নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা, এক লাইনে কোন প্রেমের গল্প হয় না রে... ? ধর শুরুটা আমি করলাম... এভাবে..

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

>আয় পাশাপাশি হাঁটি ... আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাওয়ার খেলেটা খেলি... এবার তুই...
>খুব খুব ইচ্ছে করছে তোর কপাল থেকে কালো টিপ টা খুলে নেই...
> জানিস তোর জন্য এত্তগুলা জোনাক ধরে রেখেছিলাম... ( একটা কাঁচের বোতলে ভরে রেখেছিলাম... ভেবেছিলাম কোন এক আমাবস্যার রাতে সেই জোনাক গুলি বোতল থেকে বের করে আমাদের চারপাশে ছেড়ে দিবো... আর তুই সেই মিটিমিটি জোনাকের আলোতে তোর পঁচা গান গুলা গাইবি... )
> অই অই আজ কিন্তু আমি তোকে শাড়ি পড়িয়ে দেবো ... শাড়ি পড়াতে গিয়ে কুঁচি তোর কোমরে গুঁজে দেয়ার অজুহাতে তোর কোমরটা একটু ছুঁয়ে দেবো...
> এই দেখ তোর জন্য কত রান্না করেছি... পাশে আয় আমি নিজ হাতে খাইয়ে দেবো...
> হুররর খামোখা তুই এসব করিস... আমার তো শুধু তোর আঙ্গুল খেতে ইচ্ছে করে...
> কিচ্ছু না... শুধু সময়ে অসময়ে কানের পাশে মুখ নিয়ে বলিস- ভালোবাসি ভালোবাসি ...
> আমি যদি একটু বেসামাল হয়ে যাই ... তখন... ? খিক্স খিক্স...
> তোর গিফট এর সব টাকা জমিয়ে রেখেছি... তুই আসলেই ... সব বুঝিয়ে দেবো...
> মন খারাপ করিস না আমিও একদিন সব কিছু সুদে-আসলে শোধ দিয়ে দেবো... হু...
> আমার কপালে তো এসব কিছুই লেখা নেই...
>এভাবে বলিস না তো-- ইচ্ছে করে তোকে ছুঁয়ে দেই...
>> ভালোবাসা এমন -ই হয়... ভালবাসতে শুধু একটা সুন্দর মন লাগে...
যে মনটা কখনো কুৎসিত হয় না... অপার্থিব ভালোবাসাগুলি কামনার উর্ধে থাকে...
শুধু মন ছুঁয়ে থাকে সব সময়... একটা ঘোর অদ্ভুদ ঘোর... !
যেখানে চেহারা/ টাকা পয়সা/ বাস্তবতা... এটা সেটা... কোন কিছু মুখ্য হয় না...
শুধু ভালবাসার মুগ্ধতা থাকে ... ভালোবাসার জয় এভাবেই হয়...
যখন দুটি মন সত্যিকার অর্থে নিজেদের চায়...

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!!!!!!!!!

এক লাইন দুই লাইনে হাজার লাইনেও আসলে ভালোবাসা হয়না!!!!!!!!!!! :P

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাইলে কি কুটি লাইনে হয় সায়মাবাচ্চুমণি... ?

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

অগ্নি সারথি বলেছেন: কি জানি!

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
কি জানি.........

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম :(

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুম-২.........

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: শুধু ভালবাসার মুগ্ধতা থাকে ... ভালোবাসার জয় এভাবেই হয়...
যখন দুটি মন সত্যিকার অর্থে নিজেদের চায়...

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া.........

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


হায়রে ভালোবাসা ! এইটাও স্বার্থ নির্ভর।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলেই কি তাই......... ?

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


তাইতো দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.