নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সবাইকে ফুলেল শুভেচ্ছা...

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

ফুলগুলো কিন্তু আমার ছাদ বাগানের...!
সবাই শুধু শুভেচ্ছা নিবেন আর ফুল দেখবেন কেউ কিন্তু ফুল নিবেন না হু... খুক খুক...!
ফুলগুলো সব আমার পাগ্লুর... খুক্ষুক...









মন্তব্য ৬৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

এরশাদ বাদশা বলেছেন: সুন্দর........

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! নববর্ষের শুভেচ্ছা!

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: ফুলগুলো যত সুন্দর পাগলু যে আরো কত সুন্দর!

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহুউউ দাদা! পাগ্লু আউলা-ঝাউলা-কাইলা...

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

সুলতানা রহমান বলেছেন: বেশ কয়েক রকমের ফুল। তবে ফুল কিন্তু একটাও নেইনাই।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাহহহা আরো আছে পরে এড করে দেবো! হহাহহা না নেয়ার জন্য একটা ফুল আপনাকে দিতেই পারি!

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

তানজির খান বলেছেন: ফুলের ছবি। বাহ দারুণ

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: ওরে ফুল ।

আমি উহাতে মশগুল।

চোখের দৃষ্টি ভণ্ডুল।

নতুন বছরের শুভেচ্ছা আপু।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ! আপনাকেও শুভেচ্ছা ভাই!

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

লেখোয়াড়. বলেছেন:
ফুলেল শুভেচ্ছা নতুন বছরের।
সবগুলার নাম জানিনা।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ইচ্ছে করেই নাম দেইনি! আবার আমিও দু একটার নাম জানি না!

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

লালপরী বলেছেন: ছাদে এত সুন্দর ফুল ও হয়! মুগ্ধ হোয়ে গেলাম । ফুলের নাম জানা হলো না :(
নতুন বছরের শুভেচ্ছা আপনাকে ও। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাহা হবে না কেন ? আরো আছে! পরে আবার দেবো!

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

শামছুল ইসলাম বলেছেন: শুভেচ্ছা নববর্ষের।

খুব সুন্দর ফুলের ছবি।

আপনার মনটাও হোক ফুলের মত সুন্দর-পবিত্র এবং জীবনটাও।

ভাল থাকুন। সবসময়।




০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! আপনিও ভালো থাকবেন!

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকেও!!!

আমার ছাদের বাগানে বেড়ানোর আমন্ত্রণ রইল আপু!

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সময় করে ঘুরে আসবো! ভালো থাকবেন!

১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

তারছেড়া লিমন বলেছেন: হেফি বাড্ডে ২০১৬ ................

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ টেঙ্কু!

১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

আবু শাকিল বলেছেন: এত্ত ফুল পাগ্লুর... খুক্ষুক... করবে টা কি =p~ =p~
আমাদের কিছু দেন !

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা পাগ্লুর চোখ বাঁচিয়ে নিয়ে নিন!

১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রুদ্র জাহেদ বলেছেন: এত্তগুলা ফুল!!!দারুণ সুন্দর
এখন না আপুনি আমি পরে নিব কিন্তু

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহাহহা ওকে ভাইটা! তবে পাগ্লুর চোখ বাঁচিয়ে নিতে হবে কিন্তু... খুক খুক...

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শভেচ্ছা ধন্যবাদ ।পোস্টে +

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাইয়া! ভালো থাকবেন!

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইভাবে যদি সব সন্ত্রাসী হাতে ফুল তুলে নিত ;)


শুভেচ্ছা। নতুন বছরের।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ রাজপুত্র নতুন বছরের শুরতেই সন্ত্রাসী খেতাব রিপিট হলো... তাইলে তো খাইসে... সারা বছর না জানি আর কি শুনতে হব্ববে... শুভেচ্ছা আবারো! ভালো থাকবেন!

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

সুমন কর বলেছেন: আপনাকেও শুভেচ্ছা...

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও আবারো শুভেচ্ছা!

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফুলের পোস্টে গেলে মন ভাল হয়ে যায় ।
একজনের বাগান পোস্টে তাই সব সময় ঢুঁ মারতাম ।
উনি আমাকে হার্ট করলেন !
যাক আপনার পোস্টে বাহারি ফুল দেখে মনটা ভাল হয়ে গেল ।
আমার গিন্নিরও ফুলের বাগান আছে তবে ব্যাকরণ বহির্ভূত , তাই পোস্ট দেয়া হয় না ।
শুভ কামনা জানবেন , নতুন বছরের শুভেচ্ছাও !

