![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক তো হাজির/ পাজির বিরানী খেয়েছেন এই হলো ঈপ্সীয় বিরানী...
দুধে ভেজানো ডিমের কোরমা... (পটুয়াখালী/ বরিশালে ছিলাম এটা সেখান থেকে শেখা)
কাবাব...
কই ভুনা...
গরু...
ইলিশ পিঁয়াজি সাথে কাবাব...
আলু দিয়ে খাসি...
মুরগির ঝোল...
জর্দা ...
সালদ/ কামরাঙা / কাবাব...
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দুটো পাখনা লাগিয়ে চলে আসুন দিনাজপুরে ভাই !
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
বাউন্টি হান্টার বলেছেন: কৈ ভূনা আর মুরগীর ঝোল একেবারে নষ্ট করে ফেলেছেন। খাওয়া যাবে না।
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক তাই না কি কেম্নে বুঝলেন ভাই... খুক খুক... ?
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
ঢাকাবাসী বলেছেন: খাবার গুলো খুব সুন্দর দেখতে, সার্ভ করাটা আরো সুন্দর এখন খেতে পারলে বুঝতুম আসলে জিনিসটা কেমন! তবু ধন্যবাদ জিভে পানি আনানোর জন্য।
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহ দিনাজপুর আসুন সব গুলোর টেস্ট করিয়ে দেবো আবার !
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
পাহাড়ের কান্না বলেছেন: এইডা কিছু হইলো। আজকা কতদিন পরে ব্লগে ঢুকছি তার মধ্যে মাত্র অফিস থিকা আসলাম। এক পেট ক্ষুধার মধ্যে আপ্নে এইডা কোনো কাম কর্লেন??
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসস রে রে কে জানে ভাইটা অফিস থেকে এসেই এমন কিছু দেখে ফেলে কেঁদে ফেলবে--- ভাবী কই?
৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
shabbir077 বলেছেন: আমি এইসব খায় না।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা তাহলে ঘুমান!
৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
ফিরোজ সাহেব বলেছেন: লোভ দিলাম
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা আমি সবাইকে বলেছি একটু ফেলে দিয়ে খেতে
৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
সত্যবাদীর সাতকাহন বলেছেন: আপনাদের পেটে অসুখ হবার সমুহ সম্ভাবনা আছে। আমি তাকিয়ে আছি "কত দিন খাইনা" অর্থাৎ ভুখা দৃষ্টিতে - নজর লাগলে পানি পড়া জোগাড় করবেন কিভাবে?
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা আমি পানিপড়া মানে দোয়া দরুদ পারি তো ...
৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫
সাফকাত আজিজ বলেছেন: এই ধরনের ছবি ব্লগ কেন যে পোস্ট করেন??????!!!!!!!!!!!!!!
ছবি ব্লগ পোস্ট না করে আমার ঠিকানায় খাবার গুলো পোস্ট করে দিলে খুশি হতাম ! "লোভনীয় পোস্ট" !
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহ তার থেকে আপনি দিনাজপুর চলে আসুন...
৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: এ তো দেখছি এলাহি কান্ড!
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা পার্টিতে খানাপিনা এমন-ই হয়!
১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১
সাইফুর রহমান পায়েল বলেছেন: "লোভনীয় পোস্ট" সহ ব্লগারদের দাওয়াত দিয়েন একদিন।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইদের দাওয়াত দিতে হয় না কি...? দিনাজপুর আসলেই আসবেন !
১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
হানিফঢাকা বলেছেন: খালি ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হবে? কপালে জোটার সম্ভাবনা আছে কি?
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই আছে ভাই! দিনাজপুর আসলে জানাবেন!
১২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১
সুমন কর বলেছেন: এতো !!!
দুধে ডিম !! এই প্রথম দেখলাম।
কৈ এতো লাল কেন ?
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ পার্টিতে তো একটু এরকম হয় ই-! হু এটা পটুয়াখালী এন বরিশালে করে! এমন কি আমড়া দিয়েও করে! তেল মশ্লা বেশি পড়ছে তাই আর ক্যামেরার কারসাজি!
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০১
আমিনুর রহমান বলেছেন:
আমি রিচ ফুড একদম পছন্দ করি না
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা আমিও খাই না ভাই! তবে আপনার জন্য তেলাপোকার ফ্রাই বেস্ট!
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৬
আমি মিন্টু বলেছেন: ওহ কালকে যদি জানতাম আপনি দিনাজ পুরে বসে এই আয়োজন করছে্ন তাহলে কাজে লাগতো ।
কাল আমি বীরগঞ্জ ছিলাম ।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহারে! মিস করলেন তো !
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২
পড়শী বলেছেন: এরকম নেট থেকে ছবি নিয়ে নিয়ে আমিও দেখাতে পারি।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বোকার মত কথা বললেন পড়শী! নেটের ছবি আর অরজিনাল ছবি চিনতে এখনো শিখেন নি! ছবিগুলো ভালো করে দেখলেই বুঝবেন নেটের না কি ঘরের!
১৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯
ব্লগ সার্চম্যান বলেছেন: খুব ভালো আয়োজন ।
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআহ হু
১৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
লাজুক ছেলে...... বলেছেন: কামডা কইলাম ঠিক করেন নাই ভাই... । আমার এমনেই খাদক স্বভাব,তার উপরে এই সব খাওনের ছবি ! জিহবাই জলের বান শুরু হইছে । আপনারে ছাড়ন নাই...... আইনের বই ঘাটাঘাটি চলতেছে.. আপনার নামে লোভ দ্যাখানির মামলা হোবে.......
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা মামলা করলে আমি খাবার দাবার দিয়ে আরো হামলা করবো
১৮| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: কই ভুনার ভিতর শুকনা মরিচের গুড়া বেশি পড়েছে তা না হলে এত লাল হলো কেন?
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা না দাদা এটা এডিট করেছি আমি!
১৯| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
জসিম বলেছেন:
দিনাজপুরে যাবার সরাসরি ফ্লাইট ধরতে ধরতে অনেক দিন লাগবে. তার চেয়ে আপাতত দেখে দেখেই তৃপ্তি নেয়া ছাড়া উপায় নাই. যদিও সমস্যা হলো- এমন লোভনীয় খাবার দেখে দেখে আফসোসই বাড়ে.
আপনার জন্য শুভকামনা.
ভালো থাকুন.
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা আচ্ছা সময় করে আসুন...না... তখন...
২০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২০
ভ্রমরের ডানা বলেছেন: ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে। ভারতীয় একটা গানের কলি মনে পড়ে গেল।
আহাঃ কত সুস্বাদু খাবার।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসস গান টা পুরো বললে ভালো হত!
২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রবাসে আছি অনেকদিন। ইচ্ছে হলেই হোটেলে ঢুঁ দিয়ে অনেক কিছু খেতে পারি কিন্তু বাসায় রান্না করা খাবারের সেই মজাটা পাইনা। আপনার তুলে দেয়া ছবিগুলো দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
জসিম বলেছেন: ইশশিরে..এত্ত এত্ত খানাপিনা
. কি যে করি 