নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মজাদার লুচি...
ডাল/পটলের ডালনা...
নরম লুচি...
ডিম পিঁয়াজি ...
কড়কড়ে লুচি...
আলু ভাঁজি...
চালের আটার রুটি...
মাংস...
ময়দার রুটি...
বুটের ডাল...
মাংস দিয়ে মুড়ি মাখিয়েছি...। এইটা আমার...
মাংস... মুড়ি...
লাল চা...
৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি এমনিতেই গাধা... এরপর ছবি লোড দেয়া মাত্র শিখলাম, আগে শুধু লেখা দিতাম।। ছবির সাথে বাড়তি আর কি দেবো ভেবে পাইনি তাই দেইনি... আর পেজ ছোট বড় ব্যাপারটা আর একটু সহজ করে ক্লিয়ার করে দিন, কিভাবে দেবো ছবি সহ লেখা...আমারো শেখা হবে...
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ !!!!!
৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
সাহসী সন্তান বলেছেন: আপু, এইগুলে কি সব দুপুরের খাবার? OMG, এইটা কিছু হইলো? তয় আলু ভাজিটা এত কড়া করছেন ক্যারে? ব্যাপুক ঝাল হইছে......!!
আপু, পোস্ট টা খাওয়ার আগে দিলে সব খাইতে পারতাম। তবে আমার দুপুরের টিপ শেষ। তাই শুধু আলু ভাজিটাই টেস্ট করলাম! ইস্পি আপুর খাওন বলে কথা.....??
৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু দুপুরের জন্য... যার যেটা ভাল লাগে সে সেটা খাবে তাই... আর এই কড়কড়ে আলু ভাঁজি আমার সিস এর জন্য! হু আপনিও টেস্ট করতে পারেন!
৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার বাসায় একদিন দাওয়াত রইলো আমার
৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু অবশ্যই !
৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২
সাহসী সন্তান বলেছেন: ইস্পি আপু, নিমগ্ন ভাইয়ের মন্তব্যের সূত্র ধরেই বলছি!
পোস্টের প্রথমে একটা ছবি দেবেন, তারপর পোস্ট সংক্রান্ত দু'চার কথা লিখবেন তারপর সব গুলো ছবি পোস্ট করবেন। তাহলে আর কোন সমস্যা হবে না! এত ছবি একসাথে দেখালে আসলেই অনেকের কাছে কিছুটা বিরক্তির কারণ হয়!
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ!
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ট্রাই করবো একদম সত্যি বলতে কি আমি একটু অজ্ঞ এসব বিষয়ে! আইডিয়া পেলুম এবার সেভাবে লেখার ট্রাই করবো!
৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
এরিক ফ্লেমিং বলেছেন: এরা কত খায়?
শুধু রুটি লুচি ৫ পদের।
মুড়ি খায় মাংস দিয়ে
ম্যাডামের কি হোটেলের ব্যবসা
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা আরে নাহ... খাই কম কিন্তু করি বেশি... আর সব চাচারা এক সাথে পাশাপাশি থাকি তাই কাজিন অনেক... রান্না করি এরপর সবাইকে ডেকে কিংবা সবার বাসায় দিয়ে খাই... ! আর আমি ভাত না খেলে মুড়ি খাই... !
৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: ১০০% গিন্নিপনা উঠে এসেছে। সেই সাথে মাঝে মাঝে খাওয়াতে পারলে ভাল হতো। ঠিকানাটা বা ফোন নাম্বারটা বলে দিবেন দয়া করে । সরাসরি বাসায় এসে আক্রমণ। খাওয়া বলে কথা । মিস করা মানেই বোকামি। কি দাওয়াত পাবো তো ?
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাআ হু দিনাজপুর আসবেন... এলেই খেয়ে যাবেন...
৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২
ফেরদৌসা রুহী বলেছেন: সব খাবারগুলিই খুব মজার হবে, ছবি দেখেই বুঝা যাচ্ছে।
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু মজার-ই বটে...
৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬
নাবিক সিনবাদ বলেছেন: আমি মুড়ি দিয়া মাংস খাইতে চাই
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খাইলে প্রব নাই... আমি ভাব্লুম আমি মাখিয়েছি হাত দিয়ে কেউ খাবে কি না... খুক খুক
১০| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬
মিতক্ষরা বলেছেন: খাবার গুলোতে তেল একটু বেশী এই যা।
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ তেল মসলা ছাড়া মজাদার খাবার হয় না কি... সেটা হয় সাদা সবজি মাংস...সেটা আলাদা
১১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮
রক্তিম দিগন্ত বলেছেন: আপনার পোষ্ট দেখে মনে পড়লো, আমি অনেকক্ষণ ধরেই খেতে চাচ্ছি। কিন্তু চেয়ারেই বসে আছি।
কিন্তু খাবার দেখে এখন পেট ডাকাডাকি শুরু করেছে। উঠতেই হবে চেয়ার থেকে।
পোষ্টটা উপকারী। ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহাহ কি খেয়েছেন বললেন না তো?
১২| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে ভাই ?
১৩| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
কিরমানী লিটন বলেছেন: একা একা খান,দরজা বন্ধ করে খান...
অনেক মজাদার খাবারের সমাহার,জিভে পানি এসে যায়,খিদেটাও এগিয়ে আসে, অনেক ধন্যবাদ চমৎকার সব মজাদার খাবারের ছবির পোষ্টের জন্য ..!!
শুভকামনা জানবেন...
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাহ না দরজা লাগিয়ে খাবো না... আপনাদের দিয়েই তো খেলাম...
১৪| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট । জিভে জল এল ।
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ ভাইয়া একটা আইস্ক্রিম আনেন আমি খাবো...
১৫| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
রেজা এম বলেছেন: আহা ! মিস করলাম !!!
আমার জন্য কিছু বাকি আচে???
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা বাকি না থাকলেও খাওয়ানো যাবে... আবার নতুন করে...
১৬| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮
মিথুন আহমেদ বলেছেন: মাংস দিয়ে মুড়ি কখনও খেয়ে দেখিনি। আজকে ট্রাই করব । ডিম পিয়াজী এবং বুটের ডাল ভালো লেগেছে।
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি আমরা কুরবানী ঈদে মুড়ি মাংস মজা করে খাই... এমনি সময়েও খাই... বেশ মজার !
১৭| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
হাসান মাহবুব বলেছেন: দারুণ আয়োজন! কিন্তু সবাই অতৃপ্ত
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা কেন ভাইয়া ... ?
১৮| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
জনাব মাহাবুব বলেছেন: এত্ত খাবার সামনে, দেইখাই ক্ষিদা লাইগা গ্যাছে। ওরে আবুল বাবুল জলদি এক পাতিল খাবার নিয়া আয়
খাবারের পোষ্ট মানেই লোভ দেখানোর পোষ্ট। এত লোভ দেখাইয়া খাইলে আপনার পেট ব্যথা করবে।
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাহাহ খেতে জানতে হয় ভাই...
১৯| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
সুমন কর বলেছেন: আমি কিন্তু ঝাঁল খাই না.... ঝাঁল ছাড়াগুলো আমার, বাকিগুলো সবার...
দিনাজপুর থেকে কিছু পাঠিঁয়ে দিন...
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা আপনি দিনাজপুর চলে আসুন
২০| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:০২
টেকনিসিয়ান বলেছেন: আমারে কি একটি এলমাসিন আর টিস্যু দ্যায়া যাবে
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেনু কেনু .........।
২১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:২১
নীল ভোমরা বলেছেন: আইটেমগুলি জানলাম! কিন্তু পাব কোথায়?..... দুপুরে অফিসে এমন খাবার সাপ্লাই পাবার কোন ব্যবস্থা থাকলে জানাবেন!
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা এগুলো বাড়ির খাবার ভাই-- খেতে চাইলে চলে আসুন দিনাজপুর
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩
নিমগ্ন বলেছেন: কিছু মনে করবেন না। দয়া করে একটু বেশি লিখে এরপর ছবিগুলো দিন। বিরক্ত লাগে ১ম পাতায় পেজ অনেক লম্বা হয়ে যায়। আর খাবারগুলো দেখে না খাওয়ার অতৃপ্তি তো আছেই। হেঃ হেঃ