| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন স্বাদে ভিন্ন ভাবে দুটো আইটেম বাদে ... যা আছে খেতে পারেন যেটা খুশি...!
বলতে পারেন চাইনিজে কার কি পছন্দ... কিভাবে কোথা থেকে শুরু করেন...?
টেবিলে বসুন ...

স্যুপ... কয়েক পদের...
আলুর ফ্রাই...
নুডুলস...

নুডুলস...
রাইস...
হোয়াট ভেজিটেবেল...
চিকেন ফ্রাই করিনি তাই খাসির মাংস...
এরপর একটু ফ্রুট’স সালাদ...
এরপর আইস্ক্রিম... 
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলুন ভাইয়া...
২|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০১
প্রামানিক বলেছেন: ভাতের মারের মধ্যে হলুদ মরিচ দিয়া নাম দিছেন সু্যপ।
যাক চমৎকার রেসেপি। ধন্যবাদ
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা আমি আগে চাইনিজে গেলে এই মারপানি (স্যুপ কে বলতাম) খেতাম না...এখনো এই কথা বলে আমাকে ক্ষ্যাপায় বাসায় বিশেষ করে এখনো থাই স্যুপ আমার পছন্দ না তবে প্যাকেটের এইসব স্যুপ যেটা বাসায় বানাই তা খাই আর চাইনিজে গেলে চিকেন স্যুপ...
৩|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩
প্রামানিক বলেছেন: কোহিনুর ভাই আমারে আগে কইবেন না এগুলো খেতে খুব স্বাদ লাগে তাইলে আমি কি ভাতের মারের সাথে তুলনা করি।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ খুক খুক...
৪|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪
নাবিক সিনবাদ বলেছেন: মনে মনে সবগুলা খেয়ে নিয়েছি
![]()
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আপনি তো গুডি বয়... !! আইচ্চা দিনাজপুর আসলে আমি খাওয়াবো হু
৫|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
তারছেড়া লিমন বলেছেন: আপনাদের বালুবাড়ির রাস্তা গুলো এত্তু গুলো পঁচা। সন্ধায় কি হাঁটানো টাই না হাঁটালো। তার উপ্রে আপনার এই পোষ্ট খিদে এখন চম্র আকার ধারন করেছে যাই রান্না টা চাপিয়ে দিই।।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি রান্না করলেন জানাবেন...! হু বালুবাড়ী না দিনাজপুরের বেশ কিছু রাস্তা এমন পঁচা... তবে আমি থাকি উত্তরে সেখানে রাস্তা ভালো বেশ...
৬|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮
বাউন্টি হান্টার বলেছেন:
বুঝতে পরেছি রিসেন্টলি আপনি নতুন ফোন কিনেছেন। তবে সালাদ কাটা শিখতে পারেননি।
হলুদ স্যুপটা মনে হয় পেটে প্রবলেম করবে।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহিহি উহু না... আমাদের বাসায় নাস্তার প্রচলন খুব বেশি বিশেষ করে সন্ধ্যাকালীন ! হলুদ স্যুপ এর প্যাকেট খুলে রান্নার পর আমিও দেখি এটা লাল রঙ... বেশ অবাক হয়েছিলাম... নামটা মনে নেই... প্যাকেট ফেলে দিয়েছি নইলে বলতাম অই প্যাকেট রান্না করে দেখুন...! আর সালাদ শশা ৪/৫ দিন আগের ছিলো +চাকু হাতের উপর নিয়ে কেটেছিলাম বলে এমন হয়েছে... !
৭|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬
মধ্য রাতের আগন্তক বলেছেন: আপু , সত্যি সত্যি কিন্তু খেতে চলে আসবো। ঠিকানা বলেন। ![]()
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দিনাজপুর চলে আসুন... এরপর ঈপ্সি আপু বলে ডাকলেই হবে... খুক খুক...
৮|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩
বাউন্টি হান্টার বলেছেন:
হুমম আপনাদের বাসার জামাই অনেক লাকি।
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহাআ তাই না কি...?
৯|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া......।।
১০|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১
আলভী রহমান শোভন বলেছেন: বাহ । দেখেই মনে হচ্ছে মজার হয়েছে খেতে।
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ... ভালো থাকবেন।।
১১|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬
কবীর বলেছেন: আলুর ফ্রাই খেতে লাগে মোটামুটি ..
![]()
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা কিন্তু খেতে অনেক টেস্টি... আমার আত্মীয় -স্বজন এবং পরিবারের সবাই আমার এই ফ্রাই খুব পছন্দ করে...
১২|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩
ধমনী বলেছেন: নামকরণ করলাম আমি, আর সবাই খেয়ে গেল। আমার জন্য অবশিষ্ট আছে কিছু?
