তোকে আমার বুকের সাথে চেপে ধরেছি, আলতো করে তোর কোমরে হাত রেখে তোএক জাপ্টে ধরেছি... ভালোবাসি ভালোবাসি ড্রিমগার্ল... পাগ্লীটা আমার...
> খুক খুক আমি পাগলী! তাইলে কি তুই... এই পাগ্লীটার ড্রিমবয় হু...?
>হু হু... চুপ কর কথা বলিস না আর... আমাকে অনুভব করতে দে- তুই আমার... ভালোবাসি ভালোবাসি ...।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি শুরু করে দিন... মিউজিক প্লিয হিহিহি
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১
নিউ মার্কেট বলেছেন: বাতো কো তেরি হাম ভুলা না শাকে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শাকে না সাকে... খুক খুক... হিহিহি
৩| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪০
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: হায়রে অনুভব!!
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন কেন?
৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০
অপু নীল বলেছেন: কপালে সত্যিই দুর্গতি আছে ।
৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: অনুভব করার কথা পড়ে অনুভব করতে ইচ্ছে করছিল তাই।।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
নিউ মার্কেট বলেছেন: সব আছে, ব্যাকগ্রউন্ড মিউজিকটাই নাই খালি।
