|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>শুধু ঢাকা শহর কেন মফঃস্বল শহরের রাস্তা জুড়ে কিংবা হাইওয়ে তে প্রায় দেখা যায়... এক মোটরসাইকেলে পরিবারের ৩/৪/৫ জন উঠে দূরে কোথাও যাচ্ছে...  এরকম পথ চলতে গিয়ে নিজদের কারনেই এরা কেউ কেউ রাস্তায় পড়ে মরে... কাউকে কাউকে দেখা যায়, নিজে সাথে বউ/ বাচ্চা আর পেছনে ইয়া বড় এক বা দুইটা ব্যাগের বোঁচকা ... এরাও কেউ কেউ রাস্তায় পড়ে মরে... নিজেদের কারনেই... আমি বলি কি বাপু-- দূরের রাস্তায় কিংবা হাইওয়েতে কিংবা ব্যস্ত রাস্তায় এত্তগুলা মানুষ এক মোটরসাইকেলে করে যাওয়ার কি দরকার...?
> আজকালকার ইয়ো ইয়ো পোলাপাইন একটা বাইকে ৩/৪ জন উঠে প্লেনের মত সাঁই সাঁই করে এমন ভাবে রাস্তায় কিংবা হাইওয়েতে বাইক চালায় যে দেখলেই ভয় লাগে আর এরাও নিজেদের কারনে রাস্তায় পড়ে মরে... 
>রাস্তায় ওভারব্রিজ থাকা সত্ত্বেও এরা রাস্তা পার হবে সিগন্যাল না মেনে... কেউ কেউ কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে লাফিয়ে যাবে আর পড়ে মরবে... 
> সিগন্যাল পড়া সত্ত্বেও কেউ কেউ সেই সিগন্যাল না মেনে ঝট করে বাইক কিংবা রিকশা কিংবা গাড়ি নিয়ে দেবে দৌড় ... আরে একটু অপেক্ষার থেকে দৌড়ে এভাবে পড়ে মরা অনেক ভালো না কি রে...? 
> বিশেষ করে ট্রেনের সিগন্যাল পড়লে... রাস্তা আটকানোর গম্বুজ পড়ার আগেই শুধু ঢাকা কেন মফঃস্বল শহরে যে হুড়োহুড়ি দেখি আর মৃত্যু কিংবা আহত- তাতে করে মনে হয়... তোরা এভাবেই পড়ে মর...
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৬ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:২৭
১৬ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই মরা উচিত এদের!
২|  ১১ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:১৩
১১ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:১৩
আজিজার বলেছেন: তোরা সব এভাবেই পড়ে মর... !!
  ১৬ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:২৭
১৬ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই মরা উচিত এদের!
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৪:১৩
১১ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৪:১৩
মাঘের নীল আকাশ বলেছেন: সব এভাবেই মরুক!