নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সাত মিশালীর দোকান দেবো রে পাগলা... (আপনারা খান ঝাল মুড়ি আমরা খাই সাত মিশালী )

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫


সাত মিশালীর দোকান দেবো রে পাগলা...
আমি সাত মিশালী বানাবো আর তুই বিক্রি করবি...
অভাব থাকবে না আর তোর...


>সাত মিশালীর রেসিপি...
>> আপনারা খান ঝালমুড়ি আর আমাদের দিনাজপুর/ রংপুরে বিক্রি হয় সাতমিশালী! যা কি না সাত রকম আইটেম দিয়ে বানানো হয়- মুড়ি/ ছোলা (রান্না করা)/ কাঁচা ছোলা/ চানাচুর/ চিড়া ভাজা/ পাঁপড় ভাজা/ কাঁচা মরিচ কুঁচি / পেঁয়াজ কুঁচি / সরিষার তেল বা যেকোন আচারের তেল...
>>এবার সব উপকরণ অল্প অল্প করে মিক্সড করে বানিয়ে ফেলুন মজাদার সাত মিশালী... আর খেয়ে বলে ফেলুন- ধুর এতদিন এইসব ঝাল মুড়ি খাইছি কেন...?
>>> আর হ্যাঁ ইহা কিন্তু আমি কিনে আনি নাই... বাসায় নিজেই বানিয়েছি হু...
“খেয়ে ফেলুন সাত মিশালী
ঝট ফট করে ফেলুন তার সাথে মিতালী...”
উপরের ছবিগুলির সাত মিশালী আমার বানানো- নীচের গুলি দোকানে কিভাবে বানায়!


মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

হামিদ আহসান বলেছেন: বাহ ....খাইতে মুঞ্চাইতাছে ..

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আমি রেসিপি দিলাম তো ভাই! বাসায় একদিন বানিয়ে খাবেন ... খুব মজাদার!

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল আপনার সাত মিশালি

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদের জন্য একটু কি হবে?






১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই ভাই! আর হ্যাঁ রেসিপি দেখে একদিন বানিয়ে খাবেন ...।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

শূণ্য মাত্রিক বলেছেন: সাত কি ধ্রুব ? মানে সাতের কম বা ইক্টু বেশি হইতে পারে না ? :D

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ জানি না তো! তবে সাত দিয়েই বানায় তাই নাম সাত মিশালী!

৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১

ভিটামিন সি বলেছেন: মুই খামু। আমারে দিব রে .... এ এ এ। দেয় না রে....

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেবো তো! পুতলী ভাবীকে নিয়ে চলে আসেন... আমি নিজে বানিয়ে খাওয়াবো

৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

নাবিক সিনবাদ বলেছেন: ;) খামু

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খেয়ে নিন...।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

এস কাজী বলেছেন: উফফ জিবে জল আসলো। কি করি এখন! :(

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বানিয়ে খেয়ে নিন ভাই...

৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনার সাথে ভাব করতে হবে তাহলে অনেক কিছু খাওয়া যাবে =p~

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ভাই বোনে আবার নতুন করে ভাব কিসের? চলে আসুন দিনাজপুর খাওয়াবো

৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

লাজুক ছেলে...... বলেছেন: ওরে......পাগলী .... কি দেখালি...কি দেখালি....... জিভেই এলো বান........ আন আনা আন আমার কাছে আন... এক নিমিষেই
করব সাবাড়।

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহাহা কবতে তো ভালো হয়েছে ভাই! আপনাকে দোকানের সাথে নিজে ও বানিয়ে খাওয়াবো

১০| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অবিলম্বে সাতমিশালীর দাওয়াত দেন... রেসিপি আর ছবি দেখে জিভে জল এলো :)

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইদের দাওয়াত দিতে হয় না কি? চলে আসুন ভাই খাওয়াবো !

১১| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: খেতে হবে !!! দাওয়াত দিবেন না.......... /:)

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ দাওয়াত তো দিয়েই রেখেছি ভাই! চলে আসুন!

১২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: সেইদিন দিনাজপুর রেল স্টেশনে বসে খেয়েছি। ভালই লাগে। ধন্যবাদ

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু। ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.