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু সব আছে.........।।
১৩|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ,মজাদের আর স্বাদ বৈচিত্র্যের চমৎকার পোষ্টের জন্য, অনেক শুভকামনা রইলো ...
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ঈপ্সি চাইনিজে ঘুরে যাবার জন্য......।। ভালো থাকবেন!
১৪|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০
সচেতনহ্যাপী বলেছেন: আমি নুডলস খাবো উইথ কাচামরিচ।।
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওক্কে ওক্কে... খুক খুক
১৫|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪
আবু শাকিল বলেছেন: খানা-পিনা ভালা পাইলাম । ![]()
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওক্কে ওক্কে... খুক খুক
১৬|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫
আরাফাত হোসেন অপু বলেছেন: হলুদ স্যুপ টা আর নুডলস টা খাইতে মন......চা....................................য়!!!!!!
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ঈপ্সি চাইনিজে ঘুরে যাবার জন্য......।।
১৭|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
এরিক ফ্লেমিং বলেছেন: ভেজিটেবেলের ছবি পুরানো (বাসী)
খোসা সহ লেবু খাওয়া লাগবে?
বুঝছি আইসক্রীম রান্না করতে পারে না
![]()
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক উহু পুরনো নাআআআআ...... এক-ই প্লেটে আগের সব্জির ছবি ছিলো বিধায় এমন লাগছে...... আইস্ক্রিম ও পারি হু... দেবো একদিন...।
১৮|
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: খাওয়াগুলো শুধু দেখেই যেতে হবে । আর লোভ সংবরণ করে থাকতে হবে !!!!
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু... একদিন সময় করে দিনাজপুর আসলেই ... খাওয়া হয়ে যাবে......
১৯|
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১
মধ্য রাতের আগন্তক বলেছেন: সফট কপিতে কি আর পেট ভরে ?
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভরাতে জানলে ভরে... খুক খুক.........।
২০|
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১
আমি ময়ূরাক্ষী বলেছেন: আগামী ডিসম্বর দিনাজপুর যাবার কথা আছে। চলে আসবো আপনার বাড়ি।
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু অবশ্যই আসবেন...
২১|
৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
সুমন কর বলেছেন: শুধু ছবি দিলে হবে !! দাওয়াত কবে দিবেন !! ![]()
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দাওয়াত তো সবাইরে দিয়া রাখছি... আসেন না কেন... হু।।? এর থেকে ভালো হয় এবার ব্লগ ডে দিনাজপুরে করা হোক... এরপর সবাই মিলে আমার বাসায় আইসেন...
২২|
৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায়রে হায় হায়রে হইল একি যন্ত্রনা
ভার্চুয়াল খাবারে ছবি পেটতো মোটে ভরে না!!
জিভে আসে জল -একি ইপ্সির ছল
সবারে লোভ দেখাইয়া কাউরে খেতে দেয় না!
হায় হায়রে হায় হায়রে হইল একি যন্ত্রনা
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হায় হায় করি কি উপায়... !!!
ঈপ্সির ফাঁসি চাই... বলেন জোরে জোরে...
ঈপ্সি করেনা ছল...
এই তোরা কে কথায় আছিস...
বিদ্রোহী ভাইকে বল...
খুক খুক...
২৩|
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আমার হৃদয়মালতী রান্না বান্না বাদ দিয়ে দিল বোধ হয় । তার রান্নার স্বাদই আলাদা । মানুষজনও হুমরী খেয়ে পড়ে ।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকে সেলিম ভাই আমরাও হুমড়ি খাবো মালতী ভাবীর উপর হু......।।
২৪|
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
ডি মুন বলেছেন: খাসির মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। দেখেই খেতে ইচ্ছে হচ্ছে ![]()
৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তরকারীর কালার ভালো না হলে খেতেও ভালো লাগে না... আর স্বাদটাও ভালো হওয়া চাই! ভালো থাকবেন!
২৫|
৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫
মানবী বলেছেন: এতো ভালো রাধুনীর প্যাকেট স্যুপ! প্যাকেট স্যুপে প্রায় সব সময় এমএসজি বা মনো সোডিয়াম গ্লুটামেট নামের স্বাদবর্ধক থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
দুই মিনিট নুডুলস এর মশলার প্যাকেটেও থাকে অধিকাংশ সময়।
ভালো থাকুন ঈপ্সিতা।
২৬|
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
লালপরী বলেছেন: ভাত খেয়ে ফেলসি। তাই শুধু সুপ খেলাম আপু
লোভ লাগানিয়া পোস্ট ![]()
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০১
মেজদা বলেছেন: দেখেই খেতে ইচ্ছে করছে।। খুব সুন্দর।।