![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>অই শুনছিস রে পাগলাটা, আজকের জ্যোৎস্না আলোর বৃষ্টিতে ….
আমি ছাদে পাশাপাশি তোর আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হাঁটবো না...
ছাদ থেকে লাফ দেবো না... বলবো না সেদিনের মত একথা ----
( পাপ হবে কি...?
একজনের কাছে খুন হতে ইছে হচ্ছে...
এমন ভয়ংকর সুন্দর চাঁদনী রাতে মরে যেতে ইচ্ছে করে রে...
উড়ে যেতে ইচ্ছে করে...
ছাদ থেকে লাফ দিতে ইচ্ছে করে...
যদি বলি- এমন জ্যোৎস্নায় আমার মরে যেতে ইচ্ছে করছে...
পাপ হবে কি...?
যদি বলি তোকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে...
পাপ হবে কি?
( ছাদে আয় পাগলাটা ...... ) ) ) ) উহু না...
রাস্তা ধরে হেঁটে চলবো না... বলবো না আজ শহর জুড়ে নামুক লোডশেডিং ...
আজ ঝম ঝম নূপুরের ছন্দ তুলে তোকে সাথে নিয়ে
তোদের পুকুরের পাড়ে পা ডুবিয়ে বসে থাকবো... জলকেলি করবো...
তুই যেই পঁচা গান গাওয়া শুরু করবি...
ওমনি তোর দেয়া, হাতে পড়া চুড়িতে রিনিকঝিনিক শব্দ তুলে
শুধু এক ধাক্কায় তোকে পুকুরে ফেলে দেবো...
এরপর দৌড়ে পালাবো...খুক খুক...মিউউউউ
(যাদের পুকুর আছে আর যে পুকুরের মাছ পাঠাবে, জাল ফেলার ছবি দিবে বলে মিথ্যে কথা বলেছে তাকে আজ জ্যোৎস্না আলোয় তাদের-ই পুকুরে চুবিয়ে মারবো )
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহাহা হু তাই...
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫
এস কাজী বলেছেন: এগুলা করতে জায়েন না। কুব ফাফ হবে এই আমি বলে দিলাম যে । অ ।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একটু ফাফ করলে কিছু হবে না ভাই... খুক খুক...।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮
তারছেড়া লিমন বলেছেন: কোন এক সময় কাউকে ঠিক এমনি ভাবে বলেছিলাম এখন আর কাউকে বলি না বলতে ইচ্ছাও করে না।।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহারে... ...
৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০
রুদ্র জাহেদ বলেছেন: একটুও দুষ্টামি করবো না...শুধু...
যা বলেছেন না!!!এখানেই সীমিত থাক... খুক খুক
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক... সবে তো শুরু...
৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা -অনবদ্য ... ছুঁয়ে যায়,নস্টালজিয়ায় ।।
শুভাশিস অনন্ত ...
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহাহা ...ধন্যবাদ ... ভালো থাকবেন!
৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৩
প্রামানিক বলেছেন: /ওমনি তোর দেয়া, হাতে পড়া চুড়িতে রিনিকঝিনিক শব্দ তুলে
শুধু এক ধাক্কায় তোকে পুকুরে ফেলে দেবো...
এরপর দৌড়ে পালাবো...খুক খুক...মিউউউউ //
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মিউউউউউউউউউউ
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//ওমনি তোর দেয়া, হাতে পড়া চুড়িতে রিনিকঝিনিক শব্দ তুলে
শুধু এক ধাক্কায় তোকে পুকুরে ফেলে দেবো...
এরপর দৌড়ে পালাবো...খুক খুক...মিউউউউ //