নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>শোন আর কখনো যোগাযোগ করবি না... একদম না... কোন অজুহাত খুঁজবি না আমাকে এইটা সেইটা জানানোর...
কোন অজুহাতে ছবি পাঠাবি না... খবরদার বলে দিলাম কিন্তু... আমি জানি তুই তাই করবি...
>একটা কথা শোন...
>কি .........
>আমার না খুব জ্বর ...... মাথা তুলতে পারছি না... বুকেও একটা চিন চিনে ব্যাথা আছে...
> কি বলিস...? জ্বর হইছে তো কি হইছে...? আমার কাছে কি...?
ডাক্তার দেখাতে পারিস না ফকিরটা...? তোর বাপ মা দেখে না তোকে... ?
>আরে দেখে তো... থাম তুই...
>কেন থামবো কেন...? আর আমাকে বলতে তোকে কে বলছিলো...? খুব বেশি জ্বর ?
আর বুকে ব্যাথা কেন? দুনিয়ার গু- গোবর খাস... ভাল হইছে... মর এখন... ব্যাথা কি খুব বেশি...?
> তুই বুকে এসে দেখ... ব্যাথাটার নাম কি জানিস...?
>লবালছা বকিস কেন...? আমি বুকে যাবো কেন...? আর ব্যথার আবার নাম কি...?
দেখ মেজাজ খারাপ করাবি না কইলাম... আমারে তোর বুকে যাইতে বললি কেন...?
>হু তোকেই বলছি... এসে দেখ...
> না যাবো না...
> এসে দেখ... রে গাধী... দেখ এসে ব্যাথাটার নাম “তুই তুই ব্যাথা” ... তুই আমাকে বুঝিস না কেন...?
>তোকে বোঝার কি আছে আর...? তোর এপিঠ-ওপিঠ পইড়া ফেলছি আমি...
> আচ্ছা বাবা... ভালো করছিস... এখন বুকে আয়... আর শোন আসার আগে শর্ত শর্ত খেলাটা খেলতে হবে কিন্তু...?
>মানে কি...?
>মানে হলো- ঠিক আগের মতই আমি তোর গালে গাল ছুঁয়ে ঘুম থেকে জেগে উঠতে চাই...
রাতে বাচ্চিদের মত তোকে বুকে আগলে নিয়ে ঘুমাতে চাই... বল রাজি... ?
> আহা... কত্ত শখ... আর দুপুর/ বিকেল/ সন্ধ্যার কি হবে...?
>ওরে পাগলী... দুপুরে তোর মজাদার আচার/ চাটনির সাথী হতে চাই... তবে সেটা মেসেজে মেসেজে খেলায়...
বিকেলে তোর সাথে ছাদে হাঁটতে চাই আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে ... সন্ধ্যায় এক কাপ চায়ে হুড়োহুড়ি করতে চাই...
সব-ই অই কল্পনা কল্পনা খেলায়...জানিস -ই তো কেন...? শুধু সকাল আর রাতটা তোকে একান্তে চাই... পুরোটাই চাই...
>অই তুই তো পুরাই ধান্দাবাজীতে ওস্তাদ রে...
>হু এখন রাজী হয়ে যা ওস্তাদনী...
>এভাবে বলিস কেন... জানিস না কষ্ট হয়...
>চুপ কর... তুই কষ্টের কথা বলিস কেন...? ছেড়ে যাওয়ার কথা বলিস কেন...?
জানিস না তখন আমার তোকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে...?
>হু তুই চুপ কর... কে মানা করেছে তোকে... ? শুনি...?
>ভালোবাসি রে বিল্লিটা ভালোবাসি...
>ভালোবাসি বিলুইটা............ মিউউউউউউ
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা দাদা, চলে আসেন...।
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
প্রামানিক বলেছেন:
এমন ডাইল হলে আরো খুশি হবো।
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেখছেন আমার ডাইল নিয়া আমারেই দেখায়!!!!! দিনাজপুর আসুন খাওয়াবো .........
