![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অই হারামী ......
ঝগড়া হলে চুপচাপ আমার বকাগুলি শুনতে পারবি...?
অভিমান ভাঙ্গাতে কান ধরে উঠ বস করতে পারবি...?
মাঝে মাঝে ক্ষ্যাপাটে পাগ্লার মত আবোল তাবোল বলে আমাকে হাসিয়ে দিবি...?
মাঝ রাতে বুকের সাথে লেপ্টে বাচ্চাদের মত করে ঘুম পাড়িয়ে দিবি...?
অক্টোপাসের মত জড়িয়ে আগলে রাখতে পারবি...?
নির্মল শুদ্ধ ভালোবাসার মরণ দিতে পারবি...?
পাগলের মত এত্তগুলা ভালোবেসে ফেলবি ...
দূর হয়ে যা এমন ডায়লগ শুনলেই মুষ মুষ হয়ে কোলে এসে মাথা রাখবি...?
৪০ টাকার এক ডজন কাঁচের চুড়ি আর
এক জোড়া পায়েলের আহ্লাদী আবদার পূরণ করতে পারবি...?
৫ টাকার একটা কুলফি খাওয়াতে পারবি...?
তোর সব শাঁকচুন্নি আর কটকটিদের লাত্থি মেরে উড়িয়ে দিতে পারবি...?
ঝুম বৃষ্টিতে আমার দু’চোখে ডুব দিতে পারবি...?
চাঁদনী রাতে পঁচা গানে মাতাল করবি...?
>>আর আর কি... ভুলে গেছি রে... থাক আপাতত এতটুকু হলেই চলবে... !
বল পারবি...হু...? না পারলে দূরে গিয়ে ঘাস আর লতাপাতা দিয়ে টিকটিকি তেলাপোকার সাথে মুড়ি মিশিয়ে কড়মড় করে খাআআআআ......।।
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নে পারলে তো হইবো না ভাই... খুক খুক... লেখার কল্পিত নায়কের পারতে হপ্পে...খুক খুক...
২| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫
মানুষ বলেছেন: ঘুড়াড্ডিম
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ডিমটা তেলাপুকা দিয়া ভাজি কইরা খান... খুক খুক...
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭
শূণ্য মাত্রিক বলেছেন: বামপন্থী টাইপের ভালোবাসা আর কি! !! ভালো লাগে আপনার এই হুড়মুড় করে বলে যাওয়া লেখা গুলো।এগুলো থামিয়েন না যেন !!!
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা আমার যে লুতুপুতু লেখা ভালো লাগে না... স্বৈরাচারী হতে ইচ্ছে করি তাই লেখাতে সেসব কথাই হুড়মুড় করে এসে যায়... ! অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন।। হু দেখি কতদিন লেখা যায়...
৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩
দরবেশমুসাফির বলেছেন: আপনার বিবাহের বয়স হয়েছে। দ্রুত বিবাহ করেন।
ছোট ভাই হিসেবে বললাম কিছু মনে কইরেন না। ( তবে কথা কিন্তু সত্যি)
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই লেখার সাথে বিয়ার কি সম্পর্ক একটু বলবেন কি ইঁচড়ে পাকা ভাই? (কথা কিন্তু এটাও সত্য )
৫| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬
অপু নীল বলেছেন: বেচারার বোধহয় না পারার উপায় নেই । এমন আব্দার যে করে সে তো জোর করে হলেও সব আদায় করেই ছাড়বে মনে হয় ।
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক্কক্কক্কক হু লেখার নায়িকা তার আবদার আদায় করেই ছাড়বে... নইলে নায়কের নিস্তার নাই...! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯
ভবোঘুরে বাউল বলেছেন: হুম! পারব রে বুড়ি!