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা তাই? সব ফুলের ছবি দেইনি ভাইয়া! কারন ছবি লোড নিতে এত সময় লাগে যে সব দেয়া হয়নি! ভালো থাকবেন! ভাবীর ফুলের বাগান দেখাবেন একদিন?

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ঠাকুর গাঁও গিয়েছিলাম। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেই একজন বলল, ও ভাই, ওই যে পাগলু আসতেছে পাগলুতে যান, তাড়াতাড়ি যেতে পারবেন।
পাগলু কাছে আসতেই দেখি এযে বড় ধরনের স্কুটার। কে যে এর নাম পাগলু দিয়েছে নাম শুনে মাথাই নষ্ট। খুক খুক

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহহাআ এই পাগ্লু সেই পাগ্লু না তো ...

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

এস কাজী বলেছেন: আহ ফুল বাহ ফুল :)

সুন্দর সুন্দর ফুল দেখে মন ভরে গেল।

আপু এগুলা কি আপনার বাগানের ফুল?

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু এগুলো আমার ছাদ বাগানের ফুল! আর ও আছে!

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



নতুন বছরের ফুলেল শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ! কেমন আছেন?

২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

কিরমানী লিটন বলেছেন: ফুলের সৌরভে ভরে উঠুক নতুন বছরের প্রীতিটি সময়, স্নিগ্ধ সুন্দরের মতো, এই শুভকামনায় ...।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আবারো শুভেচ্ছা ভাই! ভালো থাকবেন!

২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০০

তামান্না তাবাসসুম বলেছেন: না না আমাকে ফুলায় দিতেই হবে, পাগ্লর শালিকা বলে কথা ;)
তোমাকে ব্লগে দেখে অনেক ভাল লাগলো আপুনি। ভালবাসা।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা পাগ্লুর কাছ থেকে নিতে পারলে আমার আপত্তি নেই! আমি তো ব্লগে অনেক দিন থেকেই আছি মাঝে কিছুদিন গ্যাপ পড়েছিলো!

২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

সাদা মনের মানুষ বলেছেন: মচৎকার ফুলেল পোষ্টে নববর্ষের শুভেচ্ছা

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও আবারো শুভেছা!

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: মেলা ফুল তো
ভোর রাতে চোর আসে না ?

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ না আপু... এই পাড়াটা আমদের-ই! সবাই নিজেদের আত্মীয়! আরো ফুল আছে, সব ছবি দিতে পারিনি! ফল গাছ ও আছে! সবজি চাষ ও করি!

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা দেশ আর বাসা পাল্টাতে পাল্টাতে ভুলে ই গেছি একসময় আমিও ফুলবাগান করতাম
এখন মরুভূমির বুকে কাচা মরিচ করলা বাগান করি ।
সবজি র ছবি ও দিও ঈস্পি মনি :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহাহ! দিয়েছিলাম তো আপু! এখানে আমার সবজি বাগানের ছবি ও আছে!

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! শুভেচ্ছা আবারো ভাইয়া!

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

অগ্নি সারথি বলেছেন: শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! শুভেচ্ছা আবারো ভাইয়া!

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

বিমল বিডি বলেছেন: একটা গোলাপ ফুল দেয়া যাবে? আমার হবু বউরে গিফট করতাম

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ওকে দেবো!

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার বেশ কিছু ছবি দেখে খুব ভাল লাগল। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! শুভেচ্ছা আবারো ভাইয়া!

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

বিমল বিডি বলেছেন: ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ সব ফুলের ছবি।ভাল লাগা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা ধন্যবাদ ! ভালো থাকবেন!

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

সাহান হামিদ বলেছেন: সাদা ফুলটির নাম কি?

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও জানি না... যদিও বোটানীর ছাত্রী !

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: ফুলেল শুভেচ্ছায় - ফৌলিত অনুভুতি। (ফৌলিত বইলা কোন শব্দ কিন্তু নাই)

আপনাকেও ফৌলিক শুভেচ্ছা। :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহাআ ফুলেল শুভেচ্ছা বলে কথাটা কিন্তু চালু আছে.........

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

ধমনী বলেছেন: ব্যাপক সৌন্দর্য!!

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহহহাহা ধন্য হলুম!

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

পারাবত বলেছেন: পোষ্ট দেখে অনেক পূরোনো ব্লগার রাজামশাই এর কথা মনে পড়ে গেল। এসব ফুল নিয়ে তার অনেক পোষ্ট ছিল। খুবই ভালো লাগত। কোথায় যে সে হারিয়ে গেল.।।
পোষ্টের জন্য ধন্যবাদ আপনাকে ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা তাই? ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.