নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নিজের পাপের কথাই ভাবছি আর শুধু তওবা পড়ছি...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

>জায়নামাযেই ছিলাম, কোরআন পড়া শেষে নামায পড়বো... এর মধ্যেই ...!
বাসায় দু'জন বাচ্চা ( বোনের জমজ মেয়ে) , একজন হার্টের রুগী (বাপি) ...!
মেইন গেট খুলবো, না কলাপ্সিবল গেট খুলবো।।
কোনদিকে যাবো, কাকে, কিভাবে ওঠাবো...! সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিলো!
আল্লাহ্‌ রক্ষা করেছেন!
>যেখানে যত বেশি পাপ, সেখানেই এসব গজব আসে...
দেশের মানুষের পাপের কথা না ভেবে নিজের পাপের কথাই ভাবছি...
আর শুধু তওবা পড়ছি...! আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুন!
>এরপর ও কি আমার বা আমাদের হেদায়েত হচ্ছে...? মনে হয় না...!
বারবার এ ধরনের সংকেত অনেক কিছুই বহন করে কিন্তু আমরা তার গুরুত্ব দেই না...!

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দেশের মানুষের পাপের কথা না ভেবে নিজের পাপের কথাই ভাবছি...
আর শুধু তওবা পড়ছি...! আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুন!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমীন!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, সরল পথে চলার তৌফিক দান করুন এবং হেফাজত করুন, আমিন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমীন!

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

কিরমানী লিটন বলেছেন: করুণাময় আমাদের হেদায়েত করুন, তার অবিনশ্বর রহমতের নব ধারায় ...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমীন!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

রাবার বলেছেন: বারবার এ ধরনের সংকেত অনেক কিছুই বহন করে কিন্তু আমরা তার গুরুত্ব দেই না...! ঠিক বলছেন আপি

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই আমরা বুঝি না, সতর্ক হই না!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: দেশের মানুষের পাপের কথা না ভেবে নিজের পাপের কথাই ভাবছি...
আর শুধু তওবা পড়ছি...! আল্লাহ্ আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুন!
সত্যি আপুনি আমরা নিজের ধ্বংসসাধনে ব্যস্ত

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমীন! হু...আমরা ধ্বংসের পথে!

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

আহলান বলেছেন: ঘুমায় ছিলাম ছিলাম ভালো , জেগে দেখি কে খাট নাড়ায়
কোন পথে নিচে নাইম্যা যাই .... ও বন্ধু রে ...
কোন বা পথে ছাদে উঠতাম চাই ..... হাহাহ হাহাহ
রাখে আল্লাহ মারে কে! মারে আল্লাহ রাখে কে?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এখনো হাসছেন!!!!! হু আল্লাহ, মাবুদ-ই রক্ষা করেছেন!

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

সাহরাব বলেছেন: সবচেয়ে বড় ব্যাপার হলো। ..... এই মুহূর্ত গুলুতে আমরা যারা খোদা মানিনা তারাও আল্লাহ আল্লাহ করি । ......... হা হা হা

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক তাই!

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

কাবিল বলেছেন:



সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না (লালন)

আসলে আমরা বেশির ভাগই এমন।
বিপদে আলাহ আল্লাহ করি
আনন্দের সময় ভুলে যায়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক তাই!

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

বাংলার জামিনদার বলেছেন: এই রকম ভুমিকম্প সারা বছর দুনিয়াব্যাপি হয়। না জানি তারা কি পাপ করছে????

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটা আল্লাহ, মাবুদ-ই ভালো জানেন! আর যে কথাটা বলেছি তা আমার না... কোরআনের আয়াতেও বলা আছে......

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বারবার এ ধরনের সংকেত অনেক কিছুই বহন করে কিন্তু আমরা তার গুরুত্ব দেই না...!

তারা মানবেনা। যতক্ষনা তারা মূত্যুর মূখে উপস্থিত হয়!

আমরা পরিবেশ প্রকৃতির উপর এত বেশী অত্যাচার করছি- সেই তুলনায় প্রকৃতি খুব কমই প্রতিশৌধ নিচ্ছে!

আমাদের জণ্য দোয়া করবেন। সে এক ভয়াবহ অভিজ্ঞতা।

++++

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া আমরা সময়ে কোন কিছুর গুরুত্ব দেই না...! মানে কি? অভিজ্ঞতার কথা বললেন যে? কোথায় ছিলেন?

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ধমনী বলেছেন: বারবার এ ধরনের সংকেত অনেক কিছুই বহন করে কিন্তু আমরা তার গুরুত্ব দেই না...!

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাই......।।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুস্থ আছেন জেনে খুশী হলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ মরণ কি এত সহজে হবে......।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.