![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>আজ আম্মিদের ( বোনের জমজ বাচ্চাদের) টিকা দিবে... সকাল থেকে উঠেই ওদের মুখ দেখে কান্না পাচ্ছে! ভয়ে ওদের সাথে ক্লিনিকে গেলাম না! এমনিতেই আমি ইঞ্জেকশন ভয় পাই, আর টিকা ওরে বাপ যে জোরে দিবে কেমন করে যেন দেয়, ঘা হতেই হবে! এরপর বাচ্চুদের হবে জ্বর !! বিশেষজ্ঞরা কেন যে এইসব ইঞ্জেকশন আবিষ্কার করছিলো... এর থেকে পানির মত মেডিসিন করলে কি হত শুনি...? একদম ভালো লাগছে না...!
> আমি এখনো ব্লাড পরীক্ষা করতে গেলে, মামনীর হাত ধরে চোখ বন্ধ করে, যারা ব্লাড নেয় তাদের বারবার বলি, ভাই/আপু আস্তে দিয়েন... এরপর যেই ইঞ্জেকশন পুষ করে ওমনি অইরকম চিৎকার দিয়ে কাইন্দা তারপর থামি... ! সব সময় পায়ে ইঞ্জেকশন নেই... হাতে খুব কম ইঞ্জেকশন পড়ছে! টনসিল অপারেশনের সময় ওটিতে যখন ডাক্তার আসে অ্যানেস্থিয়া করতে আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমাকে অজ্ঞান করে এরপর স্যালাইন দিয়েন ... চুন্দর ডাক্তারের সে কি হাসি... এরপর বলে, আরে বোকা মেয়ে তোমাকে স্যালাইন দিয়েই তো অজ্ঞান করবো... এরপর আমি কান্তেই থাকি... ডাক্তার বলে, তুমি কাঁদলে কিন্তু আরো দুইটা ইঞ্জেকশন দেবো... সে কি কাহিনী...
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মিছা কথা কন কেন ভাই...?
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪
হামিদ আহসান বলেছেন: বাপরে ..সুঁই ?
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক.........
৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
কাবিল বলেছেন: আমি মিথ্যা কতা কচ্চি হাত তুলিছি! বিশ্বাস হয় না ????
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাত তোলা মানে ভুই পাওয়া ... মিছা না এইটাই সাচা কথা...
৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭
আহলান বলেছেন: হাত তুল্লে কি ভয় চলে যাবে ? তাইলে আমি চার হাত পা তুল্লাম .... !
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক নাআআআ... তার মানে আপনিও ভুই পান... হু...
৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৩
আমিনুর রহমান বলেছেন:
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জেসন ভাই ভেংচান কেন...
৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩
গোধুলী রঙ বলেছেন: আমি হাত তুলবো না, কারন ২০ বার রক্ত দিছি, ইয়া মোটা এক সুই শিরায় চালান করে দেয়
৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
Tas DE Sun বলেছেন: মারাত্মক কাহিনী লিখেছেন
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
কাবিল বলেছেন: আমি হাত তুলি নাই।