নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আসুন আপনাদের লাঞ্চিত করি... খুক খুক মানে আসুন লাঞ্চ করি...

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

আলুর ডাল ডিম (দিনাজপুরের আঞ্চলিক খাবার)

মাছের মাথা ( কি মাছের জানি না, মাছ খাই না তাই)

শিম ভাজি/

আলু ভর্তা/

পটল ভাজি/

ধনিয়া পাতা ফ্রাই/

আলু মুরগি/

কুমড়ো বিচির ভর্তা/ সালাদ / বেগুন ভাজি (পাগ্লুর ) / পেঁয়াজ পাতা ভাঁজি / ফল ...........।।
যাহা খেতে মুঞ্চায় খেয়ে নিন............।




মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: আপুরা কি সারা জীবন আপুই থেকে যাবেন।
হাহাহাহাহাহাহা..........................................

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি মুশকিল ভাইয়া............তাইলে কি হমু?

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

কল্লোল পথিক বলেছেন: খাবার দেখে লোভ হচ্ছে

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাহলে তো মুশকিল......।। হাহহাহা

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আলু ভর্তা আর ধনিয়া ফ্রাই খাবো। B-))

কিন্তু লাঞ্চিত হতি পারলাম না।
ভাত কই ভাত!!! রাইচ রাইচ!!!

প্রতিউত্তর দ্যান না কেন? X(

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহা রাইচ ছাড়া শুধু তরকারী দিয়ে লাঞ্চ করেন উহু লাঞ্চিত হোন......।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোস্টে মাইনাস। :(

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হায় হায়......... যাই কই.........। হাহহা

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো হয়ছে ।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না খেয়েই!!!!!!!! হহাহাহহা

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

আজিজার বলেছেন: ১ নং টা অনেক প্রিয়, সামনে পেলে অর রক্ষা নাই।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা তাই? তবে এখন আর আগের মত স্বাদ হয় না.........

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!!!!!!!:) :) :)

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি সায়মা বাচ্চুমণিইইইই

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

নতুন বলেছেন: পোস্টে মাইনাস...

দুপুরে খাবারের পোস্টের উপরে নিষেধাজ্ঞা জারি করা দরকার।

আলুর ডাল ডিমভালা পাই...

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা দুটো মাইনাস............।। না জানি এবার কি হয়.........! হহাহহহা তাই?

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: ধনিয়া পাতা ফ্রাই

এটা কি আস্তা পাতাই ব্যাটারে দিয়ে ফ্রাই করা?

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আস্ত পাতা বেসনে ডুবিয়ে ফ্রাই করা.........।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

সিদ্ধার্থ. বলেছেন: বাইরে থাকি ,বাড়ির খাবার খেতে পাই না ।মনে খুবই কষ্ট ।

আমার এই ধরণের নিরামিষ খাবার খুবই ভালো লাগে ।


পোস্টে মাইনাস । X((

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহাহ দেশে এসে বেড়াতে আসিয়েন দিনাজপুর!

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

মঞ্জু রানী সরকার বলেছেন: দিনাজপুর বাসীর মেনুতে আলু ভর্ত থাকবেই

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কিন্তু খাই না......।।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কাবিল বলেছেন: হায় হায়..... এখানে এতো খাবার রেখে আমি কোথায় ঘুরে বেড়াচ্ছি। খাবার দাবার কি সব শেষ?

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা চলে আসুন.........। সেদিনের গুলো নেই......।। আজকের টাই না হয় খাবেন!

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

ধমনী বলেছেন: দেখুম না আর রকমারি খাবার।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাহ ওকে চোখ বন্ধ রাখুন ।।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

কিরমানী লিটন বলেছেন: তরকারি দিলেন ভাত নাই
এইটাই কম লাঞ্চনা, ভাই :) :) B-) B-) =p~

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহা ইহা নিউ সিস্টেমে খাওয়া ! ভাত ছাড়া......।। আসল কথা ভুইলা গেছি

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

আরণ্যক রাখাল বলেছেন: এতগুলা তো একসাথে খাওয়া যাবে না| ফ্রিজে রেখে দিন| আস্তে আস্তে খাওয়াইয়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.