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আপনার তো দেখি আসলেও জ্বর, এইযে কেমন আবল-তাবল বকছেন ।
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আয়্য্য্য্য্য্য্য আমার জ্বর না... কথোপকথনের - নায়কের জ্বর ...... তাই আবোল তাবোল বক্তেছে... হিহিহি
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
প্রামানিক বলেছেন: এসে দেখ... রে গাধী... দেখ এসে ব্যাথাটার নাম “তুই তুই ব্যাথা” ... তুই আমাকে বুঝিস না কেন...?
<তোকে বোঝার কি আছে আর...? তোর এপিঠ-ওপিঠ পইড়া ফেলছি আমি...
গল্প ডাইলের মত মজা হইছে। ধন্যবাদ
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহ দাদা আজ ডাইলের পিছে লাগলেন কেন? বৌদিমণি বুঝি আজ খেতে দেয়নি?
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
গেম চেঞ্জার বলেছেন: মনে হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে ধার করা। হাঃ হাঃ হাহঃ হাঃ
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি কল্পনার মিশ্রনে লেখা... লিখতে হলে বাস্তব অভিজ্ঞতার দরকার নেই ভ্রাতা কল্পনা করুন আর বেশি বেশি লিখুন... হিহিহি...
৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
সাহসী সন্তান বলেছেন: চমৎকার গল্প! কিছু প্রেম কিছু আশা, এরই নামতো ভালবাসা? তবে গল্পটার মধ্যে কেমনজানি বাস্তবের কিছু গন্ধ পাচ্ছি?
শুভ কামনা জানবেন ঈস্পিপু.....!!
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাআ খুক খুক... সবই কাল্পনিক... একটা দৃশ্যপট ...! ভালো থাকবেন!
৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
বুকের ব্যথার নাম হার্ট এটাক। তবে মাঝে মাঝে এমন চিন চিন করে... ডাক্তাররা বলে গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু কি করে বোঝাই তাদের মাঝে মাঝে ভালোবাসাতেও ব্যথা হয়।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কথা সত্য ভ্রাতা! কিছু ব্যাথা গ্যাস্ট্রিক ... হার্ট এর ও বটে কিন্তু তুই তুই ব্যাথাও একটা আছে... খুক খুক.........।।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
আরণ্যক রাখাল বলেছেন: পড়তে খুব একটা ভাল লাগেনি, খারাপও না
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু বুঝলুম.........।
৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
মোঃকামাল হোসেন বলেছেন: আমারও কিছু তুই তুই ব্যথা আছে।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আচ্ছা, তাই না কি?
১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১২
অভ্রনীল হৃদয় বলেছেন: মনে হচ্ছিলো.... মনে হচ্ছিলো.... না মানে ইয়ে.... মনে হচ্ছিলো আমার কল্পনায় কেউ প্রবেশ করে আমার কল্পনার মেয়েকে না বলা কথাগুলো টেনে হেচরে বের করে এই লেখাটায় মিশিয়ে দিয়েছেন। হা হা হা। খুব ভালো লাগলো।
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা তাই না কি... হিহিহি ...... ধইনা পাতা!
১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
আরাফাত হোসেন অপু বলেছেন: সবই ঠিক আছে.।তবে ছবি খানা দেখে মাথায় উল্টা পাল্টা কিছু ঘুরতেছে...আপনি কি.....না থাক!!!
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমি কি............ ?
১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
ধমনী বলেছেন: সুন্দর সুন্দর।
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ......।
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
আরজু পনি বলেছেন:
আপনার এসব লেখা পড়লে কেমন যেনো রোমান্টিসিজমে ভুগি
ইচ্ছে করে ভার্সিটি লাইফে আবার ফিরে যাই
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা আপু মনটা তো বুড়িয়ে যায়নি তাই না...? সো এখনো রোমান্টিসিজমে ডুবা যায়... শুধু ইচ্ছেটাকে উস্কে দিতে হয়...
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
প্রামানিক বলেছেন: ১ম হয়েছি ডাইল দিয়া ভাত চাই।