নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফ্রাই আর ভাঁজা পোড়ার জগতে স্বাগতম ......

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

এটা আলুর ফ্রেঞ্চ ফ্রাই।।- যেভাবে চাইনিজে ফ্রেঞ্চ স্টিক খান আমি একটু অন্নভাবে সেগুলো বানিয়েছি! প্রথমে আলু স্লাইস করে কেটে সেদ্ধ করেছি এরপর বেসনে চালের গুড়ি লবন/ শুকনো মরিচ গুঁড়ো / হলুদ/ বেকিং পাউডার মিশিয়ে, তাতে ডুবিয়ে ডুবো তেলে ভেঁজেছি ! দারুন টেস্টি এটা--

মিষ্টি কুমড়ো ফ্রাই...

পটল ফ্রাই...

পুঁই শাক পাতার ফ্রাই...

মরিচ ফ্রাই...

এরপর কুমড়ো ফ্রাই... চিড়া ভাঁজা ... চাল/বুট ভাঁজা ... পুচকি পুচকি লুচি..পাঁপড় ভাজা ... আলুর পাঁপড় ভাঁজা ...









মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আমি আসছি পুঁইশাকের ফ্রাইটা দিয়েন তো... :-B

মরিচ ফ্রাই...ঘাড়ে কি ভূত উঠেছে? মানুষ মারার ফন্দি আটছেন মনে হচ্ছে :-&

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহাহ না রে ভাই... আসলে আমার রান্না করতে ভালো লাগে... আর আমার বাপির ৪ ভাইয়েরা সহ আমরা সবাই পাশাপাশি থাকি... অনেক কাজিন আমার, তাই কিছু করলে বেশি করে করতে হয় এন মজা করে সবাইকে দিয়ে খাই।।! হু দেবো... যা যা খাবেন তাই দেবো!

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

স্বপ্ন বাংলা বলেছেন: খাবো :(

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেবো তো ভাই!

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কাবিল বলেছেন: এইবার বুঝি সেকলো, রেনিটিড বেচার ধুম পড়ে যায়।
দ্বিতীয় লাইক।

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ২য় লাইকে সবগুলোই খেতে দিলুম.........

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কাবিল বলেছেন: মরিচ ফ্রাই খাবো।

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা সব খেয়ে ফেলুন... কিন্তু উহ আহ করা যাবে না... কারন আমি মরিচের বিচি ফেলে কিন্তু ফ্রাই করিনি!

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


কুখাদ্য

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই তাহলে আপনি দূরে থাকুন...

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: একি ! সব ফ্রাই করে ফেলেছেন !! দেখেই শান্তি পেতে হলো !!!

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা সব ফ্রাই না কিছু ভাঁজাও আছে...

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: !:#P

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে ভাই?

৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০২

এরিক ফ্লেমিং বলেছেন: লাল রংয়ের ডাল গুলো কি ফ্রাই?

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহহা ওগুলো তুই পুঁই শাকের ডাঁটা -- সাজিয়েছি!

৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯

এরিক ফ্লেমিং বলেছেন: লাল রংয়ের ডাল গুলো কি ফ্রাই?

১০| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,



এ জাতীয় তেলে ভাজা খুব পছন্দের ।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমারো পছন্দের ছিলো--- কিন্তু আহা গ্যাস্ট্রিক... খুব কম খাই কিন্তু রান্না করি...

১১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

জুন বলেছেন: ওয়েট একটা নিউটেক খেয়ে আসি :)

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহিহি আপু আপনি দেখি আমার মত... ...

১২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

এস কাজী বলেছেন: জুন বলেছেন: ওয়েট একটা নিউটেক খেয়ে আসি।

হাহাহাহা জুন আপু। আমাদের চিটাগাং এ এরকম একটা জোকস আছে যে পাশের বাড়িতে মেজবান। তাই বলছে "তিয়া উগ্গা গেস্টিকুর ওষুধ নিউটেক হাই আই (ওয়েট, একটা গ্যাস্ট্রিকের ওষুধ নিউটেক খেয়ে আসি) =p~

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহিহি চিটগাইয়া কথা কি জটিল রে বাবা...

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

এস কাজী বলেছেন: চিটগাইয়া না :(

চাটঁগাইয়া হবে শব্দটি।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআহ একটু দুষ্টুমি করলুম... আমার যে এক দুষ্টু বন্ধু আছে তাকে চিটগাইয়া বলি--- খুক খুক

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

রক্তিম দিগন্ত বলেছেন: খাবারের ছবি দেখলে পেটে মোচড় দেয়। ক্ষুধা বাড়ে।
দেখতে লোভনীয় কিন্তু খেলেই পড়তে হবে বিপদে।

কি আর করা!
ছবি দেখেই পেট ঠান্ডা রাখি।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খাওয়ার আগে নিউটেক এরপর সেভেন-আপ... হিহিহিহি

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: যেই ভাজাপোড়া নিউটেকে কাজ করবে না।
কাজ করলে গ্যাস্ট্রিকের হাত থেকে বাঁচা যাবে।

কিন্তু ব্লাড প্রেসার কে দেখবে! ঐটাই ভাজা ভাজা হয়ে যাবে।

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাহ এত ভাবলে চল্বো না কি...।?

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: সব সুস্বাদু খাদ্যের সমাহার মনে হয়,ফ্রাই সমগ্র।নিছক দেখেই শান্তি।এভাবে দেখিয়ে আমাদের মতো ব্যাচেলরদের অত্যাচার।আমি আসতেছি ফ্রাইটা দিয়েন, না হয় এবারও কান্দুম!!!

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহাহহা চলে আসুন... সব ই দেবো ভাই...।

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জুনাপুনি গ্যাস্টিকেতে
খাবেন নিউটেক;
আমি বাপু রেবটি খেয়েই
লোল ফেলছি গড সেক।

তুমি আপু বড় পাজি
রাজ্যের পুড়ো ভাজা;
ছবি পোষ্ট করে দাও
কেনো অবেলায় সাজা।

ফ্রেঞ্চ ফ্রাই,পুঁই ফ্রাই
চিড়ে, বুট, পাঁপড়;
জীভ চেটে লোল ফেলি
লোভে কাঁমড়াই কাপড়।

ছবি দিয়ে লোভে ফেলা
এর কোনো হয় মানে?
রেঁধে বলবে এসো খেতে
কবে শুনবো আল্লাহই জানে!!!

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সব সময় তো বলছি আমি...
চলে আসুন আপনি/ তুমি...
খেতে দেবো নিজে রেঁধে ...
যাওয়ার সময় দেবো বেধে...
আর কি চাই বলেন...?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.