![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> ফিরতি হাজীদের অন্তহীন বিড়ম্বনা...
>নতুন কিছু না... প্রতি বছর হজ্বে যেতে মানুষ বিড়ম্বনায় পড়ে শয়তান কিছু এজেন্সীর কারনে, কিছু মোয়াল্লেমদের কারনে আর বাংলাদেশ বিমান তো নামকরা আর আমাদের বিমানবন্দরের ব্যাবস্থাপনা তো আহা... !
>এরপর হজ্ব শেষে ফিরতি হাজীদের বিড়ম্বনা... ফ্লাইট লেট তো মোয়াল্লেম নেই, এরপর হাজী আসে তো লাগেজ আসে না... আসলেও বিমানবন্দরের চোরেরা সব আটকিয়ে রাখে... (চোখ রাখুন আজকের ইত্তেফাকের প্রথম পেজে)
>>সত্যি অবাক করার মত এদেশের মানুষের আচার-আচরন... আর কাজ কর্ম!! নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলো এই একটা পাওনা আর ভালো কাজ ছাড়া এদেশের মানুষের ঝুলিতে আর কোন ভালো কর্ম নেই... !! সব ধরনের দুর্নীতিতে আর কু-কর্মে এদেশ আর এদেশের মানুষেরা দিন দিন এগিয়ে যাচ্ছে...
>>> বলতে পারেন কেউ? একটা সু-কর্মের কথা যা নিয়ে গর্ব করা যায়...?
২| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪
ডার্ক ম্যান বলেছেন: অনেক কিছু নিয়ে গর্ব করা যায়। গার্মেন্ট শিল্প, বৈশ্বিক মন্দা সত্বেও প্রবৃদ্ধির ধারাবাহিকতা, ক্রিকেটে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, শান্তিতে নোবেল, এমডিজি ইত্যাদি। তার চেয়ে বড় কথা আজ নোবেল পেতে পারেন একজন বাংলাদেশী।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬
কাবিল বলেছেন: কু-কর্ম গুলো তুলে ধরছেন
এটাও তো একটা সু-কর্মের কথা।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬
আহলান বলেছেন: বর্তমানে হজ্জ্ব নিয়ে যে ব্যবসা শুরু হয়েছে, এসব হলো তার ফল। ১০ জন হজ্জ্ব যাত্রী যোগাড় করতে পারলে নিজে ফ্রী হজ্জ্বে যাওয়া যায় ..... সুতরাং নিজে হজ্জ্ব এর আরকান আহকাম বুঝি আর না বুঝি ভুজং ভাজং দিয়ে নিজের দলে লোক ভেড়াতে পারলেই হলো .... সুতরাং যা হবার তা-ই হচ্ছে .....
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
তানভীরএফওয়ান বলেছেন: Bangladesh Cricket Team (except Ashraful)