| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>শীতকাল এলেই বোঝা যায়!! খুক খুক!
>শীত আসতে না আসতেই এইসব গ্যাদ্রা এন ঢঙ্গা ছেলেরা পোস্ট দেয়া শুরু করছে-
গোসল করা নিয়ে... মরে যাই মরে যাই... ! যদিও ইহা ফেবুর ভ্রাতাদের স্ট্যাটাস দেইখা লিখলাম,
জানি না ব্লগের ভ্রাতারা কি করেন...। খুক খুক!!!
>শীতের সকালে গোসল করা মানে না কি এভারেস্ট জয় করা।।
* শীতের সকালে গোসল করতে গিয়ে কেউ কেউ না কি মরে যাচ্ছে
এই বইলা এন স্ট্যাটাস মাইরা ওয়াশ রুমে ঢুকে!
* শীতের সকালে গোসল করতে গিয়ে কেউ কেউ না কি রণ সঙ্গীত গায় !
* শীতের সকালে গোসল করতে যাওয়ার আগে কেউ কেউ না কি... ভুইলা গেছি!
খুক খুক...! এত পোস্ট এর কথা কি আর মনে থাকে...? ওহ্ মনে পড়ছে-
কেউ কেউ না কি আম্মম্মম্মাআআ বইলা চিক্কর পারে...
>> আলে ভ্রাতারা... গোসলের আগে ফটাফট পানি গরম করো/ করেন,
এরপর ওয়াশ রুমে ঢুকে ঝপাঝপ পানি ঢালেন...
তা নাআআ কত্ত ঢং করে রে বাবা এইসব ঢঙ্গা পোলাপাইন!
আমি শিওর এরা শীতে ৭-১০ দিন পর পর গোসল করে ! খুক খুক...
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ আলে ভ্রাতা, গরম পানির সাথে ঠান্ডা পানি মিলিয়ে নিলে চুল পড়বে না তো! ভালো বুদ্ধি দিলাম।। খুক খুক... !
২|
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: খুক খুক... ![]()
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক...
৩|
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
ফেরিওয়ালা দাদা বলেছেন: মেয়েরাও কম কি?
কম্বলের ভিতরে থেকেও এক খানা পোস্ট প্রতিদিন প্রসব করে।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআহ তাই না কি?
৪|
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: গ্যাদ্রা এন ঢঙ্গা
গ্যাদ্রী এন ঢঙ্গী ![]()
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক্কক্কক রাজপুত্রর মাথায় এত্ত বুদ্ধিইইইই!
৫|
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
চোখের কাঁটা বলেছেন: আজ ছয়দিন পর এইমাত্র আপনা পোস্টু খানা দেইখা গোসল করার জন্য বাথরুমে ঢুকলাম!
ফিলিংস-পিরাউড!
খুকখুক!
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহহাআ মজা পেলুম ভাই!
৬|
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
গ্যাজিলিয়ন স্টারস ইন মাই স্কাই! বলেছেন: সপ্তম দিনে যাইয়া কি তাহারা সঙ্গীর সাথে গভীর রোমান্টিকতা বাদ দেয় ? না দিলে সঙ্গীর প্রতি সহমর্মিতা জানাই ![]()
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে তারাই বলতে পারবে!
৭|
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
প্রামানিক বলেছেন: এর চেয়েও কঠিন শীতের রাতে পুকুরে নামিয়া ডুব দিয়া মাছ মারিতাম আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে দাঁতে দাঁতে করতাল বাজাইতাম তাহা এখনও ভুলিয়া যাই নাই। খুক খুক।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ভ্রাতা তাহলে সে দলে নেই যে দলের কথা আমি বলেছি!
৮|
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
shiponblog বলেছেন: @চৌধুরী আপু মনে রাখবেন বাঘ সিংহ কখনো গোসল করে না। খুক খুক।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা তার মানে গ্যাদড়ারা বাঘ- সিংহ... খুক খুক...
৯|
০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: বিপরীত কিছুও কি আছে আপুনি!!!
খিক খুক খুক
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুই কি জানিইইইই খুক খুক...
১০|
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: খুক খুক!!!
ঈপ্সিমণি এতো গ্যাদ্রী।
বিঃদ্রঃ ইহা একটি ফানি কমেন্ট। ![]()
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা রাজপুত্র নিজে কি?
১১|
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো পুলা। ![]()
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
-সাইরাস বলেছেন: কু-বুদ্ধির জয় হোক ! বলি গরম পানিতে গোসল করলে যে মাথায় টাক পরে যায়, সে তথ্য কি জানা আছে ম্যাডাম